WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || পর্যায়ন , আরোহণ ও অবরোহণ , আবহবিকার MCQ
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘ভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ‘ অধ্যায়ের বাছাই করা ৬০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । ভূগোল কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
১. সমস্থিতিক আলোড়ন হল-
- ধীর অন্তর্জাত প্রক্রিয়া
- আকস্মিক প্রক্রিয়া
- বহির্জাত প্রক্রিয়া
- আকস্মিক বহির্জাত প্রক্রিয়া
ধীর অন্তর্জাত প্রক্রিয়া
২. প্রদত্ত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়?-
- পুঞ্জক্ষয়
- হিমবাহ ক্ষয়
- অগ্নুৎপাত
- নদীর মাধ্যমে ক্ষয়
অগ্নুৎপাত
৩. অন্তর্জাত প্রক্রিয়ার ফল হলো-
- পর্যায়ন
- আবহবিকার
- সমস্থিতি
- ভূ বিপর্যয়
ভূ বিপর্যয়
৪. ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে-
- পার্থিব প্রক্রিয়া
- অপার্থিব প্রক্রিয়া
- অপ্রাকৃতিক প্রক্রিয়া
- কোনটাই নয়
পার্থিব প্রক্রিয়া
৫. অবরোহন ও আরোহণের সম্মিলিত ফল হল-
- ক্ষয়ীভবন
- পর্যায়ন
- আবহবিকার
- পুঞ্জিত ক্ষয়
পর্যায়ন
৬. অবরোহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-
- ক্ষয়জাত পর্বত
- আগ্নেয় পর্বত
- প্লাবনভূমি
- বাজাদা
ক্ষয়জাত পর্বত
৭. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল-
- আরোহণ
- অবরোহণ
- পর্যায়ন
- জৈবিক আবহবিকার
আরোহণ
৮. ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন-
- জি কে গিলবার্ট
- ডব্লিউ ডি থর্নবেরি
- আর্থার হোমস
- ডব্লিউ এম ডেভিস
জি কে গিলবার্ট
৯. ভূপৃষ্ঠের উঁচু-নিচু স্থানের মধ্যে তা জনিত ভারসাম্য লাভের অবস্থা কে বলে-
- অবরোহণ
- ইউ স্ট্যাটিক আলোড়ন
- সমস্থিতি
- পর্যায়ন
পর্যায়ন
১০. প্রদত্ত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় ?
- স্তুপ পর্বত
- অগ্নুৎপাত
- সিঙ্কহোল
- ভূমিকম্প
সিঙ্কহোল
১১. ভঙ্গিল পর্বত গঠিত হয়-
- গিরিজনি আলোড়ন
- মহিভাবক আলোড়ন
- ইউস্ট্যাটিক আলোড়ন
- সমস্থিতিক আলোড়ন
-এর ফলে
গিরিজনি আলোড়ন/p>
১২. রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়-
- শুষ্ক জলবায়ু
- আর্দ্র জলবায়ু
- শীতল জলবায়ু
- প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে
আর্দ্র জলবায়ু
১৩. অবরোহণ বলতে সাধারণত-
- নদী
- বায়ু
- হিমবাহ
- সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজকে বোঝায়
নদী
১৪. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো-
- ভূমির ঢাল
- পুঞ্জিত স্খলনের পরিমাণ
- স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন
- নদীর ক্ষয় শক্তি
ভূমির ঢাল/p>
১৫. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন ?
- ডেভিস
- প্র্যাট
- চেম্বারলিন ও স্যালিসবারি
- পেঙ্ক
চেম্বারলিন ও স্যালিসবারি
১৬. নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে বলে-
- অবরোহণ
- পর্যায়ন
- আরোহণ
- কোনোটিই নয়
পর্যায়ন
১৭. বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো-
- অগ্ন্যুদগম
- ভূমিকম্প
- সমুদ্র তরঙ্গ
- কোনোটিই নয়
সমুদ্র তরঙ্গ
১৮. আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয়-
- আরোহণ
- অবরোহণ
- নির্মোচন বা নগ্নীভবন
- পর্যায়ন
নির্মোচন বা নগ্নীভবন
১৯. যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে-
- ক্ষয়ীভবন
- পুঞ্জিত ক্ষয়
- আবহবিকার
- পর্যায়ন
আবহবিকার
২০. অবরোহনের অন্তর্গত নয়, এমন প্রক্রিয়াটি হল-
- আবহবিকার
- অবঘর্ষ
- নগ্নীভবন
- সঞ্চয়
সঞ্চয়
২১. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল-
- আবহবিকার
- গিরিজনি আলোড়ন
- নদীর কাজ
- বায়ুর কাজ
গিরিজনি আলোড়ন
২২. ‘দ্বিতীয় ক্রম’ ভূমিরূপ হল-
- মহাদেশ
- বালিয়াড়ি
- সার্ক
- মালভূমি
মালভূমি
২৩. ভূঅভ্যন্তরে শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে বলে-
- ফ্রিয়েটিক স্তর
- ভাদোস স্তর
- অ্যাকুইফার
- কোনোটিই নয়
ফ্রিয়েটিক স্তর
২৪. ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে-
- জলচক্রের মাধ্যমে
- সছিদ্র শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য
- ভূমির ঢালের জন্য
- বনভূমির উপস্থিতির জন্য
জলচক্রের মাধ্যমে
২৫. হিমবাহ প্রদেশের মণিকরণের উষ্ণপ্রস্রবণ হলো একটি-
- সংযোগ
- চ্যুতি
- বিদার খনিজ
- দ্রবণ প্রস্রবণ
চ্যুতি
২৬. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায়-
- দেরাদুনে
- ভাইজ্যাগে
- শিলং -এ
- পুরীতে
দেরাদুনে
২৭. বৃষ্টিপাত অথবা তুষার গলা জলে পুষ্ঠ ভূগর্ভস্থ জলকে বলে-
- সহজাত জল
- উতস্যান্দ জল
- ভাদোস জল
- মিটিওরিক জল
মিটিওরিক জল
২৮. ভৌমজলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে-
- ভাদোস জল
- সহজাত জল
- উৎস্যান্দ জল
- ঘনীভূত জল
ভাদোস জল
২৯. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে-
- ভাদোস জল
- কৈশিক স্তর
- সাময়িক সম্পৃক্ত স্তর
- স্থায়ী সম্পৃক্ত স্তর
স্থায়ী সম্পৃক্ত স্তর
WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
৩০. জলচাপ তলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রস্রবণ হলো-
- গিজার
- আর্টেজীয় প্রস্রবণ
- আগ্নেয় প্রস্রবণ
- ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
আর্টেজীয় প্রস্রবণ
৩১. অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হল-
- গ্রানাইট
- কাদাপাথর
- শেল
- চুনাপাথর
গ্রানাইট
৩২. অগ্নুৎপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে-
- সহজাত জল
- ভাদোস জল
- উৎস্যন্দ জল
- আবহিক জল
উৎস্যন্দ জল
৩৩. ভৌম জলের ঊর্ধ্বসীমা কে বলা হয়-
- পিজোমেট্রিক তল
- অ্যাকুইফার
- অ্যাকুইক্লুড
- অ্যাকুইটার্ড
পিজোমেট্রিক তল
৩৪. ভৌম জল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বের হয় তখন তাকে বলে-
- ক্ষরণ
- দারণ
- চ্যুতিতল
- ফাটল
ক্ষরণ
৩৫. পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয়-
- আবহিক জল
- উৎস্যন্দ জল
- সহজাত জল
- মহাসাগরীয় জল
সহজাত জল
৩৬. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে-
- অ্যাকুইফার
- ভাদোস স্তর
- অ্যাকুই ক্লুড
- অ্যাকুইটার্ড
ভাদোস স্তর
৩৭. ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে বলে-
- ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
- গিজার প্রস্রবণ
- ডাইক প্রস্রবণ
- উষ্ণপ্রস্রবণ
গিজার প্রস্রবণ
৩৮. ভূ অভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও সরবরাহ করতে পারে না, এই শিলার স্তরকে বলে-
- অ্যাকুইক্লুড
- অ্যাকুইফিউজ
- অ্যাকুইটার্ড
- কোনোটিই নয়
অ্যাকুইফিউজ
৩৯. ভৌম জলের মূল উৎস-
- মিটিওরিক জল
- কনেট জল
- ম্যাগমাটিক জল
- নদী জল
মিটিওরিক জল
৪০. কূপ ও নলকূপ এর সঞ্চিত জলকে বলা হয়-
- কৈশিক জল
- ফ্রিয়েটিক জল
- উৎস্যন্দ জল
- ভাদোস জল
ফ্রিয়েটিক জল
৪১. পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে বলে-
- হামস্
- উভালা
- ডোলাইন
- ড্রিপ্সটোন
হামস্
৪২. দুটি গ্রাইক- এর মধ্যবর্তী উচু ভূমিরূপ কে বলে-
- স্ট্যালাগমাইট
- ক্লিনট
- ডোলাইন
- পোলজে
ক্লিনট
৪৩. স্ট্যালাকাইট দেখতে পাওয়া যায় –
- পলি গঠিত অঞ্চলে
- মরু অঞ্চলে
- ভারতের পশ্চিম উপকূলে
- কার্স্ট অঞ্চলে
কার্স্ট অঞ্চলে
৪৪. বড় আকারের গ্রাইক-কে পূর্বতন যুগোশ্লাভিয়ায় বলে –
- ক্লিন্ট
- বোগাজ
- সিঙ্কহোল
- ডোলাইন
বোগাজ
৪৫. ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত?
- জিও
- গ্লুপ
- ল্যাপিস
- কারেন
গ্লুপ
৪৬. গুহার মেঝে থেকে উত্থিত চুনাপাথরের ভূমিরূপ কে বলে-
- স্ট্যালাকাইট
- স্ট্যালাগমাইট
- ডোলাইন
- হাম্স
স্ট্যালাগমাইট
৪৭. কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ এর অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল-
- সিঙ্কহোল ও ডোলাইন
- গ্রাইক ও ক্লিন্টস
- স্ট্যালাকাইট ও স্ট্যালাগমাইট
- অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার
অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার
৪৮. ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল-
- কাশ্মীর উপত্যকা
- বোরাগুহা
- ব্লু পার্বত্য অঞ্চল
- অজন্তা গুহা
বোরাগুহা
৪৯. চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় ?
- স্ট্যালাকাইট
- স্ট্যালাগমাইট
- হেলিকটাইট
- স্তম্ভ
হেলিকটাইট
৫০. ভারতে চুনাপাথরের ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় –
- উত্তরাখণ্ডের দেরাদুনে
- মধ্যপ্রদেশের গোয়ালিয়রে
- রাজস্থানের ভরতপুরে
- বিহারের ভোজপুরে
উত্তরাখণ্ডের দেরাদুনে
WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
৫১. কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষাও বিশালাকার গর্তকে বলে –
- ডোলাইন
- হাম্স
- পোলজে
- সিঙ্কহোল
পোলজে
৫২. চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয়-
- ড্রেপ
- রুফ পেনডেন্ট
- ফ্লোস্টোন
- বেল হোল
বেল হোল
৫৩. কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল-
- জলযোজন
- অঙ্গারযোজন
- জারণ
- আর্দ্র বিশ্লেষণ
অঙ্গারযোজন
৫৪. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে –
- স্তম্ভ
- স্ট্যালাকাইট
- স্ট্যালাগমাইট
- হেলিকাইট
স্ট্যালাকাইট
৫৫. পৃথিবীর গভীরতম গুহা হল-
- হোলোক গুহা
- ক্রুবেরা গুহা
- আরাকু গুহা
- চেরাপুঞ্জি গুহা
ক্রুবেরা গুহা
৫৬. কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকা স্তর হল-
- কারেন
- ল্যাপিস
- টেরারোসা
- ক্লিন্টস
টেরারোসা
৫৭. চুনাপাথরও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে –
- অঙ্গারযোজন
- আর্দ্র বিশ্লেষণ
- জল যোজন
- জারণ
অঙ্গারযোজন
৫৮. কার্স্ট টাওয়ার তীক্ষ্ণ আকারের হলে তাকে বলে –
- ককপিট
- পোলজে
- পিনাকেল
- পিলার
পিনাকেল
৫৯. কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হল-
- কাদাপাথর
- বেলেপাথর
- চুনাপাথর
- মার্বেল পাথর
চুনাপাথর
৬০. অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা হল-
- বেলেপাথর
- কাদাপাথর
- ব্যাসল্ট
- গ্রানাইট
বেলেপাথর
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।