WB HS Class 12 History Mock Test Set-2|উচ্চমাধ্যমিক ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন উত্তর: WBCHSE Board –এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WB HS Class 12 History Mock Test Set-2।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, উচ্চমাধ্যমিক [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 12 ইতিহাসের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ইতিহাসের বাছাই করা ৫০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।ইতিহাস কুইজের MCQ প্রশ্ন উত্তর-গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি উচ্চমাধ্যমিক ইতিহাস মক টেস্ট । তাই এই মক টেস্ট Class XII পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
WB HS Class 12 History Mock Test Set-2|উচ্চমাধ্যমিক ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
Q1. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –
- মাউন্টব্যাটেন
- এটলি
- ক্যানিং
- ওয়ারেন হেস্টিংস
মাউন্টব্যাটেন
Q2. ‘আজাদ হিন্দ সরকার ’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ? –
- টোকিওতে
- ব্যাংককে
- রেঙ্গুনে
- সিঙ্গাপুরে
সিঙ্গাপুরে
Q3.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –
- উড্রো উইলসন
- হুভার
- রুজভেল্ট
- ট্রুম্যান
রুজভেল্ট
Q4. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন মার্কিন রাস্ট্রপতি ছিলেন –
- উইন্সটন চার্চিল
- লিনলিথগো
- ক্লেমেন্ট এটলি
- স্ত্যাফোর্ড ক্রিপস
উইন্সটন চার্চিল
Q5. গণ পরিষদের প্রথম অধিবেশন বসে –
- কলকাতায়
- বোম্বাইয়ে
- দিল্লিতে
- অমৃতসরে
দিল্লিতে
Q6. ভারতে নৌ- বিদ্রোহের সূচনা হয় –
- ১৯৪০ সালে
- ১৯৪২ সালে
- ১৯৪৪ সালে
- ১৯৪৬ সালে
১৯৪৬ সালে
Q7. ওয়াশিংটন চুক্তি সাক্ষরিত হয় –
- ১৯২১ সালে
- ১৯২৫ সালে
- ১৯৩৯ সালে
- ১৯৪৫ সালে
১৯২১ সালে
Q8. কোন আন্দোলনের স্লোগান ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে ’ ? –
- বঙ্গভঙ্গ
- আইন অমান্য
- ভারত ছাড়ো
- অসহযোগ
ভারত ছাড়ো
Q9. ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
- ড. সুকর্ণ
- বেন বেল্লা
- হো –চি –মিন
- সান ইয়াং সেন
হো –চি –মিন
Q10. গান্ধিজি ‘ফেলপার ব্যাংকের ওপর আগামী তারিখের চেক ’ বলে মন্তব্য করেছেন –
- পাকিস্তান প্রস্তাবকে
- আগস্ট প্রস্তাবকে
- ক্রিপস প্রস্তাবকে
- লাহোর প্রস্তাবকে
ক্রিপস প্রস্তাবকে
Q11. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
- বি আর আম্বেদকার
- জওহরলাল নেহেরু
- গান্ধিজি
- ড. রাজেন্দ্র প্রসাদ
ড. রাজেন্দ্র প্রসাদ
Q12. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন –
- লর্ড আরউইন
- ওয়াভেল
- লিনলিথগো
- মাউন্টব্যাটেন
লিনলিথগো
Q13. সুভাষ চন্দ্র দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন –
- হরিপুরা অধিবেশনে
- ত্রিপুরি অধিবেশনে
- লাহোর অধিবেশনে
- কলকাতা অধিবেশনে
ত্রিপুরি অধিবেশনে
Q14. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা ? –
- ইংরেজ
- ওলন্দাজ
- ফরাসি
- পোর্তুগিজ
ওলন্দাজ
Q15. পুন্নাপ্রা ভায়লার অভ্যুত্থান হয়েছিল –
- ১৯৪২ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৭ সালে
- ১৯৫০ সালে
১৯৪৬ সালে
Q16. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –
- স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
- লর্ড ওয়াভেল
- এ ভি আলেকজান্ডার
- লর্ড পেথিক লরেন্স
লর্ড ওয়াভেল
Q17. মুসলিম লিগ প্রতিষ্ঠা হয়েছিল _______ খ্রিষ্টাব্দে । –
- ১৯১৫
- ১৯০৩
- ১৯০৬
- ১৯০৯
১৯০৬
Q18. ভাইকমের ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
- ড. আম্বেদকার
- এ.কে.গোপালন
- জ্যোতিবা ফুলে
- কে পি কেশব মেনন
কে পি কেশব মেনন
Q19. হিন্দু পাইয়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন –
- নব্যবঙ্গ
- প্রার্থনা সমাজ
- আর্য সমাজ
- ব্রাম্ভ সমাজ
নব্যবঙ্গ
Q20. দিয়েন –বিয়েন –ফু –এর যুদ্ধ সংঘটিত হয় –
- 1945 খ্রিষ্টাব্দে
- 1954 খ্রিষ্টাব্দে
- 1948 খ্রিষ্টাব্দে
- 1950 খ্রিষ্টাব্দে
1954 খ্রিষ্টাব্দে
Q21. গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন –
- জহরলাল নেহেরু
- ড. রাজেন্দ্র প্রসাদ
- গান্ধিজি
- সরদার প্যাটেল
ড. রাজেন্দ্র প্রসাদ
Q22. লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় –
- 1919 খ্রিষ্টাব্দে
- 1915 খ্রিষ্টাব্দে
- 1916 খ্রিষ্টাব্দে
- 1906 খ্রিষ্টাব্দে
1916 খ্রিষ্টাব্দে
Q23. ‘সোশ্যালিস্ট’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- এস এ ডাঙ্গে
- সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
- মুজাফফার আহমেদ
- পি সি যোশী
এস এ ডাঙ্গে
Q24. ‘The New Nature Of History’ গ্রন্থটি কার লেখা ?
- জেমস মিল
- আর্থার মারউইক
- ভিনসেন্ট স্মিথ
- র্যাঙ্কে
আর্থার মারউইক
Q25. ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ কে প্রতিষ্ঠা করেন ?
- রাজা রামমোহন রায়
- রাধাকান্ত দেব
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Q26. যিনি সিমলা দৌত্যের নেতৃত্ব দেন তিনি হলেন –
- গান্ধিজি
- জিন্না
- আগা খাঁ
- আহমদ খাঁ
আগা খাঁ
Q27. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ –এই স্লোগান তুলেছিল –
- চিন
- ফ্রান্স
- রাশিয়া
- জাপান
জাপান
Q28. ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট পালিত হয় 1919 সালের –
- 6 এপ্রিল
- 13 এপ্রিল
- 9 আগস্ট
- 2 অক্টোবর
6 এপ্রিল
Q29. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন –
- শিবনাথ শাস্ত্রী
- রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- দেবেন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
Q30.সুভাষ ব্রিগেডের প্রধান ছিলেন –
- সুভাষচন্দ্র বসু
- শাহনওয়াজ খান
- জি এস ধীলন
- রশিদ আলি
শাহনওয়াজ খান
Q31. ‘যতদূর মনে পড়ে’ কার আত্মজীবনী ?
- মণিকুন্তলা সেন
- মান্না দে
- জ্যোতি বসু
- আশালতা সরকার
জ্যোতি বসু
Q32. লিনলিথগোর প্রস্তাবকে বলা হয় –
- ক্রিপস প্রস্তাব
- আগস্ট প্রস্তাব
- লাহোর প্রস্তাব
- ক্যাবিনেট প্রস্তাব
আগস্ট প্রস্তাব
Q33. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –
- স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
- লর্ড ওয়াভেল
- এ ভি আলেকজান্ডার
- লর্ড পেথিক লরেন্স
লর্ড ওয়াভেল
Q34. বিদ্যাসাগরকে ‘Traditional Modernizer’ বলেছেন –
- সুমিত সরকার
- বিপান চন্দ্র
- অমলেশ ত্রিপাঠী
- রামমোহন রায়
অমলেশ ত্রিপাঠী
Q35. তেভাগা আন্দোলনের নেতা ছিলেন –
- চারু মজুমদার
- দিগম্বর বিশ্বাস
- জোয়া ভগত
- গান্ধিজি
চারু মজুমদার
Q36. ‘শতফুল বিকশিত হোক’ উক্তিটি কার ?
- মাও- সে -তুং
- সান –ইয়াৎ-সেন
- লি –তা –চাও
- চিয়াং –কাই –শেক –এর
মাও- সে -তুং
Q37. ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলা হয় –
- মার্শ ম্যান
- হিকি
- রামমোহন রায়
- ডিরোজিও
রামমোহন রায়
Q38. সনদ আইন পাশ হত –
- ১০ বছর অন্তর
- ২০ বছর অন্তর
- ৩০ বছর অন্তর
- ৪০ বছর অন্তর
২০ বছর অন্তর
Q39. ‘একাত্তরের ডায়েরী’ লিখেছেন –
- সুফিয়া কামাল
- হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
- দক্ষিণারঞ্জন বসু
- আশালতা সরকার
সুফিয়া কামাল
Q40. ‘ইতিহাসের দূর্ভাগ্য যে , ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না, -কথাটি বলেছেন –
- জে বি বিউরি
- মার্ক ব্লথ
- জর্জ হেগেল
- ইমান্যুয়েল কান্ট
জর্জ হেগেল
Q41.আধুনিক ভারতের ইরাসমাস অভিধায় ভূষিত করা হয়-
- রাজা রামমোহন রায়কে
- দেবেন্দ্রনাথ ঠাকুরকে
- কেশবচন্দ্র সেনকে
- ডিরোজিওকে
রাজা রামমোহন রায়কে
Q42. শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন –
- সিডিশন কমিশন
- হান্টার কমিশন
- হুইটলি কমিশন
- সাইমন কমিশন
হুইটলি কমিশন
Q43. এশিয়ার আলো বলা হয়-
- মহত্মা গান্ধিকে
- জহরলাল নেহেরুকে
- সুভাষচন্দ্র বসুকে
- সর্দার বল্লভভাই প্যাটেলকে
জহরলাল নেহেরুকে
Q44. র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন –
- গান্ধিজি
- জহরলাল নেহেরু
- বল্লভভাই প্যাটেল
- মানবেন্দ্রনাথ রায়
মানবেন্দ্রনাথ রায়
Q45. ‘The Quit India Movement’ গ্রন্থটির লেখক হলেন –
- অরুণচন্দ্র ভুঁইয়া
- বিপান চন্দ্র
- সুমিত সরকার
- জুডিথ ব্রাউন
অরুণচন্দ্র ভুঁইয়া
Q46. ‘দ্য স্পিরিট অফ ইসলাম’ গ্রন্থটির লেখক হলেন –
- মন্তেস্কু
- চৌধুরি রহমৎ আলি
- আবুল কালাম আজাদ
- সৈয়দ আমির আলি
সৈয়দ আমির আলি
Q47. ‘ডেকান এডুকেশন সোসাইটি’ স্থাপন করেন –
- কেশব চন্দ্র সেন
- মহাদেভ গোবিন্দ রানাডে
- দয়ানন্দ সরস্বতী
- অ্যানি বেসান্ত
মহাদেভ গোবিন্দ রানাডে
Q48. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর –
- প্লেটোর জাদুঘর
- আলেকজান্দ্রিয়ার জাদুঘর
- ক্যাপিটোলাইন জাদুঘর
- এননিগালডি –নান্নার জাদুঘর
এননিগালডি –নান্নার জাদুঘর
Q49. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ?
- গিরনি কামগার ইউনিয়ন
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
- মাদ্রাজ লেবার ইউনিয়ন
মাদ্রাজ লেবার ইউনিয়ন
Q50. বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন –
- ম্যালেসন
- মেজর অ্যাডামস্
- আয়ার কূট
- কাউন্ট লালি
মেজর অ্যাডামস্
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট