[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

জীবন সংগঠনের স্তর অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)

WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
‘জীবন সংগঠনের স্তর’ অধ্যায়ের মক টেস্ট|নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায়|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট সিরিজ ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায়ের( ‘জীবন সংগঠনের স্তর’ ) এই বাছাই করা ৫০টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অধ্যায়-২-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q1. সোডিয়াম টার্কোলেট ও সোডিয়াম গ্লাইকোলেট হল –

  • শমিত লবণ
  • অ্যাসিড লবণ
  • পিত্ত লবণ
  • যুগ্ম লবণ  

পিত্ত লবণ

Q2. মানব দেহের অস্থির ধাত্রে যে লবণটি থাকে, তা হল-

  • Ca3(PO4)2
  • NaCl
  • KCl
  • Na2CO3

Ca3(PO4)2

Q3. মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে ?

  • অগ্ন্যাশয়ে
  • যকৃতে
  • প্লিহায়
  • বৃক্কে

যকৃতে

Q4. DNA ও RNA -এর গঠনগত একক হল-

  • নিউক্লিওসাইড 
  • নিউক্লিওটাইড
  • পেন্টোজ শর্করা
  • ফসফেট

নিউক্লিওটাইড

Q5. নীচের কোনটি লব্ধ প্রোটিন ?

  • অ্যালবুমিন
  • গ্লোবিউলিন
  • পেপটোন
  • হিমোগ্লোবিন

পেপটোন

Q6. একটি সংযুক্ত প্রোটিন হল-

  • হিমোগ্লোবিন
  • অ্যালবুমিন 
  • পেপটোন
  • প্রোটিওজ

হিমোগ্লোবিন

Q7. একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হল-

  • লিনোলেইক অ্যাসিড
  • পামিটিক অ্যাসিড
  • লিনোলিনিক অ্যাসিড
  • অ্যারাকিডোনিক অ্যাসিড  

পামিটিক অ্যাসিড

Q8. RNA -তে থাইমিনের পরিবর্তে যে N2 যুক্ত ক্ষার থাকে তাকে বলে –

  • অ্যাডিনিন
  • গুয়ানিন
  • সাইটোসিন
  • ইউরাসিল

ইউরাসিল

Q9. DNA -তে উপস্থিত কিন্তু RNA -তে অনুপস্থিত পিরিমিডিন জাতীয় ক্ষার মূলকটি হল –

  • অ্যাডিনিন
  • সাইটোসিন
  • ইউরাসিল
  • থাইমিন

থাইমিন

Q10. অ্যাডিনিন কোন প্রকারের বেস-

  • পিউরিন
  • পিরিমিডিন
  • পিউরিন ও পিরিমিডিন
  • প্রোটিন

পিউরিন

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q11. ফ্যাটে দ্রবণীয় নয় এমন একপ্রকার ভিটামিন হল-

  • ভিটামিন B
  • ভিটামিন K
  • ভিটামিন E
  • ভিটামিন D

ভিটামিন B

Q12. কোন ভিটামিন জেরপথ্যালমিয়া রোগের জন্য দায়ী ?  

  • ভিটামিন A
  • ভিটামিন D
  • ভিটামিন C
  • ভিটামিন E

ভিটামিন A

Q13. অ্যান্টি হেমারেজিক ভিটামিন হল-

  • ভিটামিন B12
  • ভিটামিন C
  • ভিটামিন B1
  • ভিটামিন K

ভিটামিন K

Q14. ভিটামিন C -এর অভাবে যে রোগটি দেখা যায় সেটি হল- 

  • অস্টিওম্যালেশিয়া
  • রিকেট
  • স্কার্ভি
  • বেরিবেরি

স্কার্ভি

Q15. রক্তে প্রোথ্রম্বিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন ?

  • ভিটামিন A
  • ভিটামিন K
  • ভিটামিন E
  • ভিটামিন D

ভিটামিন K

Q16. ভিটামিন B12 -এর অভাব্জনিত রোগ হল-

  • পারনিসিয়াস অ্যানিমিয়া
  • মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
  • নরমোক্রোমিক অ্যানিমিয়া
  • হাইপোক্রোমিক অ্যানিমিয়া

পারনিসিয়াস অ্যানিমিয়া

Q17. PP ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হল-

  • ভিটামিন A
  • ভিটামিন B12
  • ভিটামিন D
  • ভিটামিন B5

ভিটামিন B5

Q18. স্নায়ু স্পন্দন বজায় রাক্তে সাহায্য করে-

  • K
  • Na
  • Fe
  • Zn

Na

Q19. কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে ?

  • ক্যালশিয়াম
  • পটাশিয়াম
  • ম্যাগনেসিয়াম
  • আয়রন

আয়রন

Q20. কোন খনিজ মৌলটির অভাবে থাইরয়েড গন্থিটি ফুলে ওঠে ?

  • আয়োডিন
  • লোহা
  • তামা
  • দস্তা

আয়োডিন

Q21. হৃদপিন্ডের সংকোচন নিয়ন্ত্রণে কোন খনিজ মৌল সাহায্য করে ?

  • আয়োডিন
  • লোহা
  • সোডিয়াম ও পটাশিয়াম
  • ফসফরাস

সোডিয়াম ও পটাশিয়াম

Q22. পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?

  • ভিটামিন B5
  • ভিটামিন B2
  • ভিটামিন A
  • ভিটামিন B6

ভিটামিন B6

Q23. ফাইলোকুইনোন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?

  • ভিটামিন B12
  • ভিটামিন K
  • ভিটামিন D
  • ভিটামিন B3

ভিটামিন K

Q24. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু ?

  • মাইটোকন্ড্রিয়া
  • গলগিবডিস
  • লাইসোজোম
  • রাইবোজোম

রাইবোজোম

Q25. বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

  • ভিটামিন A
  • ভিটামিন B1
  • ভিটামিন E
  • ভিটামিন D

ভিটামিন E

Q26. রাইবোজোমের গঠনগত উপাদান হল-

  • rRNA
  • প্রোটিন
  • rRNA ও প্রোটিন
  • লিপিড ও rRNA

rRNA ও প্রোটিন

Q27. শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন কোশীয় অঙ্গাণু সাহায্য করে ?

  • গলগি বডি
  • রাইবোজোম
  • লাইসোজোম
  • সেন্ট্রোজোম

সেন্ট্রোজোম

Q28. বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হল-

  • সেন্ট্রোজোম
  • ক্রোমোজোম
  • রাইবোজোম
  • লাইসোজোম

সেন্ট্রোজোম

Q29. গলগি বডিতে যেটি দেখতে পাওয়া যায় না সেটি হল-

  • সিস্টারনি
  • ভেসিকলস
  • মাইক্রোভেসিকলস
  • ভ্যাকুওল

ভ্যাকুওল

Q30. উদ্ভিদ কোশে গলগি বডি কী নামে পরিচিত ?

  • স্ফেরোজোম
  • লাইসোজোম
  • ডিকটিওজোম
  • সেন্ট্রোজোম

ডিকটিওজোম

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q31. এদের মধ্যে কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায় / কোন অঙ্গাণুটি প্লিওফরমিক-

  • লাইসোজোম
  • রাইবোজোম
  • সেন্ট্রোজোম
  • গলগি বস্তু

লাইসোজোম

Q32. কোশের সঞ্চয় ভান্ডার বলে –

  • গলগি বডি
  • লাইসোজোম
  • রাইবোজোম
  • সেন্ট্রোজোম

গলগি বডি

Q33. গলগি বস্তুর প্রধান কাজ –

  • রেচন
  • ক্ষরণ
  • শ্বসন
  • পাচন

ক্ষরণ

Q34. স্ফেরোজোম উৎপন্ন হয় কী থেকে ?

  • গলগি বডি
  • লাইসোজোম
  • এন্ডোপ্লাজমীয় জালিকা
  • কোশগহ্বর

লাইসোজোম

Q35. শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্যকরে কোন অঙ্গাণু ? 

  • গলগি বডি
  • প্লাস্টিড
  • সেন্ট্রোজোম
  • লাইসোজোম

গলগি বডি

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q36. রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলাটি হল –

  • ক্লোরেনকাইমা
  • ইডিওব্লাস্ট
  • স্ক্লেরাইড
  • কোলেনকাইমা

ইডিওব্লাস্ট

Q37. মৃত সরল স্থায়ী কলাটি হল –

  • প্যারেনকাইমা
  • কোলেনকাইমা
  • স্ক্লেরেনকাইমা
  • এরেনকাইমা

স্ক্লেরেনকাইমা

Q38. জাইলেমের একমাত্র সজীব উপাদানটি হল-

  • জাইলেম তন্তু
  • ট্রাকিড
  • ট্রাকিয়া
  • জাইলেম প্যারেনকাইমা  

জাইলেম প্যারেনকাইমা  

Q39. জাইলেম কলায় উপস্থিত স্ক্লেরেনকাইমাকে বলে –

  • ইলাস্টিক তন্তু
  • কোলাজেন তন্তু
  • কাষ্ঠল তন্তু
  • বাস্টতন্তু

কাষ্ঠল তন্তু

Q40. নিউক্লিয়াস বিহীন জীবিত উদ্ভিদ কোশটি হল –

  • সীভনল 
  • ফ্লোয়েম প্যারেনকাইমা
  • ট্রাকিয়া
  • প্যারেনকাইমা  

সীভনল 

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q41. উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটি হল –

  • স্কেলেরেনকাইমা
  • কোলেনকাইমা
  • জাইলেম
  • ফ্লোয়েম

জাইলেম

Q42. কোন উদ্ভিদে এরেনকাইমা দেখা যায় ?

  • জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদে
  • হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে
  • হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদে
  • মেসোফাইট বা সাধারণ স্থলজ উদ্ভিদে  

হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে

Q43. ঐচ্ছিক পেশি হল –

  • মসৃণ পেশি
  • অস্থি পেশি
  • হৃদপেশি
  • অরেখ পেশি

অস্থি পেশি

Q44. অস্থিতে প্রাপ্ত একটি কোশের নাম –

  • ম্যাক্রোফাজ
  • হিস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট
  • ফ্লাইব্রোব্লাস্ট

অস্টিওব্লাস্ট

Q45. একটি যোগকলা হল-

  • স্নায়ুবিক কলা
  • ত্বক কলা
  • তরুনাস্থি কলা
  • সিনসিটিয়াম কলা

তরুনাস্থি কলা

Q46. মায়োফাইব্রিল থাকে –

  • আবরণী কলায়
  • পেশিকলায়
  • অস্থিকলায়
  • স্নায়ুকলায়

পেশিকলায়

Q47. ফ্যাট ডিপো কোন কলাকে বলা হয় ?

  • অ্যারিওলার কলা
  • অ্যাডিপোজ কলা
  • অস্থি কলা
  • তরুনাস্থি কলা

অ্যাডিপোজ কলা

Q48. নিউরোলেমার মধ্যে নিউক্লিয়াস যুক্ত কোশকে বলে –

  • নিসল দানা
  • সোয়ান কোশ
  • কুফার কোশ
  • নিউক্লিওয়েড

সোয়ান কোশ

[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test

Q49. মানব ত্বকের বাইরের স্তরটি হল-

  • ডারমিস
  • এপিডারমিস
  • হাইপোডারমিস
  • এক্সোডারমিস

এপিডারমিস

Q50. অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?

  • গ্লুকাগন
  • থাইরক্সিন
  • ইনসুলিন
  • অ্যাড্রেনালিন

ইনসুলিন

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন। WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test -এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!