WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট সিরিজ ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায়ের( ‘জীবন সংগঠনের স্তর’ ) এই বাছাই করা ৫০টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অধ্যায়-২-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q1. সোডিয়াম টার্কোলেট ও সোডিয়াম গ্লাইকোলেট হল –
- শমিত লবণ
- অ্যাসিড লবণ
- পিত্ত লবণ
- যুগ্ম লবণ
পিত্ত লবণ
Q2. মানব দেহের অস্থির ধাত্রে যে লবণটি থাকে, তা হল-
- Ca3(PO
4)2 - NaCl
- KCl
- Na2CO3
Ca3(PO4)2
Q3. মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে ?
- অগ্ন্যাশয়ে
- যকৃতে
- প্লিহায়
- বৃক্কে
যকৃতে
Q4. DNA ও RNA -এর গঠনগত একক হল-
- নিউক্লিওসাইড
- নিউক্লিওটাইড
- পেন্টোজ শর্করা
- ফসফেট
নিউক্লিওটাইড
Q5. নীচের কোনটি লব্ধ প্রোটিন ?
- অ্যালবুমিন
- গ্লোবিউলিন
- পেপটোন
- হিমোগ্লোবিন
পেপটোন
Q6. একটি সংযুক্ত প্রোটিন হল-
- হিমোগ্লোবিন
- অ্যালবুমিন
- পেপটোন
- প্রোটিওজ
হিমোগ্লোবিন
Q7. একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হল-
- লিনোলেইক অ্যাসিড
- পামিটিক অ্যাসিড
- লিনোলিনিক অ্যাসিড
- অ্যারাকিডোনিক অ্যাসিড
পামিটিক অ্যাসিড
Q8. RNA -তে থাইমিনের পরিবর্তে যে N2 যুক্ত ক্ষার থাকে তাকে বলে –
- অ্যাডিনিন
- গুয়ানিন
- সাইটোসিন
- ইউরাসিল
ইউরাসিল
Q9. DNA -তে উপস্থিত কিন্তু RNA -তে অনুপস্থিত পিরিমিডিন জাতীয় ক্ষার মূলকটি হল –
- অ্যাডিনিন
- সাইটোসিন
- ইউরাসিল
- থাইমিন
থাইমিন
Q10. অ্যাডিনিন কোন প্রকারের বেস-
- পিউরিন
- পিরিমিডিন
- পিউরিন ও পিরিমিডিন
- প্রোটিন
পিউরিন
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q11. ফ্যাটে দ্রবণীয় নয় এমন একপ্রকার ভিটামিন হল-
- ভিটামিন B
- ভিটামিন K
- ভিটামিন E
- ভিটামিন D
ভিটামিন B
Q12. কোন ভিটামিন জেরপথ্যালমিয়া রোগের জন্য দায়ী ?
- ভিটামিন A
- ভিটামিন D
- ভিটামিন C
- ভিটামিন E
ভিটামিন A
Q13. অ্যান্টি হেমারেজিক ভিটামিন হল-
- ভিটামিন B12
- ভিটামিন C
- ভিটামিন B1
- ভিটামিন K
ভিটামিন K
Q14. ভিটামিন C -এর অভাবে যে রোগটি দেখা যায় সেটি হল-
- অস্টিওম্যালেশিয়া
- রিকেট
- স্কার্ভি
- বেরিবেরি
স্কার্ভি
Q15. রক্তে প্রোথ্রম্বিনের পরিমাণ ঠিক রাখে কোন ভিটামিন ?
- ভিটামিন A
- ভিটামিন K
- ভিটামিন E
- ভিটামিন D
ভিটামিন K
Q16. ভিটামিন B12 -এর অভাব্জনিত রোগ হল-
- পারনিসিয়াস অ্যানিমিয়া
- মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
- নরমোক্রোমিক অ্যানিমিয়া
- হাইপোক্রোমিক অ্যানিমিয়া
পারনিসিয়াস অ্যানিমিয়া
Q17. PP ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হল-
- ভিটামিন A
- ভিটামিন B12
- ভিটামিন D
- ভিটামিন B5
ভিটামিন B5
Q18. স্নায়ু স্পন্দন বজায় রাক্তে সাহায্য করে-
- K
- Na
- Fe
- Zn
Na
Q19. কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে ?
- ক্যালশিয়াম
- পটাশিয়াম
- ম্যাগনেসিয়াম
- আয়রন
আয়রন
Q20. কোন খনিজ মৌলটির অভাবে থাইরয়েড গন্থিটি ফুলে ওঠে ?
- আয়োডিন
- লোহা
- তামা
- দস্তা
আয়োডিন
Q21. হৃদপিন্ডের সংকোচন নিয়ন্ত্রণে কোন খনিজ মৌল সাহায্য করে ?
- আয়োডিন
- লোহা
- সোডিয়াম ও পটাশিয়াম
- ফসফরাস
সোডিয়াম ও পটাশিয়াম
Q22. পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
- ভিটামিন B5
- ভিটামিন B2
- ভিটামিন A
- ভিটামিন B6
ভিটামিন B6
Q23. ফাইলোকুইনোন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
- ভিটামিন B12
- ভিটামিন K
- ভিটামিন D
- ভিটামিন B3
ভিটামিন K
Q24. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু ?
- মাইটোকন্ড্রিয়া
- গলগিবডিস
- লাইসোজোম
- রাইবোজোম
রাইবোজোম
Q25. বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
- ভিটামিন A
- ভিটামিন B1
- ভিটামিন E
- ভিটামিন D
ভিটামিন E
Q26. রাইবোজোমের গঠনগত উপাদান হল-
- rRNA
- প্রোটিন
- rRNA ও প্রোটিন
- লিপিড ও rRNA
rRNA ও প্রোটিন
Q27. শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন কোশীয় অঙ্গাণু সাহায্য করে ?
- গলগি বডি
- রাইবোজোম
- লাইসোজোম
- সেন্ট্রোজোম
সেন্ট্রোজোম
Q28. বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হল-
- সেন্ট্রোজোম
- ক্রোমোজোম
- রাইবোজোম
- লাইসোজোম
সেন্ট্রোজোম
Q29. গলগি বডিতে যেটি দেখতে পাওয়া যায় না সেটি হল-
- সিস্টারনি
- ভেসিকলস
- মাইক্রোভেসিকলস
- ভ্যাকুওল
ভ্যাকুওল
Q30. উদ্ভিদ কোশে গলগি বডি কী নামে পরিচিত ?
- স্ফেরোজোম
- লাইসোজোম
- ডিকটিওজোম
- সেন্ট্রোজোম
ডিকটিওজোম
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q31. এদের মধ্যে কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায় / কোন অঙ্গাণুটি প্লিওফরমিক-
- লাইসোজোম
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
- গলগি বস্তু
লাইসোজোম
Q32. কোশের সঞ্চয় ভান্ডার বলে –
- গলগি বডি
- লাইসোজোম
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
গলগি বডি
Q33. গলগি বস্তুর প্রধান কাজ –
- রেচন
- ক্ষরণ
- শ্বসন
- পাচন
ক্ষরণ
Q34. স্ফেরোজোম উৎপন্ন হয় কী থেকে ?
- গলগি বডি
- লাইসোজোম
- এন্ডোপ্লাজমীয় জালিকা
- কোশগহ্বর
লাইসোজোম
Q35. শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্যকরে কোন অঙ্গাণু ?
- গলগি বডি
- প্লাস্টিড
- সেন্ট্রোজোম
- লাইসোজোম
গলগি বডি
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q36. রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলাটি হল –
- ক্লোরেনকাইমা
- ইডিওব্লাস্ট
- স্ক্লেরাইড
- কোলেনকাইমা
ইডিওব্লাস্ট
Q37. মৃত সরল স্থায়ী কলাটি হল –
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
- এরেনকাইমা
স্ক্লেরেনকাইমা
Q38. জাইলেমের একমাত্র সজীব উপাদানটি হল-
- জাইলেম তন্তু
- ট্রাকিড
- ট্রাকিয়া
- জাইলেম প্যারেনকাইমা
জাইলেম প্যারেনকাইমা
Q39. জাইলেম কলায় উপস্থিত স্ক্লেরেনকাইমাকে বলে –
- ইলাস্টিক তন্তু
- কোলাজেন তন্তু
- কাষ্ঠল তন্তু
- বাস্টতন্তু
কাষ্ঠল তন্তু
Q40. নিউক্লিয়াস বিহীন জীবিত উদ্ভিদ কোশটি হল –
- সীভনল
- ফ্লোয়েম প্যারেনকাইমা
- ট্রাকিয়া
- প্যারেনকাইমা
সীভনল
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q41. উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটি হল –
- স্কেলেরেনকাইমা
- কোলেনকাইমা
- জাইলেম
- ফ্লোয়েম
জাইলেম
Q42. কোন উদ্ভিদে এরেনকাইমা দেখা যায় ?
- জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদে
- হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে
- হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদে
- মেসোফাইট বা সাধারণ স্থলজ উদ্ভিদে
হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে
Q43. ঐচ্ছিক পেশি হল –
- মসৃণ পেশি
- অস্থি পেশি
- হৃদপেশি
- অরেখ পেশি
অস্থি পেশি
Q44. অস্থিতে প্রাপ্ত একটি কোশের নাম –
- ম্যাক্রোফাজ
- হিস্টিওসাইট
- অস্টিওব্লাস্ট
- ফ্লাইব্রোব্লাস্ট
অস্টিওব্লাস্ট
Q45. একটি যোগকলা হল-
- স্নায়ুবিক কলা
- ত্বক কলা
- তরুনাস্থি কলা
- সিনসিটিয়াম কলা
তরুনাস্থি কলা
Q46. মায়োফাইব্রিল থাকে –
- আবরণী কলায়
- পেশিকলায়
- অস্থিকলায়
- স্নায়ুকলায়
পেশিকলায়
Q47. ফ্যাট ডিপো কোন কলাকে বলা হয় ?
- অ্যারিওলার কলা
- অ্যাডিপোজ কলা
- অস্থি কলা
- তরুনাস্থি কলা
অ্যাডিপোজ কলা
Q48. নিউরোলেমার মধ্যে নিউক্লিয়াস যুক্ত কোশকে বলে –
- নিসল দানা
- সোয়ান কোশ
- কুফার কোশ
- নিউক্লিওয়েড
সোয়ান কোশ
[জীবন সংগঠনের স্তর]নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Chapter 2 Mock Test
Q49. মানব ত্বকের বাইরের স্তরটি হল-
- ডারমিস
- এপিডারমিস
- হাইপোডারমিস
- এক্সোডারমিস
এপিডারমিস
Q50. অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
- গ্লুকাগন
- থাইরক্সিন
- ইনসুলিন
- অ্যাড্রেনালিন
ইনসুলিন
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট