[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1

WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়( জীবন ও তার বৈচিত্র্য )

নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়( জীবন ও তার বৈচিত্র্য ) ||WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 : WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়ের( জীবন ও তার বৈচিত্র্য ) এই বাছাই করা ৪৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অধ্যায়-১-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1

Q1. প্রোটিনবিহীন , স্বপ্রজননক্ষম , RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে বলে –

  • নগ্ন জিন
  • প্রোটোবায়ন্ট
  • সাইটোবায়ন্ট
  • প্রোক্যারিয়ট

নগ্ন জিন

Q2. সজীব আদি কোশ সৃষ্টির পূর্ববর্তী ধাপ হল –

  • হেটারোট্রফ
  • প্রোটোবায়ন্ট
  • সাইটোবায়োটা
  • প্রোক্যারিয়ট

প্রোটোবায়ন্ট

Q3. সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়-

  • ক্রান্তীয় বর্ষা অরণ্যে
  • প্রবাল দ্বীপে
  • A ও B উভয়ই 
  • কোনোটিই নয়

A ও B উভয়ই 

Q4. জীববৈচিত্র সৃষ্টির কারণ হল –

  • মিউটেশন
  • বিচ্ছিনতা
  • প্রাকৃতিক নির্বাচন
  • সবকটি

সবকটি

Q5. ‘ডলি’ (Dolly)  হল –

  • ভেড়ার ক্লোন
  • গোরুর ক্লোন
  • ইঁদুরের ক্লোন
  • বাঁদরের ক্লোন

ভেড়ার ক্লোন

 Q6. সোনেরা 64 হল –

  • একটি উচ্চফলনশীল ধানবীজ
  • একটি উচ্চফলনশীল গমবীজ
  • একটি ট্রান্সজেনিক উদ্ভিদ
  • একটি GMO

একটি উচ্চফলনশীল গমবীজ

Q7. নীচের কোনটি একটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?

  • Flavr-Slavr ট্ম্যাটো
  • গোল্ডেন রাইস
  • Bt তুলো
  • সবকটি

সবকটি

Q8. নীচের কোনটিতে নোটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় ?

  • ভার্টিব্রাটা উপপর্বে 
  • সেফালোকর্ডাটা উপপর্বে
  • ইউরোকর্ডাটা উপপর্বে
  • অ্যাক্রেনিয়া উপপর্বে  

ভার্টিব্রাটা উপপর্বে 

Q9. বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে –

  • অ্যাভিস শ্রেণির প্রাণীতে
  • ম্যামেলিয়া শ্রেণির প্রাণীতে
  • রেপ্টিলিয়া শ্রেণির প্রাণীতে
  • অক্টিস্থিস শ্রেণির প্রাণীতে

ম্যামেলিয়া শ্রেণির প্রাণীতে

Q10. সেফালোকর্ডাটার অন্তর্গত প্রাণী হল –

  • ল্যাম্প্রে ও হ্যাগফিস
  • ব্রাঙ্কিওস্টোমা ও অ্যাসিমেট্রন
  • অ্যাসিডিয়া ও ডলিওলাম
  • ব্যালানোগ্লসাস ও স্যাকোগ্লসাস

ব্রাঙ্কিওস্টোমা ও অ্যাসিমেট্রন

[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1

Q11. মেসোডার্ম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত গহ্বর –

  • হিমোসিল
  • সিলোম
  • হিমোলিম্ফ
  • সাইনাস

সিলোম

Q12. কোন আঁশকে খালি চোখে দেখা যায়না ?

  • টিনয়েড
  • সাইক্লয়েড
  • প্লাকয়েড
  • গ্যানয়েড

প্লাকয়েড

Q13. নীচের কোন প্রাণীর দেহে পটকা থাকে না ?

  • রুই
  • কাতলা
  • হাঙ্গর
  • মৃগেল

হাঙ্গর

Q14. কোন শ্রেণির প্রাণীর অন্তঃকঙ্কাল তরুনাস্থি নির্মিত ?

  • অসটিকথিস
  • কনড্রিকথিস
  • টিলিয়স্টি
  • প্লাকোডার্মি

কনড্রিকথিস

Q15. অ্যামিবা , প্যারামেসিয়াম ও ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্গত জীব ?

  • মোনেরা
  • প্রোটিস্টা
  • ফাংগি
  • অ্যানিম্যালিয়া

প্রোটিস্টা

Q16. ফ্ল্যাজেলাযুক্ত , কোয়ানসাইট কোশ দেখা যায় যে পর্বের প্রাণীদেহে তা হল-

  • পরিফেরা
  • টিনোফেরা
  • নিডারিয়া
  • অ্যানিলিডা

পরিফেরা

Q17. কোন পর্বের প্রাণীতে কোম্বপ্লেট  বা চিরুনিপাত দেখা যায় ?

  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • নিডারিয়া
  • টিনোফেরা

টিনোফেরা

Q18. অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হল-

  • ফ্লেম কোশ 
  • ম্যালপিজিয়ান নালিকা
  • নেফ্রিডিয়া
  • সংকোচনশীল গহ্বর

নেফ্রিডিয়া

Q19. তারামাছের টিউবফিট বা নালীপদের কাজ হল-

  • খাদ্যগ্রহণ
  • গমন
  • জলসংবহন
  • সবকটি

সবকটি

Q20. টিনোফেরা পর্বের প্রাণীদের চিরুনিপাত বা কোম্বপ্লেট -এর সংখ্যা হল –

  • চারটি
  • আটটি
  • দুটি
  • দশটি

আটটি

Q21. সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায় ?

  • টিনোফেরা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা
  • মোলাস্কা

অ্যানিলিডা

Q22.  অ্যানিলিডা পর্বের প্রধান বৈশিষ্ট্য হল –

  • মেটামেরিক খন্ডীভবন
  • হিমোসিল বা রক্তপূর্ণ দেহগহ্বর
  • সন্ধিল উপাঙ্গ
  • কাইটিন নির্মিত বহিকঙ্কাল

মেটামেরিক খন্ডীভবন

Q23. কোম্বপ্লেট বা চিরুনিপাত গঠিত হয় –

  • ফ্ল্যাজেলা দ্বারা
  • সিলিয়া দ্বারা
  • ক্ষণপদ দ্বারা
  • কর্ষিকা দ্বারা

সিলিয়া দ্বারা

Q24. লার্ভা দশায় লেজ অংশে নোটোকর্ড থাকে –

  • হেমিকর্ডাটা পর্বের প্রাণীতে
  • ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে
  • সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীতে
  • ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীতে

ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে

Q25. সেফালোকর্ডাটা বা অ্যাক্রোনিয়া উপপর্বের বৈশিষ্ট্যটি হল-

  • সোলেনোসাইটযুক্ত নেফ্রিডিয়া
  • নেফ্রিডিয়া
  • স্টোমোকর্ড
  • টিউনিক

সোলেনোসাইটযুক্ত নেফ্রিডিয়া

[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1

Q26. জল সংবহন তন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীদেহে,  তা হল –

  • নিডারিয়া
  • ইনসেক্টা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা

একাইনোডার্মাটা

Q27. অরীয় প্রতিসাম্যতা দেখা যায় যে পর্বে ,তা হল-

  • একাইনোডার্মাটা
  • টিনোফেরা
  • প্ল্যাটিহেলমিনথিস
  • অ্যানিলিডা

একাইনোডার্মাটা

Q28. পরিফেরা পর্বের প্রাণীর স্পঞ্জের নালিকাতন্ত্রের গায়ে কলসি আকৃতির যে –কোশ দেখা যায় , তাকে বলে-

  • নিডোব্লাস্ট কোশ
  • ল্যাসো কোশ
  • কোয়ানোসাইট কোশ
  • ফ্লেম কোশ

কোয়ানোসাইট কোশ

Q29. যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায় , সেটি হল-

  • নিডারিয়া
  • টিনোফেরা
  • পরিফেরা
  • অ্যানিলিডা

পরিফেরা

Q30. ‘সিস্টেমা ন্যাচুরি’ ও ‘স্পিসিজ প্ল্যান্টেরাম’ গ্রন্থের রচয়িতা হলেন –

  • জন রে
  • অ্যারিস্টটল
  • ক্যারোলাস লিনিয়াস
  • থিয়োফ্রেস্টাস

ক্যারোলাস লিনিয়াস

Q31. কোন বিজ্ঞানী ফাংগি বা ছত্রাককে উদ্ভিদজগত থেকে আলাদা করেন ?

  • লিনিয়াস
  • হুইটেকার
  • আর্নেস্ট হেকেল
  • কোপল্যান্ড

হুইটেকার

Q32. কোন সজ্জাক্রমটি সঠিক ?

  • পর্ব , শ্রেণি , গোত্র , বর্গ
  • পর্ব , বর্গ , গোত্র , শ্রেণি
  • পর্ব , বর্গ , শ্রেণি , গণ
  • পর্ব , শ্রেণি , বর্গ , গোত্র

পর্ব , শ্রেণি , বর্গ , গোত্র

Q33. একটি মূলবিহীন উদ্ভিদের নাম –

  • সেরাটোফাইলাম
  • ইকরনিয়া
  • মনোচোরিয়া
  • পিস্টিয়া

সেরাটোফাইলাম

Q34. কোন প্রাণীর পুরুষদের প্রেগনেন্ট মেল বলা হয় ?

  • সমুদ্রশসা
  • সমুদ্রঘোড়া
  • সমুদ্রলিলি
  • সমুদ্রশশক

সমুদ্রঘোড়া

Q35. ‘ট্যাক্সোনমি’ শব্দটি প্রথম প্রবর্তন করেন –

  • জন রে
  • লিনিয়াস
  • ডি ক্যানডোলে
  • থ্রিওফ্রেসটাস

ডি ক্যানডোলে

Q36. দ্বিপদ নামকরণের প্রবক্তা –

  • অ্যারিস্টটল
  • লিনিয়াস
  • জন রে
  • ল্যামার্ক

লিনিয়াস

Q37. নিম্নলিখিত কোন প্রাণীর হৃদপিন্ডে ফোরামেন অব্‌ প্যানিজা দেখা যায় ?

  • কুমির
  • কেউটে সাপ
  • কুনোব্যাং
  • গিরগিটি

কুমির

Q38. সমগ্র দেহ এপিডারমাল আঁশযুক্ত এমন প্রাণীর উদাহরণ হল –

  • পায়রা
  • গিরগিটি
  • রুই মাছ
  • হাঁস

গিরগিটি

Q39. প্ল্যাকয়েড আঁশ যুক্ত পটকা বিহীন মাছটি হল-

  • রুই
  • হ্যাগফিশ
  • হাঙর
  • ল্যামপ্রে

হাঙর

Q40. ল্যাসো কোশ দেখা যায় কোন প্রাণীতে ?

  • হাইড্রা
  • জেলিফিস
  • বেরো
  • নেপচুন কাপ

বেরো

Q41. উদ্ভিদজগতের ভ্যাসকুলার ক্রিস্টগ্যামস বলা হয় –

  • টেরিডোফাইটা
  • ব্রায়োফাইটা
  • ছত্রাক
  • ব্যাকটেরিয়া

টেরিডোফাইটা

Q42. উদ্ভিদ জগতে ‘রত্ন’ নামে পরিচিত উদ্ভিদটি হল-

  • রিকেটসিয়া
  • ব্যাকটেরিয়া
  • সায়ানোব্যাকটেরিয়া
  • ডায়াটম

ডায়াটম

Q43. মানুষের ছয়টি আঙুল কিসের উদাহরণ ?

  • বিচ্ছিন্ন প্রকরণ
  • অবিচ্ছিন্ন প্রকরণ
  • অভিযোজন
  • প্রাকৃতিক নির্বাচন

বিচ্ছিন্ন প্রকরণ

Q44. ICBN সংস্থাটি কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত ?

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • উদ্ভিদ
  • প্রাণী

ব্যাকটেরিয়া

Q45. ভারতের বৃহত্তম ‘সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম’ কোথায় অবস্থিত ?

  • মুম্বাই
  • হাওড়া
  • চেন্নাই
  • কটক  

হাওড়া

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 -এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

1 thought on “[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1”

Leave a Comment

error: Content is protected !!