নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়( জীবন ও তার বৈচিত্র্য ) ||WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 : WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়ের( জীবন ও তার বৈচিত্র্য ) এই বাছাই করা ৪৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অধ্যায়-১-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1
Q1. প্রোটিনবিহীন , স্বপ্রজননক্ষম , RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে বলে –
- নগ্ন জিন
- প্রোটোবায়ন্ট
- সাইটোবায়ন্ট
- প্রোক্যারিয়ট
নগ্ন জিন
Q2. সজীব আদি কোশ সৃষ্টির পূর্ববর্তী ধাপ হল –
- হেটারোট্রফ
- প্রোটোবায়ন্ট
- সাইটোবায়োটা
- প্রোক্যারিয়ট
প্রোটোবায়ন্ট
Q3. সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়-
- ক্রান্তীয় বর্ষা অরণ্যে
- প্রবাল দ্বীপে
- A ও B উভয়ই
- কোনোটিই নয়
A ও B উভয়ই
Q4. জীববৈচিত্র সৃষ্টির কারণ হল –
- মিউটেশন
- বিচ্ছিনতা
- প্রাকৃতিক নির্বাচন
- সবকটি
সবকটি
Q5. ‘ডলি’ (Dolly) হল –
- ভেড়ার ক্লোন
- গোরুর ক্লোন
- ইঁদুরের ক্লোন
- বাঁদরের ক্লোন
ভেড়ার ক্লোন
Q6. সোনেরা 64 হল –
- একটি উচ্চফলনশীল ধানবীজ
- একটি উচ্চফলনশীল গমবীজ
- একটি ট্রান্সজেনিক উদ্ভিদ
- একটি GMO
একটি উচ্চফলনশীল গমবীজ
Q7. নীচের কোনটি একটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?
- Flavr-Slavr ট্ম্যাটো
- গোল্ডেন রাইস
- Bt তুলো
- সবকটি
সবকটি
Q8. নীচের কোনটিতে নোটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় ?
- ভার্টিব্রাটা উপপর্বে
- সেফালোকর্ডাটা উপপর্বে
- ইউরোকর্ডাটা উপপর্বে
- অ্যাক্রেনিয়া উপপর্বে
ভার্টিব্রাটা উপপর্বে
Q9. বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে –
- অ্যাভিস শ্রেণির প্রাণীতে
- ম্যামেলিয়া শ্রেণির প্রাণীতে
- রেপ্টিলিয়া শ্রেণির প্রাণীতে
- অক্টিস্থিস শ্রেণির প্রাণীতে
ম্যামেলিয়া শ্রেণির প্রাণীতে
Q10. সেফালোকর্ডাটার অন্তর্গত প্রাণী হল –
- ল্যাম্প্রে ও হ্যাগফিস
- ব্রাঙ্কিওস্টোমা ও অ্যাসিমেট্রন
- অ্যাসিডিয়া ও ডলিওলাম
- ব্যালানোগ্লসাস ও স্যাকোগ্লসাস
ব্রাঙ্কিওস্টোমা ও অ্যাসিমেট্রন
[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1
Q11. মেসোডার্ম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত গহ্বর –
- হিমোসিল
- সিলোম
- হিমোলিম্ফ
- সাইনাস
সিলোম
Q12. কোন আঁশকে খালি চোখে দেখা যায়না ?
- টিনয়েড
- সাইক্লয়েড
- প্লাকয়েড
- গ্যানয়েড
প্লাকয়েড
Q13. নীচের কোন প্রাণীর দেহে পটকা থাকে না ?
- রুই
- কাতলা
- হাঙ্গর
- মৃগেল
হাঙ্গর
Q14. কোন শ্রেণির প্রাণীর অন্তঃকঙ্কাল তরুনাস্থি নির্মিত ?
- অসটিকথিস
- কনড্রিকথিস
- টিলিয়স্টি
- প্লাকোডার্মি
কনড্রিকথিস
Q15. অ্যামিবা , প্যারামেসিয়াম ও ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্গত জীব ?
- মোনেরা
- প্রোটিস্টা
- ফাংগি
- অ্যানিম্যালিয়া
প্রোটিস্টা
Q16. ফ্ল্যাজেলাযুক্ত , কোয়ানসাইট কোশ দেখা যায় যে পর্বের প্রাণীদেহে তা হল-
- পরিফেরা
- টিনোফেরা
- নিডারিয়া
- অ্যানিলিডা
পরিফেরা
Q17. কোন পর্বের প্রাণীতে কোম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় ?
- একাইনোডার্মাটা
- পরিফেরা
- নিডারিয়া
- টিনোফেরা
টিনোফেরা
Q18. অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হল-
- ফ্লেম কোশ
- ম্যালপিজিয়ান নালিকা
- নেফ্রিডিয়া
- সংকোচনশীল গহ্বর
নেফ্রিডিয়া
Q19. তারামাছের টিউবফিট বা নালীপদের কাজ হল-
- খাদ্যগ্রহণ
- গমন
- জলসংবহন
- সবকটি
সবকটি
Q20. টিনোফেরা পর্বের প্রাণীদের চিরুনিপাত বা কোম্বপ্লেট -এর সংখ্যা হল –
- চারটি
- আটটি
- দুটি
- দশটি
আটটি
Q21. সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায় ?
- টিনোফেরা
- অ্যানিলিডা
- আর্থ্রোপোডা
- মোলাস্কা
অ্যানিলিডা
Q22. অ্যানিলিডা পর্বের প্রধান বৈশিষ্ট্য হল –
- মেটামেরিক খন্ডীভবন
- হিমোসিল বা রক্তপূর্ণ দেহগহ্বর
- সন্ধিল উপাঙ্গ
- কাইটিন নির্মিত বহিকঙ্কাল
মেটামেরিক খন্ডীভবন
Q23. কোম্বপ্লেট বা চিরুনিপাত গঠিত হয় –
- ফ্ল্যাজেলা দ্বারা
- সিলিয়া দ্বারা
- ক্ষণপদ দ্বারা
- কর্ষিকা দ্বারা
সিলিয়া দ্বারা
Q24. লার্ভা দশায় লেজ অংশে নোটোকর্ড থাকে –
- হেমিকর্ডাটা পর্বের প্রাণীতে
- ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে
- সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীতে
- ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীতে
ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে
Q25. সেফালোকর্ডাটা বা অ্যাক্রোনিয়া উপপর্বের বৈশিষ্ট্যটি হল-
- সোলেনোসাইটযুক্ত নেফ্রিডিয়া
- নেফ্রিডিয়া
- স্টোমোকর্ড
- টিউনিক
সোলেনোসাইটযুক্ত নেফ্রিডিয়া
[জীবন ও তার বৈচিত্র্য] নবম শ্রেণি জীবন বিজ্ঞান মক টেস্ট|WBBSE Class 9 Life Science Mock Test Chapter 1
Q26. জল সংবহন তন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীদেহে, তা হল –
- নিডারিয়া
- ইনসেক্টা
- একাইনোডার্মাটা
- অ্যানিলিডা
একাইনোডার্মাটা
Q27. অরীয় প্রতিসাম্যতা দেখা যায় যে পর্বে ,তা হল-
- একাইনোডার্মাটা
- টিনোফেরা
- প্ল্যাটিহেলমিনথিস
- অ্যানিলিডা
একাইনোডার্মাটা
Q28. পরিফেরা পর্বের প্রাণীর স্পঞ্জের নালিকাতন্ত্রের গায়ে কলসি আকৃতির যে –কোশ দেখা যায় , তাকে বলে-
- নিডোব্লাস্ট কোশ
- ল্যাসো কোশ
- কোয়ানোসাইট কোশ
- ফ্লেম কোশ
কোয়ানোসাইট কোশ
Q29. যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায় , সেটি হল-
- নিডারিয়া
- টিনোফেরা
- পরিফেরা
- অ্যানিলিডা
পরিফেরা
Q30. ‘সিস্টেমা ন্যাচুরি’ ও ‘স্পিসিজ প্ল্যান্টেরাম’ গ্রন্থের রচয়িতা হলেন –
- জন রে
- অ্যারিস্টটল
- ক্যারোলাস লিনিয়াস
- থিয়োফ্রেস্টাস
ক্যারোলাস লিনিয়াস
Q31. কোন বিজ্ঞানী ফাংগি বা ছত্রাককে উদ্ভিদজগত থেকে আলাদা করেন ?
- লিনিয়াস
- হুইটেকার
- আর্নেস্ট হেকেল
- কোপল্যান্ড
হুইটেকার
Q32. কোন সজ্জাক্রমটি সঠিক ?
- পর্ব , শ্রেণি , গোত্র , বর্গ
- পর্ব , বর্গ , গোত্র , শ্রেণি
- পর্ব , বর্গ , শ্রেণি , গণ
- পর্ব , শ্রেণি , বর্গ , গোত্র
পর্ব , শ্রেণি , বর্গ , গোত্র
Q33. একটি মূলবিহীন উদ্ভিদের নাম –
- সেরাটোফাইলাম
- ইকরনিয়া
- মনোচোরিয়া
- পিস্টিয়া
সেরাটোফাইলাম
Q34. কোন প্রাণীর পুরুষদের প্রেগনেন্ট মেল বলা হয় ?
- সমুদ্রশসা
- সমুদ্রঘোড়া
- সমুদ্রলিলি
- সমুদ্রশশক
সমুদ্রঘোড়া
Q35. ‘ট্যাক্সোনমি’ শব্দটি প্রথম প্রবর্তন করেন –
- জন রে
- লিনিয়াস
- ডি ক্যানডোলে
- থ্রিওফ্রেসটাস
ডি ক্যানডোলে
Q36. দ্বিপদ নামকরণের প্রবক্তা –
- অ্যারিস্টটল
- লিনিয়াস
- জন রে
- ল্যামার্ক
লিনিয়াস
Q37. নিম্নলিখিত কোন প্রাণীর হৃদপিন্ডে ফোরামেন অব্ প্যানিজা দেখা যায় ?
- কুমির
- কেউটে সাপ
- কুনোব্যাং
- গিরগিটি
কুমির
Q38. সমগ্র দেহ এপিডারমাল আঁশযুক্ত এমন প্রাণীর উদাহরণ হল –
- পায়রা
- গিরগিটি
- রুই মাছ
- হাঁস
গিরগিটি
Q39. প্ল্যাকয়েড আঁশ যুক্ত পটকা বিহীন মাছটি হল-
- রুই
- হ্যাগফিশ
- হাঙর
- ল্যামপ্রে
হাঙর
Q40. ল্যাসো কোশ দেখা যায় কোন প্রাণীতে ?
- হাইড্রা
- জেলিফিস
- বেরো
- নেপচুন কাপ
বেরো
Q41. উদ্ভিদজগতের ভ্যাসকুলার ক্রিস্টগ্যামস বলা হয় –
- টেরিডোফাইটা
- ব্রায়োফাইটা
- ছত্রাক
- ব্যাকটেরিয়া
টেরিডোফাইটা
Q42. উদ্ভিদ জগতে ‘রত্ন’ নামে পরিচিত উদ্ভিদটি হল-
- রিকেটসিয়া
- ব্যাকটেরিয়া
- সায়ানোব্যাকটেরিয়া
- ডায়াটম
ডায়াটম
Q43. মানুষের ছয়টি আঙুল কিসের উদাহরণ ?
- বিচ্ছিন্ন প্রকরণ
- অবিচ্ছিন্ন প্রকরণ
- অভিযোজন
- প্রাকৃতিক নির্বাচন
বিচ্ছিন্ন প্রকরণ
Q44. ICBN সংস্থাটি কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত ?
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
- উদ্ভিদ
- প্রাণী
ব্যাকটেরিয়া
Q45. ভারতের বৃহত্তম ‘সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম’ কোথায় অবস্থিত ?
- মুম্বাই
- হাওড়া
- চেন্নাই
- কটক
হাওড়া
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট
It is very helpful.
Pl. let me know whether there is any other test series for class 9.