WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪|তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ | তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations Comparison Method class 9 Solution|Gonit Prokash Class 9 Math Koshe Dekhi 5.4 Solution|গণিত প্রকাশ নবম শ্রেণি রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪ সমাধান
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪।তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ । তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations Comparison Method class 9 Solution.
3. নীচের সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করি ।
(a ) 2(x-y) = 3 , 5x+8y = 14
সমাধানঃ প্রদত্ত সহসমীকরণদ্বয় হল –
2(x-y) = 3 —(i)
5x+8y = 14 —(ii)
(i) নং সমীকরণ থেকে পাই ,
2(x-y) = 3
বা, 2x -2y = 3
বা, 2x = 3+2y
(ii) নং সমীকরণ থেকে পাই ,
5x+8y =14
বা, 5x =14-8y
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 5(3+2y) = 2(14-8y)
বা, 15 +10y = 28-16y
বা, 10y +16y = 28 -15
বা, 26y = 13
y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধান x = 2 এবং y = ½
x ও y এর প্রাপ্ত মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধানগুলি প্রদত্ত সমীকরণ গুলিকে সিদ্ধ করছে ।
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 5y(5y-3) = 2y(3y+2)
বা, 25y-15 = 6y +4
বা, 25y-6y =15+4
বা, 19y = 19
বা, y = 19/19
বা, y = 1
Y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরনে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধান x = 1 এবং y =1
∴ x ও y এর প্রাপ্ত মান প্রদত্ত সহ সমীকরনদ্বয়কে সিদ্ধ করে ।
সমাধানঃ প্রদত্ত সহ সমীকরণদ্বয় হল –
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 2(6-2y ) = 3(6-3y)
বা, 12 -4y = 18 -9y
বা, 9y -4y = 18-12
বা, 5y = 6
y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
∴ x ও y এর প্রাপ্ত মান প্রদত্ত সহ সমীকরনদ্বয়কে সিদ্ধ করে ।
(d) 4x -3y = 18 , 4y -5x = -7
সমাধানঃ প্রদত্ত সহ সমীকরণগুলি হল –
4x -3y = 18 —(i)
4y -5x = -7 —(ii)
(i) নং সমীকরণ থেকে পাই ,
4x -3y = 18
বা, 4x = 18+3y
বা, x = (18+3y) /4 —(iii)
(ii) নং সমীকরণ থেকে পাই ,
4y -5x = -7
বা, 4y +7 = 5x
বা, x = (4y+7) /5 —(iv)
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 5 (18+3y) = 4(4y+7)
বা, 90 + 15y = 16y +28
বা, 15y-16y = 28 -90
বা, -y = – 62
বা, y = 62
Y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
,x = {18+3(62)} /4
বা, x = (18 +186) /4
বা, x = 204/4
বা, x = 51
∴ নির্ণেয় সমাধান x = 51 এবং y = 62
এখন, 4x -3y =4(51) -3(62) = 204 – 186 = 18
আবার, 4y -5x = 4(62) – 5(51) = 248 – 255 = -7
∴ x ও y এর প্রাপ্ত মান প্রদত্ত সহ সমীকরনদ্বয়কে সিদ্ধ করে ।
4. 2x+y = 8 ও 2y -3x = -5 সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি ।
সমাধানঃ প্রদত্ত সহ সমীকরণদ্বয় হল –
2x+y = 8 —(i)
2y -3x = -5 —(ii)
(i) নং সমীকরণ থেকে পাই ,
2x = 8-y
বা, x = (8-y)/2 —(iii)
(ii) নং সমীকরণ থেকে পাই ,
2y -3x = -5
বা, 2y +5 = 3x
বা, 3x = 2y+5
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 3(8-y) = 2(2y+5)
বা, 24 -3y = 4y +10
বা, -3y -4y = 10-24
বা, -7y = -14
বা, y = -14 /-7
বা, y = 2
y –এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণের তুলনা করে পাই ,
x= ({8-(2)}/2
বা, x = (8-2)/2
বা, x = 3
∴ নির্ণেয় সমাধান x = 3 এবং y = 2
লেখচিত্রের মাধ্যমে সমাধানঃ
2x+y = 8
বা, 2x = 8-y
বা, x = (8-y)/2
x | 0 | 2 | 1 |
y | 8 | 4 | 6 |
2y -3x = -5
বা, 2y +5 = 3x
বা, (2y+5) /3 = x
বা, x = (2y+5) /3
x | 5 | 7 | 9 |
y | 5 | 8 | 11 |
ছক কাগজে XOX´ এবং YOY´ যথাক্রমে পরস্পর লম্ব দুটি অক্ষ। ছক কগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 1 একক ধরে (0,8) ,(2,4) এবং (1,6) বিন্দুগুলি স্থাপন করে এবং যুক্ত করে AB সরলরেখা এবং (5,5),(7,8) ও (9,11) বিন্দুগুলি স্থাপন করে এবং যুক্ত করে CD সরলরেখা অঙ্কন করা হল । AB ও CD সরলরেখা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে । P বিন্দুর স্থানাঙ্ক (3,2) । সুতরাং নির্ণেয় সমাধান x = 3 এবং y = 2।
সুতরাং তুলনামূলক পদ্ধতিতে নির্ণেয় সমাধান এবং লেখচিত্রের মাধ্যমে নির্ণেয় সমাধান সমান । [প্রমাণিত ]
5. নীচের দুইচল বিশিষ্ট সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করিঃ
(i) 3x -2y = 2 , 7x+3y = 43
সমাধানঃ প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –
3x -2y = 2 —(i)
7x+3y = 43 —(ii)
(i) নং সমীকরণ থেকে পাই ,
3x – 2y = 2
বা, 3x = 2y +2
(ii) নং সমীকরণ থেকে পাই ,
7x+3y = 43
বা, 7x = 43 -3y
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 7(2y+2) = 3(43-3y)
বা, 14y +14 = 129 -9y
বা, 14y+9y = 129-14
বা, 23y = 115
বা, y = 115/23
বা, y = 5
Y এর মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
বা, x = 4
∴ নির্ণেয় সমাধান x = 4 এবং y = 5
সমাধানঃ প্রদত্ত সহ –সমীকরণদ্বয় হল –
বা, 3(x+y) = 7(x-y)
বা, 3x+3y =7x-7y
বা, 3x-7x = -3y-7y
বা, -4x = -10y
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 8+3y = 5y
বা, 8 = 5y-3y
বা, 8 = 2y
বা, y = 8/2
বা, y = 4
y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধান x = 10 এবং y = 4
বা, 4(x-y) =3(y-1)
বা, 4x-4y = 3y-3
বা, 4x = 4y+3y-3
বা, 4x = 7y -3
(ii)নং সমীকরণ থেকে পাই ,
বা, (4x-5y) = 7(x-7)
বা, 4x-5y = 7x-49
বা, 4x-7x = 5y-49
বা, -3x = 5y-49
বা, 3x = 49-5y
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 3(7y-3) = 4(49-5y)
বা, 21y -9 = 196 -20y
বা, 21y +20y = 196 +9
বা, 41y = 205
বা, y = 205/41
বা, y = 5
y–এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধান x = 8 এবং y = 5
বা, 5(x+1) = 4(y+1)
বা, 5x+5 = 4y+4
বা, 5x = 4y+4-5
বা, 5x = 4y-1
বা, 2(x-5) = y-5
বা, 2x-10 = y-5
বা, 2x = 10+y-5
বা, 2x =5+y
বা, x = (5+y)/2 —(iv)
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মান তুলনা করে পাই ,
বা, 2 (4y-1) = 5(5+y)
বা, 8y-2 = 25 +5y
বা, 8y-5y = 25+2
বা , 3y = 27
বা, y = 27/3
বা,y = 9
y এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
∴ নির্ণেয় সমাধান x = 7 এবং y = 9
বা, 16 -2y = x
বা, x = 16-2y —(iv)
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত x –এর মান তুলনা করে পাই ,
11-y = 16-2y
বা, 2y-y = 16-11
বা, y = 5
y –এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
x =11 –(5)
বা, x = 6
∴ নির্ণেয় সমাধান x = 6 এবং y = 5
WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪।তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ । তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations class 9 Solution
(ix) x+y /xy = 2 , x-y /xy =1
WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪।তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ । তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations class 9 Solution
বা, x = 8/2
বা, x = 4
∴ নির্ণেয় সমাধান x = 4 এবং y = 4
WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪।তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ । তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations class 9 Solution
(xii) 2 – 2(3x-y) = 10 (4-y) -5x = 4(y-x)
সমাধানঃ
2 – 2(3x-y) = 10 (4-y) -5x
বা, 2 -6x +2y = 40 -10y -5x
বা, 10y+2y = 6x-5x+40-2
বা, 12y = x +38
বা, y = (x+38)/12 —(iii)
10 (4-y) -5x = 4(y-x)
বা, 40 -10y -5x =4y -4x
বা, -10y-4y = 5x -4x -40
বা, -14y = x -40
বা, y = (x-40) /-14 —(iv)
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত y এর মান তুলনা করে পাই ,
(x+38)/12=(x-40) /-14
বা, (x+38)/6 = (x-40) /-7
বা, 7(x+38) = 6(40-x)
বা, 7x + 266 = 240 – 6x
বা, 7x+6x = 240 – 266
বা, 13x = -26
বা, x = -26 /13
বা, x = -2
x- এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
y = (x+38)/12
বা, y= (-2+38)/12
বা, y = 36 /12
বা, y = 3
∴ নির্ণেয় সমাধান x = -2 এবং y = 3
WBBSE Class 9 Math Koshe Dekhi 5.4| রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট )কষে দেখি ৫.৪।তুলনামূলক পদ্ধতি| গণিত প্রকাশ ক্লাস ৯ কষে দেখি ৫.৪ । তুলনামূলক পদ্ধতিতে সমাধান ক্লাস ৯ কষে দেখি ৫.৪|WBBSE simultaneous linear equations class 9 Solution