মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Mock Test Chapter 1

Madhyamik Geography Mock Test Chapter 1

মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Geography Chapter 1 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ’ অধ্যায়ের বাছাই করা 35 টি প্রশ্ন রয়েছে Madhyamik Geography Mock Test Chapter 1 -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেন ভূগোল বিষয়ের অধ্যায়-১ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography Mock Test Chapter 1। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Mock Test Chapter 1

Q1.কোন প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে ইয়ার্দাং সৃষ্টি হয় ?

  • নদী
  • বায়ু
  • হিমবাহ
  • সমুদ্রতরঙ্গ

বায়ু

Q2.বিভিন্ন  ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে  তাকে বলে –

  • ওয়াদি
  • ধান্দ
  • পর্যায়ন
  • গৌর

পর্যায়ন

Q3. নদীতে জলপ্রবাহ পরিমাপের একক হল-

  • ঘন মিটার
  • লিটার
  • লিটার / সেকেন্ড
  • কিউসেক

কিউসেক

Q4. শুস্ক নদীখাত I আকৃতি ধারণ করলে তাকে বলে –

  • ক্যানিয়ন
  • মন্থকূপ
  • প্লায়া
  • ইয়ার্দাং

ক্যানিয়ন

Q5. নদীগর্ভে অবঘর্ষ  প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলিকে বলে –

  • মিয়েন্ডার
  • ইনসেলবার্জ
  • মন্থকূপ
  • ওয়াদি

মন্থকূপ

Q6. মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলে –

  • জুইগেন
  • ধ্রিয়ান
  • ওয়াদি
  • ইয়ার্দাং

ধ্রিয়ান

Q7. সর্বাধিক যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয় –

  • নাতিশীতোষ্ণ অঞ্চলে
  • ক্রান্তীয়  অঞ্চলে
  • উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে
  • আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে

উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে

Q8. সর্বাধিক রাসায়নিক আবহবিকার দেখা যায় –

  • নাতিশীতোষ্ণ অঞ্চলে
  • ক্রান্তীয়  অঞ্চলে
  • উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে
  • আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে

আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে

 Q9. যে প্রাকৃতিক শক্তির দ্বারা  মন্থকূপ সৃষ্টি হয় তা হল-

  • নদী
  • হিমবাহ
  • বায়ু
  • সমুদ্রতরঙ্গ

নদী

Q10. যে হিমবাহের  ক্ষয়কার্যের  দ্বারা  ঝুলন্ত  উপত্যাকা সৃষ্টি হয় তা হল-

  • মহাদেশীয় হিমবাহ
  • উপকূলীয় হিমবাহ
  • পার্বত্য হিমবাহ
  • পর্বতের পাদদেশীয় হিমবাহ

পার্বত্য হিমবাহ

Q11. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল –

  • কেটল
  • রসে মতানে
  • ড্রামলিন
  • এসকার

ড্রামলিন

Q12. লবণ যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

  • অবঘর্ষ ক্ষয়
  • ঘর্ষণ ক্ষয়
  • জলপ্রবাহ ক্ষয়
  • দ্রবণ ক্ষয়

দ্রবণ ক্ষয়

Q13. যে প্রক্রিয়ায়  বিভিন্ন  প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের  ওপর  কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় , তাকে বলে –

  • বহির্জাত  প্রক্রিয়া
  • অন্তর্জাত প্রক্রিয়া
  • গিরিজনি আলোড়ন
  • মহিভাবক আলোড়ন

বহির্জাত  প্রক্রিয়া

 Q14. গ্রেড বা পর্যায় কথাটি  সর্বপ্রথম ব্যবহার করেন –

  • চেনবারলিন
  • গিলবার্ট
  • সেলিস বারি
  • পাওয়েল

গিলবার্ট

Q15. পর্বতগাত্র ও  হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তা হল –

  • ক্রেভাস
  • স্নাউট
  • হিমদ্রোণী
  • বার্গস্রুন্ড

বার্গস্রুন্ড

Q16. চুনাপাথরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

  • অবঘর্ষ ক্ষয়
  • ঘর্ষণ  ক্ষয়
  • জলপ্রবাহ ক্ষয়
  • দ্রবণ ক্ষয়

দ্রবণ ক্ষয়

Q17. রসে মতানে  যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তা হল-

  • হিমবাহ
  • বাতাস
  • নদী
  • নদী ও বায়ু

হিমবাহ

Q18. মরু অঞ্চলের  বায়ুর ক্ষয় কার্যের ফলে ব্যাঙের ছাতার মত সৃষ্ট ভূমিরূপকে  বলে –

  • আগামুখ
  • হিমবাহ
  • ইনসেলবার্জ
  • রকিবন

হিমবাহ

Q19. মেসা আরও ক্ষয় হয়ে  তৈরি হয় –

  • বিউট
  • জিউগেন
  • ইয়ার্দাং
  • ইনসেলবার্জ

বিউট

Q20. ভেন্টিফ্যাক্ট গঠিত হয় –

  • বায়ুর ক্ষয়কার্যের ফলে
  • নদীর ক্ষয় কার্যের ফলে
  • হিমবাহের ক্ষয় কার্যের ফলে
  • সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে

বায়ুর ক্ষয়কার্যের ফলে

Q21. লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • ভি ভি ডকুচেভ
  • ভন রিকটোফেন
  • এইচ  জেনি
  • এস পি রায় চৌধুরি

ভন রিকটোফেন

Q22. আবহবিকার , পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের  প্রক্রিয়াকে সম্মিলিত  ভাবে বলে –

  • ক্ষুদ্রকণা বিশরণ
  • নগ্নীভবন
  • মহিভাবক
  • আর্দ্র বিশ্লেষণ

নগ্নীভবন

Q23. জলপ্রপাতের পাদদেশে গঠিত  ভূমিরূপটি হল-

  • মন্থকূপ
  • প্রপাতকূপ
  • ওয়াদি
  • প্লায়া

প্রপাতকূপ

Q24. ভূমিরূপ নিকপয়েন্টের সঙ্গে সম্পর্কিত হল-

  • প্লাবন ভূমি
  • বদ্বীপ
  • জলপ্রপাত
  • পলল শঙ্কু

জলপ্রপাত

Q25. সুন্দর বনের একটি নিমজ্জিত দ্বীপ হল-

  • ঘোড়ামারা
  • সাগরদ্বীপ
  • সন্দেশখালি
  • নয়াচর

ঘোড়ামারা

Q26. নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে –

  • পুল
  • বিন্দুবার
  • প্লাঞ্জপুল
  • ক্যাসকেড

বিন্দুবার

 Q27.  হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল-

  • ফিয়র্ড
  • গ্রাবরেখা
  • রসেমতানে
  • এসকার

এসকার

Q28. দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় –

  • রসে মতানে
  • এরিটি
  • পিরামিড চূড়া
  • এসকার

এরিটি

Q29. মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হল-

  • বারখান
  • প্লায়া
  • লোয়েস
  • ইনসেলবার্জ

প্লায়া

  Q30.  ‘মাশরুম রক’ বলা হয় –

  • গৌরকে
  • ইয়ারদাংকে
  • ইনসেলবার্জকে
  • জিউগেনকে

গৌরকে

Q31. ‘Basket of egg topography’ গঠন করে-

  • এসকার
  • গ্রাবরেখা
  • ড্রামলিন
  • বহিঃবিধৌত সমভূমি

ড্রামলিন

Q32. ভারতের দীর্ঘতম হিমবাহ –

  • গঙ্গোত্রী
  • সিয়াচেন
  • জেমু
  • বলটারো হিমবাহ

সিয়াচেন

Q33. পৃথিবীর দ্রুততম হিমবাহ –

  • ল্যামবার্ট
  • মালাসপিনা
  • জ্যাকোভসাভোঁ
  • কোয়ারেক

জ্যাকোভসাভোঁ

Q34. ঘোড়ামারা দ্বীপের বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ –

  • ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
  • সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
  • জোয়ারভাটা ও বানডাকা
  • সমুদ্র তলদেশের অবনমণ ও মৃত্তিকা

ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি

Q35. যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে –

  • বহির্জাত প্রক্রিয়া
  • অন্তর্জাত প্রক্রিয়া
  • গিরিজনি প্রক্রিয়া
  • মহিভাবক আলোড়ন

বহির্জাত প্রক্রিয়া

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Geography Mock Test Chapter 1-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

1 thought on “মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Mock Test Chapter 1”

  1. ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য । মক টেস্টের প্রত্যেকটি প্রশ্ন মাধমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    Reply

Leave a Comment

error: Content is protected !!