Madhyamik History Chapter 3 Mock Test : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 3 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ অধ্যায়ের বাছাই করা ২৫ টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 3 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাসের অধ্যায় ৩-এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 3 Mock Test। তাই এই মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 3 Mock Test
Q1. ১৮৭৮- এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
- দুটি স্তরে
- তিনটি স্তরে
- চারটি স্তরে
- পাঁচটি স্তরে
তিনটি স্তরে
Q2. মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল-
- 1890 সালে
- 1895 সালে
- 1899 সালে
- 1900 সালে
1899 সালে
Q3. মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন –
- বিরসা মুন্ডা
- সুই মুন্ডা
- সিধু
- মঙ্গল পান্ডে
বিরসা মুন্ডা
Q4. সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুটি উপজাতির নাম –
- মুন্ডা ও হো
- ওঁরাও ও মুন্ডা
- হো ও ভুয়ান
- মাল ও ভুয়ান
মাল ও ভুয়ান
Q5. ধরতি আবা কথাটির অর্থ হল-
- পৃথিবীর পিতা
- একমাত্র নেতা
- পৃথিবীর ভগবান
- পৃথিবীর মালিক
পৃথিবীর পিতা
Q6. ফরাজি আন্দোলনের অপর নাম –
- তারিকা –ই – মহম্মদীয়া
- মিয়াঁ আন্দোলন
- পাগলপন্থী আন্দোলন
- আগস্ট আন্দোলন
মিয়াঁ আন্দোলন
Q7. ভারতে প্রথম নীলচাষ শুরু হয় –
- ১৭৭৭ সালে
- ১৭৯৭ সালে
- ১৮৫৯ সালে
- ১৮৬০ সালে
১৭৭৭ সালে
Q8. ভারতের প্রথম নীলকর হলেন –
- জেমস মিল
- মেকলে
- লুই বোনার্ড
- ডেইট্রিক ব্রান্ডিস
লুই বোনার্ড
Q9. ১৮৫৯ সালে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় –
- নদিয়ায়
- বীরভূমে
- বর্ধমানে
- মালদহে
নদিয়ায়
Q10. নীল বিদ্রোহের নেতা ছিলেন –
- বিষ্ণুচরণ বিশ্বাস
- লুই বোনার্ড
- দীনবন্ধু মিত্র
- মধসূদন দত্ত
বিষ্ণুচরণ বিশ্বাস
Q11. বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন –
- দুদু মিয়াঁ
- দিগম্বর বিশ্বাস
- তিতুমির
- বিরসা মুন্ডা
তিতুমির
Q12. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন –
- রানি কর্ণাবতী
- রানি শিরোমণি
- দেবী চৌধুরাণী
- রানি দুর্গাবতী
দেবী চৌধুরাণী
Q13. বিরসা মুন্ডা মারা যান –
- যক্ষা রোগে
- কুষ্ঠ রোগে
- অনাহারে
- কলেরা রোগে
কলেরা রোগে
Q14. সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল –
- শালগাছ
- সেগুন গাছ
- শিমুল গাছ
- কোনোটিই নয়
শালগাছ
Q15. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল –
- চুয়াড় বিদ্রোহে
- কোল বিদ্রোহে
- সাওতাল হুল
- মুন্ডা বিদ্রোহে
কোল বিদ্রোহে
Q16. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল –
- নারকেলবেড়িয়ায়
- চট্টগ্রামে
- ভগনাডিহিতে
- বারাসাতে
ভগনাডিহিতে
Q17. কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল –
- মেদিনীপুরে
- ঝাড়্গ্রামে
- ছোটোনাগপুরে
- রাঁচিতে
ছোটোনাগপুরে
Q18. চুয়াড় বিদ্রোহ হয়েছিল-
- মেদিনীপুরে
- কলকাতায়
- মুর্শিদাবাদে
- নদিয়ায়
মেদিনীপুরে
Q19. বাংলার নানাসাহেব বলা হয় –
- রামরতন মল্লিককে
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে
- দিগম্বর বিশ্বাসকে
- দীনবন্দু মিত্রকে
রামরতন মল্লিককে
Q20. বাংলাদেশের ওয়াট – টাইলার নামে পরিচিত ছিলেন –
- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণু চরণ বিশ্বাস
- ভবানী পাঠক
- মজনু শাহ
- দীনবন্ধু মিত্র
দিগম্বর বিশ্বাস ও বিষ্ণু চরণ বিশ্বাস
Q21. নীল বিদ্রোহের সমর্থনে কোন সংবাদপত্র দাঁড়িয়েছিল –
- বেঙ্গল গেজেট
- হিন্দু প্যাট্রিয়ট
- গ্রামবার্ত্তা পত্রিকা
- তত্ত্ববোধিনী পত্রিকা
হিন্দু প্যাট্রিয়ট
Q22. বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা পরাজিত হয়েছিল –
- শিখদের কাছে
- গোর্খাদের কাছে
- মারাঠিদের কাছে
- ব্রিটিশদের কাছে
শিখদের কাছে
Q23. সিংবোঙা হলেন –
- বায়ু দেবতা
- সূর্য দেবতা
- জল দেবতা
- আকাশ দেবতা
সূর্য দেবতা
Q24. নুরুলুদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন –
- রংপুর বিদ্রোহের
- মুন্ডা বিদ্রোহের
- কোল বিদ্রোহের
- ভিল বিদ্রোহের
রংপুর বিদ্রোহের
Q25. শিউরাম যে বিদ্রোহের নেতা ছিলেন –
- ভিল বিদ্রোহের
- কোল বিদ্রোহের
- সাঁওতাল বিদ্রোহের
- মুন্ডা বিদ্রোহের
ভিল বিদ্রোহের