মাধ্যমিক বাংলা মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Bengali Mock Test Set-2: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।বাংলা কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test Set-2। তাই এই মাধ্যমিক বাংলা মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক বাংলা মক টেস্ট|Madhyamik Bengali Mock Test Set-2
Q1. ক্রিয়াপদকে কী জন্য দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া যায় –
- করণ কারক
- কর্মকারক
- নিমিত্ত কারক
- কতৃকারক
নিমিত্ত কারক
Q2. যে সমাসের ব্যাসবাক্য হয়না তাকে বলে –
- অলোপ সমাস
- বাক্যাশ্রয়ী সমাস
- দন্দ্ব সমাস
- নিত্য সমাস
নিত্য সমাস
Q3. “হেমন্তের চেয়ে তরুণ ভালো খেলে । ” – হেমন্তের চেয়ে -এটি কোন কারক ?
- অপাদান কারক
- সম্মন্ধ পদ
- কতৃকারক
- কর্ম কারক
অপাদান কারক
Q4. ধাতু বিভক্তির আর এক নাম হল –
- ক্রিয়া বিভক্তি
- অনুসর্গ
- নির্দেশক
- শব্দ বিভক্তি
ক্রিয়া বিভক্তি
Q5. ‘ব্যাসবাক্য’পদে ব্যাস শব্দের অর্থ হল –
- ছোটো
- আলোচনা
- সংক্ষেপ
- বিস্তার
বিস্তার
Q6. অ -কারক হল –
- সম্বোধন ও বিষেষণ পদ
- বিশেষ্য ও সর্বনাম পদ
- সম্বন্ধ ও সম্বোধন পদ
- সম্বন্ধ ও সর্বনাম পদ
সম্বন্ধ ও সম্বোধন পদ
Q7. অধিকরণ তৎপুরুষ সমাসটি হল –
- দুর্যোধন
- ধৃতরাষ্ট্র
- যুধিষ্ঠির
- রামচন্দ্র
যুধিষ্ঠির
Q8. শব্দ বিভক্তির দৃষ্টান্ত হল –
- অন
- রে
- ইয়াছি
- এন
রে
Q9. “রাম অঙ্কে কাঁচা ।”অঙ্কে পদটি কোন কারকের উদাহরণ ?
- অধিকরণ কারকের
- কর্ম কারকের
- করণ কারকের
- অপাদান কারকের
কর্ম কারকের
Q10. সমাসের কাজ হল –
- বর্ণের মিলন
- বাক্যের মিলন
- ধ্বনির মিলন
- পদের মিলন
পদের মিলন
Q11. একঘেয়ে কাজ করতে হরিদার –
- মারাত্মক অসুবিধা
- ভয়াভয় সমস্যা
- ভয়ানক আপত্তি
- বড্ড অসহ্য লাগে
ভয়ানক আপত্তি
Q12. বজ্র শিখার মসাল জেলে আসছে –
- শুভঙ্কর
- দিগম্বর
- ভয়ংকর
- শংকর
ভয়ংকর
Q13. “কিন্তু কে শোনে তার কথা” –এখানে ‘তার’ বলতে কার কথা বোঝানো হয়েছে ?
- মাসির
- মেসোর
- তপনের
- ছোটো কাকুর
তপনের
Q14. “বুড়োমানুষের কথাটা শুনো । ” – বুড়ো মানুষটি হলেন-
- নিমাইবাবু
- জগদীশবাবু
- অপূর্ব
- রামদাস
নিমাইবাবু
Q15. ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
- ইন্দিরা
- সরমা
- নিকষা
- প্রমীলা
প্রমীলা
Q16. গল্প শুনে খুব গম্ভীর হলেন –
- সন্ন্যাসী
- হরি দা
- জগদীশ বাবু
- গল্প কথক
হরি দা
Q17. তারপর যুদ্ধ এল –
- আগ্নেয় পাহাড়ের মত
- প্রবল বৃষ্টি ধারার মত
- রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
- ঝড়ের মত
রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
Q18. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-
- রিজার্ভার পেন
- ঝরনা কলম
- পালকের কলম
- শলাকা কলম
রিজার্ভার পেন
Q19. জগদীশ বাবু পেশায় ছিলেন –
- ডাক্তার
- পুলিশ
- উকিল
- অয়েল কোম্পানির ম্যানেজার
পুলিশ
Q20. শ্রীপান্থ ছদ্মনামে লেখেন –
- নিখিল সরকার
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রাজশেখর বসু
- রবীন্দ্রনাথ ঠাকুর
নিখিল সরকার
Q21. হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল —
- অশরীরী
- মহাপুরুষ
- অতিমানব
- কোনোটিই নয়
অশরীরী
Q22.“কুস্তি শুরু হয়ে গেল।’ – কাদের মধ্যে কুস্তি শুরু হল ? –
- ইসাব ও কালিয়া
- অমৃত ও কালিয়া
- ইসাব ও অমৃত
- কালিয়া ও তপন
ইসাব ও কালিয়া
Q23. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির মূলকথা হল-
- সম্মিলিত হওয়া
- হিংসা করা
- বাঁধন দিয়ে থাকা
- প্রতিশোধ নেওয়া
সম্মিলিত হওয়া
Q24.‘গর্বে যারা অন্ধ’ – কার চেয়ে বেশি অন্ধ ? –
- অন্ধকারের চেয়ে
- সূর্যহারা অরণ্যের চেয়ে
- কুয়াশার চেয়ে
- গুহার চেয়ে
সূর্যহারা অরণ্যের চেয়ে
Q25. অভিষেক’ কবিতাটিতে পক্তি সংখ্যা কত?
- একশো চার
- একশো ছয়
- একশো আট
- একশো দুই
একশো ছয়
Q26. ‘কেরি সাহেবের মুনশি’ কাকে বলা হত ?
- রামরাম রায়কে
- রামরাম বসুকে
- রাজা রামমোহন রায়কে
- উইলিয়াম জোন্সকে
রাজা রামমোহন রায়কে
Q27. যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, তা হল –
- রসায়নশাস্ত্র
- জীববিদ্যা
- প্রাথমিক বিজ্ঞান
- ভৌত বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান
Q28. পরিভাষা রচনার কাজ করতে হয় –
- বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা
- দু’জনে মিলে
- সমবেতভাবে
- বিখ্যাত – লেখকের দ্বারা
সমবেতভাবে
Q29. শূন্য বিভক্তিকে যে বিভক্তি বলে গণ্য করা হয় – শূন্য বিভক্তির চিহ্ন হল –
- আ
- ই
- এ
- অ
অ
Q30. তপনের সম্পূর্ণ নাম কী ছিল ?
- তপন কুমার সেন
- শ্রীতপন কুমার বিশ্বাস
- তপন কুমার পাল
- শ্রীতপন কুমার রায়
শ্রীতপন কুমার রায়