WB HS Geography MCQ Online Mock Test Set-1|দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট: ভূগোলের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।উচ্চমাধ্যমিক ক্লাস ১২ ভূগোল কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
WB HS Geography MCQ Online Mock Test Set-1|দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট
Q1. অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-
- ক্ষয়জাত পর্বত
- আগ্নেয় পর্বত
- প্লাবন ভূমি
- বাজাদা
ক্ষয়জাত পর্বত
Q2. প্রদত্ত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় ?-
- স্তুপ পর্বত
- অগ্ন্যুৎপাত
- সিঙ্কহোল
- ভূমিকম্প
সিঙ্কহোল
Q3. ভৌম জলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে –
- ভাদোস জল
- সহজাত জল
- উতস্যন্দ জল
- ঘনীভূত জল
ভাদোস জল
Q4. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল-
- লিথোলস
- রেগোসল
- পলিমৃত্তিকা
- পডসল
পডসল
Q5. মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে –
- ইউমিফিকেশান
- স্যালিনাইজেশান
- ইলুভিয়েশান
- এলুভিয়েশান
এলুভিয়েশান
Q6. চারনোজম মৃত্তিকা দেখা যায় –
- ক্রান্তীয় অঞ্চলে
- উপক্রান্তীয় অঞ্চলে
- মরু অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
নাতিশীতোষ্ণ অঞ্চলে
Q7. হ্যারিকেন ঘূর্নিঝড় সৃষ্টি হয় –
- চিন সাগরে
- বঙ্গোপসাগরে
- বিস্কে উপসাগরে
- ক্যারিবিয়ান সাগরে
ক্যারিবিয়ান সাগরে
Q8. বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হয় –
- নিম্বাস মেঘ থেকে
- সিরাস মেঘ থেকে
- সিরোস্ট্যাটাস মেঘ থেকে
- কিউমুলোনিম্বাস মেঘ থেকে
কিউমুলোনিম্বাস মেঘ থেকে
Q9. দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল –
- মৌসুমি জলবায়ু
- ভূমধ্য সাগরীয় জলবায়ু
- নিরক্ষীয় জলবায়ু
- উষ্ণ মরু জলবায়ু
নিরক্ষীয় জলবায়ু
Q10. পৃথিবীর মেগা জীব বৈচিত্র দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হল-
- নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে
- সাভানা অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
- উপমেরু অঞ্চলে
নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে
Q11. জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন –
- ওয়ালটার রোজেন স্মিথ
- চার্লস ডারউইন
- নরম্যান মায়ার্স
- রবার্ট হুক
ওয়ালটার রোজেন স্মিথ
Q12. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয় ?
- 1970
- 1972
- 1980
- 1986
1972
Q13. কোনো বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে বলে –
- এক্সসিটু
- ইনসিটু
- ইনভিট্রো
- এক্সভিট্রো
ইনসিটু
Q14. রেড ডাটা বুক তৈরি করে –
- IUCN
- IBWL
- MAB
- UNEP
IUCN
Q15. ভারতে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে –
- 1980 সালে
- 1972 সালে
- 1990 সালে
- 1992 সালে
1980 সালে
Q16. গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কার্যের সঙ্গে জড়িত তা হল-
- তৃতীয়
- দ্বিতীয়
- চতুর্থ
- পঞ্চম
তৃতীয়
Q17. তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হল-
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
চতুর্থ
Q18. পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হল-
- টার্সিয়ারি ক্রিয়াকলাপ
- কোয়াটারনারি ক্রিয়াকলাপ
- কুইনারি ক্রিয়াকলাপ
- এগুলির কোনোটিই নয়
কুইনারি ক্রিয়াকলাপ
Q19. শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি ?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
তৃতীয়
Q20. আন্তর্জাতিক ধান্য গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?
- মেক্সিকোতে
- চিনে
- ফিলিপাইনে
- ভারতে
ফিলিপাইনে
Q21. মহানগরে নূন্যতম জনসংখ্যা থাকে –
- ১ কোটি
- ১০ কোটি
- ১ লক্ষ
- ১০ লক্ষ
১০ লক্ষ
Q22. ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক হলো –
- গ্রাম
- শহর
- নগর
- মৌজা
মৌজা
Q23. কনজারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন-
- জ্যা গটম্যান
- পলম্যান
- পেট্রিক গেডেস
- হান্টিংটন
পেট্রিক গেডেস
Q24. ২০১১ সালের আদম সুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো –
- দিল্লি
- মুম্বাই
- চেন্নাই
- কলকাতা
মুম্বাই
Q25. ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে –
- হ্যামলেট
- মৌজা
- শুস্কবিন্দু বসতি
- আদ্রবিন্দু বসতি
হ্যামলেট
Q26. ভারতে কোনপ্রকার আভ্যন্তরীণ পরিযান সর্বাধিক ঘটে ? –
- গ্রাম থেকে শহরে
- শহর থেকে শহরে
- গ্রাম থেকে গ্রামে
- শহর থেকে গ্রামে
গ্রাম থেকে শহরে
Q27. দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো –
- ‘L’ আকৃতির
- ‘Y’ –আকৃতির
- ‘Z’ –আকৃতির
- ‘N’ –আকৃতির
‘L’ আকৃতির
Q28. ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব ’ –এর প্রথম পর্যায় বলতে বোঝায় –
- প্রাক – শিল্পবিপ্লবের সময়কালকে
- শিল্পবিপ্লবের সময়কালকে
- শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে
- বর্তমান সময়কালকে
প্রাক – শিল্পবিপ্লবের সময়কালকে
Q29. একটি পুষ্করিণী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল-
- শুস্ক বিন্দু বসতি
- আদ্র বিন্দু বসতি
- রৈখিক বসতি
- বর্গাকার বসতি
আদ্র বিন্দু বসতি
Q30. জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ তীক্ষ্ণ এটি ইঙ্গিত দেয় –
- অনুন্নত অর্থনীতির
- বিপর্যস্ত অর্থনীতির
- উন্নত অর্থনীতির
- কোনোটিই নয়
অনুন্নত অর্থনীতির
Q31. প্রতি বর্গকিমিতে ৫১ জনের বেশি জনসংখ্যা যুক্ত অঞ্চলকে বলে –
- অল্প ঘনবসতিপূর্ণ
- অতি ঘনবসতিপূর্ণ
- অতি অল্পঘনবসতিপূর্ণ
- বৃহৎ ঘনবসতিপূর্ণ
অতি ঘনবসতিপূর্ণ
Q32. ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল-
- < 1
- > 1
- 1
- 0
> 1
Q33. শিল্পস্থানিকতার নূন্যতম ব্যায় তত্ত্বটির প্রবর্তক হলেন –
- অগাস্ট লস
- আলফ্রেড ওয়েবার
- জর্জ রেনার
- ই ডব্লু জিমারম্যান
আলফ্রেড ওয়েবার
Q34. নুন্যতম ব্যায় তত্ত্বে সমপরিবহণ ব্যায়রেখাকে বলে –
- আইসোটিম
- আইসোথার্ম
- আইসোহায়েট
- আইসোবার
আইসোটিম
Q35. ভারতের উদীয়মান শিল্প হলো –
- তথ্য প্রযুক্তি শিল্প
- পেট্রোরসায়ন শিল্প
- বস্ত্রবয়ন শিল্প
- কাগজ শিল্প
পেট্রোরসায়ন শিল্প
Q36.মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল-
- পাটশিল্প
- কাগজ শিল্প
- রবার শিল্প
- পেট্রোরসায়ন শিল্প
রবার শিল্প
Q37. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত যে শিল্পের জন্য তা হলো –
- কার্পাস –বয়ন শিল্প
- মোটরগাড়ি নির্মাণ শিল্প
- পেট্রো রসায়ন শিল্প
- কাগজ শিল্প
মোটরগাড়ি নির্মাণ শিল্প
Q38. ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় –
- রিষড়ায়
- ব্যান্ডেলে
- শ্রীরামপুরে
- টিটাগড়ে
রিষড়ায়
Q39. মুনাফা সর্বাধিকরণের তত্ত্বের প্রবক্তা হলেন –
- লশ
- ওয়েবার
- উভয়ই
- ভন থুনেন
লশ
Q40. দ্রব্যসূচক 1 অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই –
- কাঁচামাল উৎসের নিকট হবে
- বাজারকেন্দ্রিক হবে
- কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী স্থানে হবে
- এর মধ্যে কোনোটিই নয়
বাজারকেন্দ্রিক হবে
Q41. রাজস্ব গ্রাম বলা হয়-
- জেলাকে
- পাড়াকে
- মৌজাকে
- হ্যামলেটকে
মৌজাকে
Q42. Think Tank বলা হয় –
- বুদ্ধিহীন ব্যাক্তিদের
- বুদ্ধিমান ব্যাক্তিদের
- শ্রমিক শ্রেণিকে
- কৃষকদের
বুদ্ধিমান ব্যাক্তিদের
Q43. ‘বিশ্বের কাগজের রাজধানী’ বলা হয় –
- কুইবেক
- মন্ট্রিল
- ভ্যাঙ্কুভার
- অন্টারিও-কে
কুইবেক
Q44. ব্রাজিলে স্থানান্তর কৃষির নাম-
- রোকা
- টাঙ্গিয়া
- কোনুকো
- মিলপা
রোকা
Q45. Blue Collar Workers বলা হয় –
- প্রাথমিক স্তরের কর্মীদের
- মাধ্যমিক স্তরের কর্মীদের
- পরিসেবা স্তরের কর্মীদের
- নব্য কার্যাবলি স্তরের কর্মীদের
মাধ্যমিক স্তরের কর্মীদের
Q46. ‘বিপর্যয় লঘুকরণ দিবস’ পালিত হয় –
- 10 জুন
- 10 জুলাই
- 10 সেপ্টেম্বর
- 10 অক্টোবর
10 অক্টোবর
Q47. বায়ু সঞ্চালনের ত্রিকোশ তত্ত্বের উপস্থাপক হলেন –
- ফেরেল
- ওয়াকার
- রসবি
- পলম্যান
পলম্যান
Q48. হার্ডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হল –
- অ্যালকালাইজেশন
- স্যালিনাইজেশন
- গ্লেইজেশন
- পডজলাইজেশন
পডজলাইজেশন
Q49. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল –
- বৃক্ষরূপী
- কেন্দ্রবিমুখ
- সমান্তরাল
- জাফরিরূপী
বৃক্ষরূপী
Q50. Dyanamic Equilibrium –এর প্রবক্তা হলেন –
- ডেভিস
- হ্যাক
- পেঙ্ক
- থর্নবেরি
হ্যাক
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের অনলাইন মক টেস্ট (এখানে ক্লিক করুন)