উচ্চমাধ্যমিক ক্লাস 12 ভূগোল MCQ প্রশ্ন উত্তর |WB HS Class 12 Geography Mock Test Set-2

WB HS Class 12 Geography Mock Test Set-2 উচ্চমাধ্যমিক ক্লাস 12 ভূগোল MCQ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ক্লাস 12 ভূগোল MCQপ্রশ্ন-উত্তর |WB HS Class 12 Geography Mock Test Set-2| দ্বাদশ শ্রেণি(ক্লাস -১২) ভূগোল মক টেস্টঃ ভূগোলের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা  হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । দ্বাদশ শ্রেণীর ভূগোল কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

উচ্চমাধ্যমিক ক্লাস 12 ভূগোল MCQ প্রশ্ন উত্তর|WB HS Class 12 Geography Mock Test Set-2

Q1. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে বলা হয়-

  • স্ট্যালাকটাইট  
  • স্ট্যালাগমাইট
  • হেলিকটাইট
  • ড্রিপস্টোন

স্ট্যালাকটাইট  

Q2. OPEC –এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  • ভিয়েনা
  • নিউইয়র্ক
  • উইসকনসিন
  • গ্ল্যাডব্যাঙ্ক

ভিয়েনা

Q3. ‘Locational Triange’ –এর প্রবক্তা হলেন –

  • অ্যাডাম স্মিথ
  • থম্পসন
  • ওয়েবার
  • রিকার্ডো

ওয়েবার

Q4. রিমোট সেন্সিং ও GIS সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিরা কোন স্তরের কর্মী ?

  • দ্বিতীয় স্তরের
  • চতুর্থ স্তরের
  • তৃতীয় স্তরের
  • পঞ্চম স্তরের

চতুর্থ স্তরের

Q5. সুনামি সতর্কতা পদ্ধতিটি যে নামে পরিচিত , তা হল-

  • DART
  • EWS
  • CBM
  • GBM

DART

Q6. ‘ফেরেল কক্ষ’ কোন বায়ুপ্রবাহের অন্তর্গত ?

  • পশ্চিমা বায়ু
  • মেরু বায়ু
  • আয়ন বায়ু
  • মৌসুমি বায়ু

পশ্চিমা বায়ু

Q7. গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রনালী গড়ে ওঠে , তা হল-

  • সমান্তরাল জলনির্গম প্রনালী
  • হেরিংবোন জলনির্গম প্রনালী
  • কেন্দ্রবিমুখ জলনির্গম প্রনালী
  • পিনেট জলনির্গম প্রনালী 

কেন্দ্রবিমুখ জলনির্গম প্রনালী

Q8. উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে –

  • যৌগিক
  • রিয়া
  • ফিয়র্ড
  • ডালমেশিয়ান উপকূল

ডালমেশিয়ান উপকূল

Q9. ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয়েছিল –

  • বালিতে
  • টিটাগড়ে
  • রানিগঞ্জে
  • শ্রীরামপুরে

শ্রীরামপুরে

Q10. USDA শ্রেণিবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল-

  • আলফিসল
  • অক্সিসল
  • ভার্টিসল
  • জেলিসল

অক্সিসল

Q11. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে –

  • অঙ্গারযোজন
  • আর্দ্র বিশ্লেষণ
  • জলযোজন
  • জারণ

অঙ্গারযোজন

Q12.ক্ষয়চক্র সম্পর্কিত ‘Slope Decline Theory’ –টির ধারণা দেন –

  • ডেভিস
  • কিং
  • হ্যাক
  • ক্রিকমে

ডেভিস

Q13. ভারতের ডাল গবেষণা কেন্দ্রটি অবস্থিত –

  • নিউ দিল্লিতে
  • কানপুরে
  • হায়দ্রাবাদে
  • কটকে

কানপুরে

Q14. ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন পাশ হয় –

  • 1970 সালে
  • 1972 সালে
  • 1980 সালে
  • 1986 সালে

1972 সালে

Q15. ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম –

  • বোরা
  • মিস্ট্রাল
  • লেভেচ
  • স্যান্টা আনা

মিস্ট্রাল

Q16. পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল-

  • প্রাথমিক ক্ষেত্র
  • দ্বিতীয় ক্ষেত্র
  • তৃতীয় ক্ষেত্র
  • চতুর্থ ক্ষেত্র

তৃতীয় ক্ষেত্র

Q17. কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল –

  • প্রশাসনিক
  • ধর্মীয়
  • প্রতিরক্ষামূলক
  • শিল্প শহর

ধর্মীয়

Q18. ‘অতুল্য ভারত অভিযান’ যে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত তা হল-

  • ব্যাংকিং
  • তথ্যপ্রযুক্তি
  • পরিবহণ
  • পর্যটন

পর্যটন

Q19. সুয়েজ খাল সংযুক্ত করেছে –

  • ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
  • ভূমধ্যসাগর ও আরল সাগরকে
  • ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

Q20. মুনাফা সর্বাধিকীকরনের তত্ত্বের প্রবক্তা হলেন –

  • লশ্‌
  • ওয়েবার
  • ভন থুনেন
  • উভয়েই

লশ্‌

Q21. ভারতের ‘নীল বিপ্লবের জনক’ হলেন –

  • মোহন কৃষ্ণান
  • অরুন কৃষ্ণান
  • স্বামীনাথন
  • আর রাও

অরুন কৃষ্ণান

Q22. ‘The Doctor’ নামে পরিচিত বায়ু হল-

  • ফন
  • হারমাট্টান
  • পম্পেরো
  • বোরা

হারমাট্টান

Q23. ইলুভিয়াল স্তর বলা হয় মৃত্তিকার –

  • A স্তরকে
  • B স্তরকে
  • C স্তরকে
  • D স্তরকে

B স্তরকে

Q24. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে –

  • অ্যাকুইফার
  • অ্যাকুইক্লুড
  • ভাদোস স্তর
  • অ্যাকুইটার্ড

ভাদোস স্তর

Q25. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল-

  • উপত্যকার মধ্যে উপত্যকা
  • মোনাডনক
  • নিক্‌বিন্দু
  • নদীমঞ্চ

মোনাডনক

Q26. কার্স্ট টাওয়ারের তীক্ষ্ণ আকার হলে, তাকে বলে-

  • ককপিট
  • পোলজে
  • পিনাকেল
  • পিলার

পিনাকেল

Q27. যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে , তাকে বলে-

  • ফিয়র্ড
  • টম্বোলো
  • স্পিট
  • হুক

টম্বোলো

Q28. মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত , তা হল-

  • টাইফুন
  • টর্নেডো
  • হ্যারিকেন
  • উইলি –উইলি

হ্যারিকেন

Q29. মরু অঞ্চল বোঝানো হয় যে সংকেত দ্বারা , তা হল-

  • Af
  • BW
  • ET
  • As

BW

Q30. কোনটি পশ্চিমবঙ্গের ইন-সিটু জীববৈচিত্রের সংরক্ষণ নয় ?

  • সুন্দরবন বায়োস্ফিয়ার রিসার্ভ
  • শিবপুর বোটানিক্যাল গার্ডেন
  • গোরুমারা টাইগার রিসার্ভ
  • জলদাপাড়া অভয়ারণ্য

শিবপুর বোটানিক্যাল গার্ডেন

Q31. পরামর্শদাতা যে ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হল-

  • প্রাথমিক
  • মাধ্যমিক
  • টার্শিয়ারি
  • কুইনারি

কুইনারি

Q32. ‘এক্যুমেনোপলিশ’ শব্দের অর্থ হল-

  • আদি শহর
  • জননী শহর
  • বিশ্বব্যাপী শহর
  • মহানগর

বিশ্বব্যাপী শহর

Q33. মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল-

  • পাটশিল্প
  • কাগজ শিল্প
  • রবার শিল্প
  • পেট্রোরসায়ন শিল্প

রবার শিল্প

Q34. দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত , তা হল-

  • মৌসুমি জলবায়ু
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু
  • উষ্ণ মরু জলবায়ু
  • নিরক্ষীয় জলবায়ু 

নিরক্ষীয় জলবায়ু 

Q35. ‘পাসসমতলীকরণ’ মতবাদটি প্রথম অবতারণা করেন –

  • ডব্লু এম ডেভিস
  • ডব্লু পেঙ্ক
  • জে টি হ্যাক
  • এল সি কিং

এল সি কিং

Q36. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে –

  • রেগোলিথ
  • টেরারোসা
  • রেনজিনা
  • কোনোটিই নয়

রেনজিনা

Q37. IMD অনুযায়ী , বৃষ্টিপাত স্বাভাবিকের তুলোনায় কত কম  হলে , তাকে খরা বলে ?

  • 25%
  • 50%
  • 60%
  • 75%

75%

Q38. ভূঅভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জলশোষন ও জল সরবরাহ করতে পারে না , এই শিলাস্তরকে বলে –

  • অ্যাকুইক্লুড
  • অ্যাকুইফিউজ
  • অ্যাকুইটার্ড
  • কোনোটিই নয়

অ্যাকুইফিউজ

Q39. ভারতের মালাবার উপকূল হল-

  • উত্থিত উপকূল
  • রিয়া উপকূল
  • নিরপেক্ষ উপকূল
  • যৌগিক উপকূল

যৌগিক উপকূল

Q40. ‘জেট স্ট্রিম’ হল এক ধরনের –

  • নিয়ত বায়ু
  • জিওস্ট্রফিক বায়ু
  • ক্যাটাবেটিক বায়ু
  • অ্যানাবেটিক বায়ু

জিওস্ট্রফিক বায়ু

Q41. নিবিড় কৃষির মুখ্য ফসল –

  • ধান
  • তুলা
  • ভুট্টা
  • গম

ধান

Q42. হলদিয়া শিল্পকেন্দ্রটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হল-

  • হলদি ও রূপনারায়ণ
  • হলদি ও কংসাবতী
  • হলদি ও হুগলি
  • ভাগীরথী ও রূপনারায়ণ

হলদি ও হুগলি

Q43. ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম –

  • GPO
  • OPEC
  • GATT
  • PTI

PTI

Q44. পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে –

  • ক্যালসিয়াম
  • পটাশিয়াম
  • অ্যালুমিনিয়াম
  • জৈব পদার্থ

ক্যালসিয়াম

Q45. আড্রিয়াটিক উপসাগর বরাবর প্রবাহিত শীতল বায়ু –

  • বোরা
  • সিরোক্কো
  • খামসিন
  • লেভেচ

বোরা

Q46. যে প্রক্রিয়ায় মৃত্তিকার স্তর খনিজ সমৃদ্ধ হয় তা হল-

  • এলুভিয়েশন
  • ইলুভিয়েশন
  • খনিজকরণ
  • হিউমিফিকেশন

ইলুভিয়েশন

Q47. সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে , তাকে বলে –

  • টম্বোলো
  • স্পিট
  • লেগুন
  • অগ্রভূমি

স্পিট

Q48. “ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি” –এই ধারণাটি প্রবর্তন করেন –

  • জে টি হ্যাক
  • ডব্লু পেঙ্ক
  • এল সি কিং
  • ডব্লু এম ডেভিস

ডব্লু এম ডেভিস

Q49. ব্রাজিলের কফি বাগিচাগুলি যে নামে পরিচিত , তা হল-

  • মিলপা
  • পোডু
  • ফাজেন্দা
  • ওলং

ফাজেন্দা

Q50. পানামা খাল যুক্ত করেছে –

  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
  • আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে
  • আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকে
  • প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে

আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টটির ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!