তাপ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Heat Chapter MCQ Mock Test in Bengali-WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Heat Chapter MCQ Mock Test in Bengali। তাপ অধ্যায়টি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান পরীক্ষার তাপ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞান তাপ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৫৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 6 কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভৌতবিজ্ঞান অধ্যায় ৬ তাপের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Heat Chapter MCQ Mock Test in Bengali।তাই এটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
তাপ অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)|Heat Chapter MCQ Mock Test in Bengali
Q1. শিশির জমার জন্য উপযোগী নয় কোনটি ?
- স্থির বায়ু
- মেঘমুক্ত পরিস্কার আকাশ
- বায়ুমন্ডলের জলীয়বাস্পের আধিক্য
- মেঘলা আকাশ
মেঘলা আকাশ
Q2. লীনতাপ থার্মোমিটারের তাপমাত্রার পাঠ –
- কমিয়ে দেয়
- বাড়িয়ে দেয়
- একই রাখে
- কোনোটিই নয়
একই রাখে
Q3. সেঁক দেওয়ার বোতলে জল ব্যবহারের কারণ –
- জলের স্ফুটনাঙ্ক কম
- জল সহজপ্রাপ্য
- জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ
- জলের ব্যাতিক্রান্ত প্রসারণ ধর্ম বর্তমান
জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ
Q4. 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তা হল-
- 4.2 × 107 জুল
- 4.2 আর্গ
- 4.2 জুল
- 4.2 × 105 আর্গ
4.2 জুল
Q5. স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হয় –
- 0˚C উষ্ণতার জল
- 0˚C উষ্ণতার বরফ
- বরফ ও নুনের মিশ্রণ
- বরফ ও জলের মিশ্রণ
বরফ ও নুনের মিশ্রণ
Q6. জলের উষ্ণতা 0˚C থেকে 4˚C পর্যন্ত বৃদ্ধি করা হলে –
- ঘনত্ব হ্রাস পায়
- ঘনত্ব বৃদ্ধি পায়
- আয়তন বৃদ্ধি পায়
- আয়তন ও ঘনত্ব হ্রাস পায়
ঘনত্ব বৃদ্ধি পায়
Q7. 0˚C উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে যে পরিমাণ তাপ লাগে যে পরিমাণ তাপ লাগে তা হল –
- 80 ক্যালোরি
- 160 ক্যালোরি
- 240 ক্যালোরি
- 320 ক্যালোরি
160 ক্যালোরি
Q8. লীনতাপের মাত্রীয় সংকেত –
- [L2T-2]
- [L3T-3]
- [L0T2]
- [L-1 T2 ]
[L2T-2]
Q9. 0˚C উষ্ণতার একখণ্ড বরফকে কত উচ্চতা থেকে ফেলা হলে ভূমিতে আঘাতের সঙ্গে সঙ্গে বরফটি সম্পূর্ণ গলে যাবে ?
- 34.286 km (প্রায় )
- 28.972 km (প্রায় )
- 50 km
- 37 km
34.286 km (প্রায় )
Q10. – 10˚C উষ্ণতার 10 গ্রাম বরফকে 100˚C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে ?
- 2550 cal
- 2400 cal
- 1550 cal
- 7220 cal
7220 cal
Q11. সূর্যের উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
- প্ল্যাটিনাম থার্মোমিটার
- পাইরোমিটার
- গ্যাস থার্মোমিটার
- বাস্প চাপ
পাইরোমিটার
Q12. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান –
- 200˚C
- 273˚C
- 373˚C
- কোনোটিই নয়
273˚C
Q13. ক্যালোরিমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?
- তামা
- পিতল
- অ্যালুমিনিয়াম
- জিঙ্ক
তামা
Q14. আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম –
- অ্যানিমোমিটার
- হাইগ্রোমিটার
- থার্মোমিটার
- পাইরেলিওমিটার
হাইগ্রোমিটার
Q15. কোনো তরলের স্ফুটনাঙ্ক কীভাবে কমানো যায় ?
- নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন ঐ তরলে যুক্ত করে
- ঐ তরলে দ্রাব্য কোনো কঠিনকে যুক্ত করে
- তরলের চাপ বাড়িয়ে
- তরলের চাপ কমিয়ে
তরলের চাপ কমিয়ে
Q16. কিছু পরিমাণ জলের উষ্ণতা 0˚C থেকে 10˚C পর্যন্ত বৃদ্ধি করলে ঐ জলের আয়তন –
- বৃদ্ধি পাবে
- হ্রাস পাবে
- অপরিবর্তিত থাকবে
- প্রথমে কমবে তারপরে বাড়বে
প্রথমে কমবে তারপরে বাড়বে
Q17. দুটি বরফের টুকরোকে চেপে ধরলে টুকরো দুটি জোড়া লেগে একটি বরফ খন্ডে পরিণত হবে কারণ –
- চাপ প্রয়োগের সময় তাপ উৎপন্ন হবে
- চাপ প্রোয়োগের সময় তাপ শোষিত হবে
- চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক কমে যায়
- চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক বেড়ে যায়
চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক কমে যায়
Q18. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ –
- কুকারের ভিতরে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
- কুকারের ভিতরে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক হ্রাস পায়
- কুকারের ভিতরে 1000˚C উষ্ণতার অনেক বাস্প তৈরি হয়
- কোনোটিই নয়
কুকারের ভিতরে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
Q19. একই ধাতু দিয়ে তৈরি একটি নিরেট ঘনক এবং একটি নিরেট গোলক উভয়কেই 120˚C পর্যন্ত উত্তপ্ত করা হলে –
- তারা একই হারে ঠান্ডা হতে থাকবে
- গোলকের তুলনায় ঘনক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে
- ঘনকের তুলনায় গোলক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে
- কোনোটিই নয়
গোলকের তুলনায় ঘনক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে
Q20. নিম্নের কোনটি তাপ পরিবাহিতার দ্রুততম পদ্ধতি ?
- পরিবহণ
- পরিচলন
- বিকিরণ
- প্রত্যেকটি সমান ভাবে দ্রুত
বিকিরণ
Q21. একটি রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজার সেকশনটি একদম উপরে রাখা হয় যাতে –
- সম্পূর্ণ রেফ্রিজারেটরটি খুব তাড়াতাড়ি পরিচলণ পদ্ধতিতে ঠাণ্ডা হতে পারে
- পরিবেশ থেকে গৃহীত তাপের পরিমাণ কম হয়
- পরিবেশ থেকে গৃহীত তাপের পরিমাণ বেশি হয়
- কোনোটিই নয়
সম্পূর্ণ রেফ্রিজারেটরটি খুব তাড়াতাড়ি পরিচলণ পদ্ধতিতে ঠাণ্ডা হতে পারে
Q22. রান্না করার পাত্রের নিম্নলিখিত কোন গুণটি থাকা আবশ্যক ?
- উচ্চ আপেক্ষিক তাপ এবং নিম্ন তাপ পরিবাহিতা
- উচ্চ আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা
- নিম্ন আপেক্ষিক তাপ এবং নিম্ন তাপ পরিবাহিতা
- নিম্ন আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা
নিম্ন আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা
Q23. একটি বদ্ধ ঘরের মধ্যে একটি রেফ্রিজারেটরের দরজা খুলে রাখলে ঘরটির তাপমাত্রা –
- বেড়ে যাবে
- কমে যাবে
- একই থাকবে
- কোনোটিই নয়
বেড়ে যাবে
Q24. থার্মোফ্লাক্স তাপ পরিবাহিতার কোন কোন ঘটনাকে আটকায় ?
- পরিবহন
- পরিচলন
- বিকিরণ
- সবকটি
সবকটি
Q25. কখনো কখনো একটি কাঁচের কাপে খুব গরম চা ঢাললে তৎক্ষণাৎ ফেটে যায় তার কারণ –
- কাঁচের তাপ পরিবাহিতা অত্যন্ত কম
- কাঁচের তাপ পরিবাহিতা অত্যন্ত বেশি
- কাঁচের আপেক্ষিক তাপ অত্যন্ত কম
- কোনোটিই নয়
কাঁচের তাপ পরিবাহিতা অত্যন্ত কম
Q26. একটি তামার গোলাকার প্লেটের মাঝখানে একটি ছোটো গোলাকার ছিদ্র করা হল এবং তামার পাতটিকে সমভাবে উত্তপ্ত করা হলে –
- ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
- ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে
- ছিদ্রের ব্যাসার্ধ একই থাকবে
- কোনোটিই নয়
ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
Q27. কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় ?
- সমুদ্রের উপকূলে
- দার্জিলিং
- খনির মধ্যে
- এভারেস্টের চুড়ায়
খনির মধ্যে
Q28. বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত ?
- 2:1
- 3:1
- 4:1
- 3:2
3:1
Q29. বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন ?
- উষ্ণতা বেশি থাকে
- আদ্রতা বেশি থাকে
- উষ্ণতা কম থাকে
- আদ্রতা কম থাকে
আদ্রতা কম থাকে
Q30. A ও B দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হল । B –এর আপেক্ষিক তাপ A –এর দ্বিগুণ । A এবং B –এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত –
- 2:1
- 1 : 2
- 1:1
- 4 : 1
2:1
Q31. জলের বাস্পীভবনের লীনতাপ –
- 537 ক্যালোরি /গ্রাম
- 437 ক্যালোরি / গ্রাম
- 80 ক্যালোরি / গ্রাম
- 586 ক্যালোরি / গ্রাম
537 ক্যালোরি /গ্রাম
Q32. একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে , সেটি –
- বরফে পরিণত হবে না
- বরফে পরিণত হবে
- বরফ হতেও পারে আবার নাও পারে
- বরফ জলে ও জল বরফে পরিণত হবে
বরফে পরিণত হবে না
Q33. কোনো আবদ্ধ পাত্র করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললে পাত্রের জল –
- জমে যাবে
- ফুটবে
- O2 ও H2 –এ বিশ্লিষ্ট হবে
- বাস্পায়িত হবে
ফুটবে
Q34. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে –
- পারমাণবিক তাপ
- তাপগ্রাহিতা
- জলসম
- কোনোটাই নয়
তাপগ্রাহিতা
Q35. তাপীয় বিকিরণের শনাক্তকরণ –এর জন্য কোন ব্যবস্থাটি ব্যবহার করা হয় ?
- থার্মোপাইল
- তরল থার্মোমিটার
- প্ল্যাটিনাম রোধ থার্মোমিটার
- স্থির আয়তন থার্মোমিটার
থার্মোপাইল
Q36. সিমলায় রান্না করতে বেশি সময় লাগে , কারণ সেখানে –
- বায়ুর চাপ বেশি
- বায়ুর চাপ কম
- বায়ুর আদ্রতা কম
- বায়ুর উষ্ণতা কম
বায়ুর চাপ কম
Q37. কোনটি তরলের নিজস্ব ধর্ম ?
- প্রকৃত প্রসারণ
- আপাত প্রসারণ
- যে কোনো একটি
- কোনোটিই নয়
প্রকৃত প্রসারণ
Q38. বাস্পীভবনের হার নির্ভর করে না –
- তরলের উষ্ণতার ওপর
- তরলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর
- তরলের মোট ভরের ওপর
- বায়ু চাপের ওপর
তরলের মোট ভরের ওপর
Q39. জলে সাধারণ লবণ দ্রবীভূত থাকলে জলের স্ফুটনাংকের কী পরিবর্তন ঘটবে ?
- 9 ˚C বেড়ে যায়
- 9˚C কমে যায়
- কোনো পরিবর্তন ঘটে না
- 20˚C বেড়ে যায়
9 ˚C বেড়ে যায়
Q40. হিমমিশ্রের তাপমাত্রা কত ?
- -0 ˚C
- – 22 ˚C
- -20 ˚C
- – 27 ˚C
– 22 ˚C
Q41. ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে , আপেক্ষিক আদ্রতার মান হবে –
- 100%
- 0%
- 70%
- 85%
100%
Q42. ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ –
- উচ্চ স্ফুটনাঙ্ক
- রাসায়নিক ভাবে সক্রিয়
- উচ্চ আপেক্ষিক তাপ
- নিম্ন আপেক্ষিক তাপ
নিম্ন আপেক্ষিক তাপ
Q43. তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল ?
- পরিবহণ
- পরিচলন
- বিকিরণ
- সবকটি
পরিচলন
Q44. CGS পদ্ধতিতে তাপগ্রাহিতার একক –
- ক্যালোরি / ˚C
- জুল / K
- ক্যালোরি
- ˚C
ক্যালোরি / ˚C
Q45. একটি মোমবাতির শিখার দুপাশের থেকে উপরের দিকে হাত রাখলে বেশি গরম অনুভূত হয় এর জন্য কোন পদ্ধতি দায়ী ?
- পরিবহন
- পরিচলন
- বিকিরণ
- অন্য কোনো পদ্ধতি
পরিচলন
Q46. পুকুরের জল প্রচন্ড গরমেও ঠান্ডা থাকার কারণ –
- জলের বাস্পীভবন
- জলের তাপের প্রবাহ
- বায়ুমন্ডোলের তাপ শোষণ
- কোনোটিই নয়
জলের বাস্পীভবন
Q47. একটি সাদা এবং মসৃণ তল –
- তাপের ভালো শোষক এবং বাজে প্রতিফলক
- তাপের খারাপ শোষক এবং খারাপ প্রতিফলক
- তাপের ভালো শোষক এবং ভালো প্রতিফলক
- তাপের খারাপ শোষক এবং ভালো প্রতিফলক
তাপের খারাপ শোষক এবং ভালো প্রতিফলক
Q48. তামা ও লোহার তৈরি একটি দ্বিধাতব পাতকে তোমার সামনে লম্বভাবে রাখলে বাঁদিকে থাকে লোহা এবং ডানদিকে থাকে তামা । এখন , দ্বিধাতব পাতটিকে তাপ দেওয়া হলে সেটির কী পরিবর্তন ঘটবে ?
- সোজা থাকবে
- ডানদিকে বেঁকে যাবে
- বাঁদিকে বেঁকে যাবে
- পাতটি লম্বভাবে বাড়তে থাকবে
বাঁদিকে বেঁকে যাবে
Q49. 1 জুল তাপ কত ক্যালোরির সমান ?
- 25 cal
- 0.24 cal
- 50 cal
- 125cal
0.24 cal
Q50. তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝায় ?
- 1 kg তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal তাপের প্রয়োজন হবে
- 1 gm তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal তাপের প্রয়োজন হবে
- 1 gm তামার উষ্ণতা 1˚F বৃদ্ধি করতে 0.09 জুল তাপের প্রয়োজন হবে
- এগুলির কোনোটিই নয়
1 gm তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal তাপের প্রয়োজন হবে
Q51. 373K উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত ?
- 20˚C
- 0˚C
- 10˚C
- 100˚C
100˚C
Q52. প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক কত ?
- 109˚C
- 120˚C
- 140˚C
- 139˚C
120˚C
Q53. 100˚C তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে –
- 0˚C
- 50˚C
- 273˚C
- 100˚C
100˚C
Q54. কোনো বস্তুর ভর ও আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09cal /g ˚C । ওই বস্তুর তাপগ্রাহিতা ও জলসম হবে –
- 7.5 cal/˚C , 7.5g
- 9 cal/˚C , 9g
- 12 cal/˚C , 12g
- 10 cal/˚C , 5g
9 cal/˚C , 9g
Q55. গলনের সময় লীনতাপের কাজ হল-
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙ্গে দেওয়া
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা গঠন করা
- পদার্থের অণুগুলির দূরত্ব বৃদ্ধি করা
- পদার্থের অণুগুলির দূরত্ব হ্রাস করা
পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙ্গে দেওয়া
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট