উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF Download) |Plant and Animal Tissue MCQ PDF -WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর ।এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার ‘কলা’, উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের উদ্ভিদ কলা ও প্রাণী কলার বাছাই করা ৬০ টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% ।
নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কলা’ অধ্যায়ের এই প্রশ্ন উত্তরগুলো।
উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF Download)
1. কোন উদ্ভিদে এরেনকাইমা দেখা যায় ?
- জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদে
- হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে (উত্তর)
- মেসোফাইট বা সাধারণ জলজ উদ্ভিদে
- হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদে
2. কোশান্তর রন্ধ্রবিহীন সরল স্থায়ী কলাটি হল –
- স্ক্লেরেনকাইমা (উত্তর)
- প্যারেনকাইমা
- এরেনকাইমা
- কোলেনকাইমা
3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে যে কলা, তা হল—
- এরেনকাইমা
- ক্লোরেনকাইমা (উত্তর)
- স্কেরেনকাইমা
- কোলেনকাইমা
4. রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলাটি হল –
- ক্লোরেনকাইমা
- ইডিওব্লাস্ট(উত্তর)
- স্ক্লেরাইড
- কোলেনকাইমা
5. পেয়ারা ও ন্যাসপাতির ফলত্বকের কঠিন বা শক্ত অংশগুলি কোন্ প্রকার কোশ দ্বারা গঠিত?
- কোলেনকাইমা
- স্কেরেনকাইমা
- স্ক্লেরাইড(উত্তর)
- ট্রাকিড
6. মৃত সরল স্থায়ী কলাটি হল-
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- স্কেরেনকাইমা(উত্তর)
- এরেনকাইমা
7. জাইলেমের একমাত্র সজীব উপাদানটি হল-
- জাইলেম তন্তু
- ট্রাকিড
- জাইলেম প্যারেনকাইমা (উত্তর)
- ট্রাকিয়া
8. জাইলেম কলায় উপস্থিত স্কেরেনকাইমাকে বলে –
- ইলাস্টিক তন্তু
- কোলাজেন তন্তু
- কাষ্ঠল তন্তু(উত্তর)
- বাস্টতন্তু
9. জটিল স্থায়ী কলাটি হল –
- ফ্লোয়েম
- জাইলেম ও ফ্লোয়েম(উত্তর)
- কোলেনকাইমা
- জাইলেম
10. লেপ্টোম বলতে কোন্ কলাকে বোঝায় ?
- ফ্লোয়েম (উত্তর)
- জাইলেম
- ভাজক কলা
- প্যারেনকাইমা
11. যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী ফ্লোয়েম কলার উপাদানটি হল—
- ট্রাকিয়া
- কাষ্ঠিক তন্তু
- ট্রাকিড
- ফ্লোয়েম তন্তু(উত্তর)
12. উদ্ভিদের জলসংবহনে সাহায্যকারী কলাটি হল –
- স্কেরেনকাইমা
- কোলেনকাইমা
- জাইলেম (উত্তর)
- ফ্লোয়েম
13. নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদকোশটি হল –
- সিভনল (উত্তর)
- ফ্লোয়েম প্যারেনকাইমা
- ট্রাকিয়া
- প্যারেনকাইমা
14. কোন্ কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় –
- স্নায়ুকলা
- পেশিকলা
- আবরণী কলা
- যোগকলা(উত্তর)
15. অস্থি একপ্রকার –
- যোগকলা (উত্তর)
- পেশিকলা
- আবরণী কলা
- স্নায়ুকলা
15. যোগকলায় উপস্থিত একপ্রকার আগ্রাশী কোশ হল—
- লিম্ফোসাইট
- ফাইব্রোসাইট
- অস্টিওসাইট
- হিস্টিওসাইট(উত্তর)
16. তরুণাস্থি হল –
- আবরণী কলা
- পেশিকলা
- যোগকলা (উত্তর)
- জটিল স্থায়ী কলা
17. ‘ফ্যাট ডিপো’ কোন্ কলাকে বলা হয়?
- অ্যারিওলার কলা
- অ্যাডিপোজ কলা (উত্তর)
- অস্থিকলা
- তরুণাস্থি কলা
18. যোগকলার মধ্যে অনুপস্থিত কোশটির নাম –
- মেদকোশ
- অস্টিওব্লাস্ট
- অস্টিওসাইট
- নিউরোলেমা(উত্তর)
19. চর্বি বা ফ্যাট যে কলায় দেখা যায়, তা হল-
- রক্ত
- অ্যাডিপোজ কলা (উত্তর)
- অ্যারিওলার কলা
- অস্থিকলা
20. মেদকলা হল একধরনের –
- সংবহন কলা
- আবরণী কলা
- পেশিকলা
- যোগকলা(উত্তর)
উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর
21. অ্যারিওলার কলায় পাওয়া যায় না –
- প্লাজমা কোশ
- মেদকোশ
- ফাইব্রোব্লাস্ট
- মাস্টকোশ
22. ঐচ্ছিক পেশি হল –
- অস্থিপেশি (উত্তর)
- মসৃণ পেশি
- হৃদপেশি
- অরেখ পেশি
23. অরেখ পেশির নিউক্লিয়াস সংখ্যা –
- 1টি (উত্তর)
- 2টি
- অসংখ্য
- শূন্য
24. অস্থিতে প্রাপ্ত একটি কোশের নাম –
- ম্যাক্রোফাজ
- হিস্টিওসাইট
- অস্টিওব্লাস্ট (উত্তর)
- ফ্লাইব্রোব্লাস্ট
25. একটি যোগকলা হল –
- স্নায়ুবিক কলা
- ত্বককলা
- তরুণাস্থি কলা (উত্তর)
- সিনসিটিয়াম কলা
26. কোন্ পেশির কখনোই অবসাদ ঘটে না?
- সুরেখ
- অরেখ
- হৃদপেশি (উত্তর)
- কোনোটিই নয়
27. মাংসপেশির সংকোচনশীলতা বজায় রাখে –
- মেলানিন
- কোলাজেন
- মায়োসিন (উত্তর)
- প্রোটাসিন
28. সিনসিটিয়াম বা বহুনিউক্লিয়াসযুক্ত কোশ কোনটি ?
- সরেখ পেশিকোশ (উত্তর)
- রক্তকোশ
- স্নায়ুকোশ
- কোনোটিই নয়
29. লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে, তা হল –
- আবরণী কলা
- পেশিকলা
- তরুণাস্থি
- যোগকলা(উত্তর)
30. মায়োফাইব্রিল থাকে –
- আবরণী কলায়
- পেশিকলায় (উত্তর)
- অস্থিকলায়
- স্নায়ুকলায়
31. নিউরোনের কোশদেহের সাইটোপ্লাজমকে বলে –
- এক্টোপ্লাজম
- নিউরোপ্লাজম (উত্তর)
- অ্যাক্সোপ্লাজম
- এন্ডোপ্লাজম
32. নিউরিলেমার মধ্যে নিউক্লিয়াসযুক্ত কোশকে বলে –
- নিসল দানা
- সোয়ান কোশ (উত্তর)
- কুফার কোশ
- নিউক্লিওয়েড
33. উদ্ভিদকে সর্বাধিক দৃঢ়তা প্রদানকারী কলা হল-
- জাইলেম প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- ফ্লোয়েম, প্যারেনকাইমা
- স্ক্লেরেনকাইমা (উত্তর)
34. নিম্নলিখিত কোনটি পার্শ্বীয় ভাজক কলা নয় ?
- নিবেশিত ভাজক কলা (উত্তর)
- ক্যাম্বিয়াম
- ফেলোজেন
- কোনোটিই নয়
35. ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আসলে হল-
- গৌণ ভাজক কলা
- প্রারম্ভিক ভাজক কলা (উত্তর)
- প্রাথমিক ভাজক কলা
- প্রোটোডার্ম
36. এরেনকাইমা হল-
- সালোকসংশ্লেষকারী প্যারেনকাইমা
- রেচন বস্তুযুক্ত প্যারেনকাইমা
- বাতাবকাশযুক্ত প্যারেনকাইমা (উত্তর)
- কোনোটই নয়
37. বহুবর্ষজীবী উদ্ভিদে ক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয়-
- স্যাপউড
- হার্টউড (উত্তর)
- অটামউড
- স্প্রিংউড
38. সীভনলের সঙ্গে যুক্ত সজীব কোশটি হল-
- জাইলেম প্যারেন কাইমা
- ফ্লোয়েম প্যারেনকাইমা
- সীভাকোশ
- সঙ্গী কোশ (উত্তর)
39. উন্নত উদ্ভিদে সংবহন কলার উৎপত্তি ঘটে-
- পেরিব্লেম
- কর্টেক্স
- আদি ক্যান্বিয়াম (উত্তর)
- আদি ত্বক কোশ
40. বর্জ্য পদার্থযুক্ত প্যারেনকাইমা কলাকে বলে –
- ইডিওব্লাস্ট (উত্তর)
- ক্লোরেনকাইমা
- এরেনকাইমা
- প্রোসেনকাইমা
41. নিম্নলিখিত কোনটি স্টোনসেল নামে পরিচিত ?
- জাইলেম তত্ত্ব
- ফ্লোয়েম তত্ত্ব
- স্ক্লেরাইড (উত্তর)
- কোনোটিই নয়
42. নিম্নলিখিত কোন ভাজক কলটি সবকটি তলে বিভাজিত হতে পারে ?
- মাসমেরিস্টেম (উত্তর)
- প্লেটমেরিস্টেম
- রিবমেরিস্টেম
- সবগুলি সঠিক
43. নিম্নলিখিত কোনটি গৌণ ভাজক কলার উদাহরণ—
- ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম
- ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম (উত্তর)
- ভ্যাসকুলার ক্যাম্বিয়াম
- কোনোটিই নয়
44. সরল আবরণী কলার প্রকার ভেদ হল-
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার (উত্তর)
45. নিম্নলিখিত কোনটি আবরণী কলায় দেখা যায় না?
- সিলিয়া
- রক্তবাহ (উত্তর)
- অন্তঃকোশীয় সংযোগ
- ভিত্তিপর্দা
46. নিম্নলিখিত কোন আবরণী কলার কোশগুলি অনিয়তাকার, চ্যাপ্টা ও আঁইশাকার ?
- স্তম্ভাকার
- ঘনকাকার
- স্কোয়ামাস (উত্তর)
- ছদ্মস্তরীভূত
47. ক্ষরণে অংশগ্রহণকারী আবরণী কলাকে বলা হয়-
- গ্রন্থিময় (উত্তর)
- ঘনকাকার
- স্তম্ভাকার
- স্তরীভূত
48. যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থি কোশটি নষ্ট হয়ে যায় তাকে বলে-
- অ্যাক্সোক্রাইন
- মেরোক্রাইন
- মিশ্রগ্রন্থি
- হলোক্রাইন (উত্তর)
উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর
49. গবলেট কোশ নিম্নলিখিত কোন ধরনের গ্রন্থির উদাহরণ?
- অ্যাপোক্রাইন(উত্তর)
- হলোক্রাইন
- মেরোক্রাইন
- কোনোটিই নয়
50. যোগ কলার উৎপত্তি ঘটে-
- এক্টোডার্ম
- এন্ডোডার্ম
- মেসোডার্ম (উত্তর)
- ফেলোডার্ম
51. যোগ কলার যে কোশ থেকে ধাত্র ও তত্ত্ব উৎপন্ন হয়, তাকে বলে-
- মাস্ট কোশ
- ফাইব্রোব্লাস্ট কোশ (উত্তর)
- প্লাজমা কোশ
- বেসোফিল কোশ
52. সেরাটোনিন ও হেপারিন ক্ষরণকারী যোগ কলার কোশ হল –
- অ্যাডিপোসাইট
- মাস্ট কোশ(উত্তর)
- হিস্টিওসাইট কোশ
- অস্টিওসাইট কোশ
53. স্নেহপদার্থ সঞ্চয়কারী যোগ কলার কোশকে বলা হয়—
- মাস্ট কোশ
- বেসোফিল কোশ
- প্লাজমা কোশ
- অ্যাডিপোসাইট কোশ (উত্তর)
54. মানব দেহের একটি ভ্রাম্যমান কোশের উদাহরণ হল –
- RBC
- WBC
- অনুচক্রিকা
- সবগুলি সঠিক(উত্তর)
55. ইলাস্টিন প্রোটিন নির্মিত পীতবর্ণের তত্ত্বকে বলা হয়-
- কেলোজেন তন্তু
- রেটিকুলেটেড তন্তু
- স্নায়ু তন্তু
- ইলাস্টিক তন্তু (উত্তর)
56. লিগামেন্ট গঠিত হয় যে যোগ কলা দ্বারা, তা হল –
- পীত তন্তুময়
- শ্বেত তন্তুময় (উত্তর)
- জালকাকার
- শিথিল যোগ কলা
57. হ্যাভারসিয়ান তত্ত্ব দেখা যায় –
- তরুনাস্থিতে
- কমপ্যাক্ট অস্থিতে(উত্তর)
- স্পঞ্জি অস্থিতে
- ক্যালসিফায়েড অস্থিতে
58. মজ্জাগহ্বরে উপস্থিত মজ্জা মূলতঃ নিম্নলিখিত কোন কলা দ্বারা গঠিত?
- অ্যাডিপোজ কলা (উত্তর)
- অস্থিকলা
- হিমোপয়েটিক কলা
- মিউকাস কলা
59. জীববিদ্যার যে শাখায় টিসু সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলে—
- সাইটোলজি
- সেল বায়োলজি
- হিস্টোলজি (উত্তর)
- প্রোটোবায়োলজি
60. পারন কোশের কাজ হল –
- পত্ররন্ধ্রের দিকে CO2 পরিবহন করা
- পত্ররন্ধ্রের দিকে O2 পরিবহন করা
- মুলত্বকের দিকে জল পরিবহন করা
- পরিচক্রের দিকে জল পরিবহন করা(উত্তর)
Name of the File- উদ্ভিদ কলা ও প্রাণি কলা MCQ প্রশ্ন উত্তর
Type of Flie– PDF
Size of File – 200 Kb
Number of Pages– 10
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট