Koshe Dekhi 14 Class 7|ত্রিভুজের ধর্ম কষে দেখি 14 ক্লাস 7|Ganitprabha Class 7 Solution Chapter 14 Exercise 14|গণিতপ্রভা সপ্তম শ্রেণি সমাধান
ত্রিভুজ কাকে বলে ?
উত্তরঃ কোনো সমতলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ।
ত্রিভুজের শীর্ষবিন্দু কাকে বলে ?
উত্তরঃ কোনো ত্রিভুজের প্রতি জোড়া বাহু যে বিন্দুতে মিলিত হয় , তাকে ওই ত্রিভুজের একটি শীর্ষবিন্দু বলে । ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা ৩ ।
ত্রিভুজের মধ্যমা কাকে বলে ?
উত্তরঃ কোনো ত্রিভুজের যে-কোনো একটি শীর্ষবিন্দু ও উহার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে ত্রিভুজটির একটি মধ্যমা বলে ।
ত্রিভুজের উচ্চতা কাকে বলে ?
উত্তরঃ কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে উহার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব-দূরত্বকে ত্রিভুজটির উচতা বলে ।