[বর্জ্য ব্যবস্থাপনা]Madhyamik Geography Suggestion Chapter 4 || মাধ্যমিক ভূগোল সাজেশন || বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || WBBSE Class 10 Geography Chapter 4 Suggestion || Bojro Byabosthapona Question Answer(MCQ,SAQ, 2 marks , 3 Marks)
Table of Contents
[বর্জ্য ব্যবস্থাপনা]Madhyamik Geography Suggestion Chapter 4 || মাধ্যমিক ভূগোল সাজেশন || বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || WBBSE Class 10 Geography Chapter 4 Suggestion || Bojro Byabosthapona Question Answer
বৃহ বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ): (প্রশ্নমান-1)
১। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল –
- সবজির খোসা
- সাবান জল
- খাবারের প্যাকেট
- ইনজেকশন সিরিঞ্জ (উত্তর)
২। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল –
- বর্জ্যের পুনর্ব্যবহার
- বর্জ্যের পুনর্নবীকরণ
- বর্জ্যের পরিমাণগত হ্রাস
- সবগুলিই প্রযোজ্য (উত্তর)
৩। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল –
- কম্পোস্টিং (উত্তর)
- ল্যান্ডফিলিং
- ওভারফিলিং
- কম্পাউন্ডিং
৪। ফ্লাই অ্যাশ –
- তাপবিদ্যুৎ (উত্তর)
- জলবিদ্যুৎ
- বায়ুশক্তি কেন্দ্র
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে
৫। কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় –
- শিল্পজাত পদার্থ
- উচ্চফলনশীল বীজ
- জৈব সার (উত্তর)
- রাসায়নিক সার
৬। ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ পরিকল্পনাটি গৃহীত হয় –
- 1986 খ্রিস্টাব্দে (উত্তর)
- 1984 খ্রিস্টাব্দে
- 1987 খ্রিস্টাব্দে
- 1989 খ্রিস্টাব্দে
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৭। ‘ব্ল্যাকফুট’ রোগের সৃষ্টি হয় –
- ক্যাডমিয়াম দ্বারা
- আর্সেনিক দ্বারা (উত্তর)
- সিসা দ্বারা
- পারদ দ্বারা
৮। অকেজো মোবাইল একটি –
- বিষাক্ত বর্জ্য
- রাসায়নিক বর্জ্য
- ই-বর্জ্য (উত্তর)
- জৈব বর্জ্য
৯। একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হল-
- ব্যবহৃত সিরিঞ্জ
- ফ্লাই অ্যাশ (উত্তর)
- আণবিক ভস্ম
- অক্সাইড গ্যাস
১০। ‘নমামি গঙ্গে’ (Namami Gange) পরিকল্পনা হল-
- ব্রহ্মপুত্র নদী পরিবর্ষানা
- গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা (উত্তর)
- গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা
- গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১১। ‘Clean City’ পরিকল্পনাটি পরিলক্ষিত হয়-
- কলকাতা
- দিল্লি (উত্তর)
- মুম্বাই
- গুজরাট শহরে
১২। পুষ্টি মৌলের আবর্তন ঘটে-
- ভরাটকরণ
- স্ক্রাবার
- কম্পোস্টিং (উত্তর)
- বর্জ্য পৃথকীকরণ পদ্ধতিতে
১৩। একটি সংক্রামক বর্জ্য হল –
- শাকসবজির খোসা
- ব্যবহৃত সিরিঞ্জ (উত্তর)
- প্লাস্টিকের প্যাকেট
- ধাতব টুকরো
১৪। ধোঁয়া বা ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হল –
- ভরাটকরণ
- নিষ্কাশন
- কম্পোস্টিং
- স্ক্রাবার (উত্তর)
১৫। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
- 5 সেপ্টেম্বর
- 5 জুন (উত্তর)
- 5 জুলাই
- 2 অক্টোবর
১৬। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল-
- মিথেন (উত্তর)
- নাইট্রোজেন
- অ্যামোনিয়া
- হিলিয়াম
১৭। নিম্নলিখিত কোন্ বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য? –
- প্লাস্টিক বর্জ্য (উত্তর)
- কৃত্রিম রবার বর্জ্য
- অ্যালুমিনিয়াম পাত
- সবগুলিই প্রযোজ্য
১৮। একটি বিষাক্ত বর্জ্য হল-
- সবজির খোসা
- ডিমের খোলা
- সিসা (উত্তর)
- খড়
১৯। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-
- পরিস্রাবক ঘূর্ণায়ন
- তাড়িতিক অধঃক্ষেপক
- স্ক্রাবার (উত্তর)
- আস্তরণযুক্ত অ্যালুমিনা
২০। একটি বিষহীন বর্জ্য হল –
- লিথিয়াম ব্যাটারি
- নোংরা জল (উত্তর)
- ক্যাথোড রে টিউব
- DDT
২১। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়-
- আমাশয় (উত্তর)
- হাঁপানি
- ফুসফুসের ক্যানসার
- দৃষ্টিহীনতা
২২ । আর্সেনিক একপ্রকার –
- তরল বর্জ্য
- গ্যাসীয় বর্জ্য
- বিষাক্ত বর্জ্য (উত্তর)
- বিষহীন বর্জ্য
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
২৩। পারমাণব্রিক চুল্লি থেকে পাওয়া যায়-
- জৈব বর্জ্য
- তেজস্ক্রিয় বর্জ্য (উত্তর)
- পৌর বর্জ্য
- কৃষিজ বর্জ্য
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-১)
দু-এক কথায় উত্তর দাও:
১। প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য?
২। একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
৩। তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো।
৪। চাষের জমির একটি বর্জ্যের উদাহরণ দাও।
৫। কম্পোস্ট সার কী ধরনের বর্জ্য থেকে তৈরি হয়?
৬। CFC কোন্ প্রকার বর্জ্যের উদাহরণ?
৭। দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
৮। কতকগুলি পরিবেশমিত্র বর্জ্যের উদাহরণ দাও
৯। একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ দাও।
১০। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
অথবা, তেজস্ক্রিয় বর্জ্য থোরিয়াম (স্তম্ভমিলন)
১১। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কী বলে?
১২। 1985-তে হুগলি নদীকে দূষণমুক্ত রাখার জন্য যে কর্মসূচি নেওয়া হয় তা কী নামে পরিচিত?
১৩। গঙ্গা নদীর প্রবাহের কোন্ অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
শূন্যস্থান পূরণ করো:
১। ____________দূষণের ফলে মিনামাটা রোগ হয়।
২। ধানের খোসা পচে নির্গত হয় _________গ্যাস।
৩। বর্জ্য কাগজ একটি _____________ ধরনের বর্জ্য।
অথবা, কাগজ থেকে আবার কাগজ তৈরির প্রক্রিয়াটি________-এর অন্তর্গত।
৪। তরল বর্জ্য ব্যবস্থাপনায় ____________পদ্ধতি সবচেয়ে বিজ্ঞানসম্মত।
৫। জীবের মৃতদেহ একপ্রকারের __________জৈব।
৬। বিষাক্ত বর্জ্য অতি অল্পমাত্রায় ধীরে ধীরে মানব দেহে সঞ্চিত হতে থাকলে তাকে ________ বলে।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৭। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় __________বর্জ্য।
৮। প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজনের প্রক্রিয়াকে _________ বলে ।
৯। গাছপালা ও পাতা পচনের ফলে উৎপন্ন হিউমাস ________ বর্জ্যের উল্লেখযোগ্য উৎস।
১০। কৃষিজাত বর্জ্য একপ্রকার ___________বর্জ্য।
১১। ‘3R’ কথার পুরো অর্থ হল Reduce, Recycle এবং ________________।
১২। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি ___________ সালে গৃহীত হয়েছে ।
১৩। আর্সেনিক দূষণে মানুষের __________ রোগ হয়।
১৪। যে-সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় __________ তাকে বলে।
নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:
১। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় ।
২। বর্জ্য পৃথকীকরণ না করেই তার ব্যবস্থাপনা করা বেশি বিজ্ঞানসম্মত।
৩। শহরাঞ্চলে ম্যানিওর পিট অধিক দেখা যায়।
৪। CFC একটি কৃষিজ বর্জ্য।
৫। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে।
৬। তরল বর্জ্য পদার্থ ভৌম জলদূষণ বৃদ্ধি করে।
৭। কঠিন বর্মা দৃশ্যদূষণ ঘাঁটায় না।
৮। স্রাজ (sludge) হল একপ্রকার তরল বর্জা।
৯। ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বর্জ্য দ্বারা নীচু জমি ভরাট করা হয়।
১০। বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য।
১১। পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১২। পুনর্নবীকরণের ফলে পুরোনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।
১৩। বর্জ্য হল মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। বর্জ্য ব্যবস্থাপনা কী ?
২। বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ?
৩। ইউট্রোফিকেশন বলতে কী বোঝো ?
৪। বর্জ্য ব্যবস্থাপনায় ‘3R’ কথাটির অর্থ কী ?
৫। ই-বর্জ্য বা e-waste বা বৈদ্যুতিন বর্জ্য বলতে কী বোঝো ?
৬। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে ?
৭। BOD কী ?
৮। লিচেট কী ?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৯। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে ?
১০। ম্যানিওর পিট কী ?
১১। গঙ্গা অ্যাকশন প্ল্যান কী ?
১২। গৃহস্থালির বর্জ্যের উৎসগুলি লেখো।
১৩। 4R’ বলতে কী বোঝো ?
১৪। জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে ?
১৫। পৌরসভার বর্জ্যের উৎসগুলি কী কী ?
১৬। বর্জ্যের পৃথকীকরণ কীভাবে করা হয় ?
১৭। বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো ?
১৮। জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে ?
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-৩)
১। দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো।
২। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী ?
৩। স্ক্রাবার কী ?
৪। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
৫। ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো।
৬। পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সম্বন্ধে লেখো।
৭। কম্পোস্টিং কী ? ব্যাখ্যা করো
৮। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো।
৯। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো ।
১০। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী ?
১১। তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ?
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১২। পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কীভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করে ?
১৩। ‘প্লাস্টিক ও পলিথিন আর নয়’- কারণসহ ব্যাখ্যা করো।
১৪। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো ।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১৫। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ?
১৬। বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় ?
১৭। বর্জ্য ব্যবস্থাপনায় 3R-এর ভূমিকা লেখো ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।