Environmental Science Mock Test in Bengali: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে পরিবেশ বিদ্যা MCQ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।পরিবেশ বিদ্যা MCQ কুইজ তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও।
ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায়-৫ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science Chapter 5 Mock test। তাই এই ‘পরিবেশ, তাঁর সম্পদ এবং তাদের সংরক্ষণ’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
পরিবেশ বিদ্যা MCQ মক টেস্ট |Environmental Science Mock Test in Bengali
Q1. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে ?
- অ্যালুমিনিয়াম
- আয়রণ
- ক্যালসিয়াম
- জিঙ্ক
ক্যালসিয়াম
Q2. ‘PAN’ হল একটি –
- জল দূষক
- শব্দ দূষক
- বায়ু দূষক
- মাটি দূষক
বায়ু দূষক
Q3. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
- রাইজোবিয়াম
- থায়োব্যাসিলাস
- অ্যাজোটোব্যাক্টর
- ক্লসট্রিডিয়াম
থায়োব্যাসিলাস
Q4. ‘ব্ল্যাক ফুট রোগ’ কোন দূষণের জন্য হয় ?
- লেড
- ফ্লুরাইড
- আর্সেনিক
- ক্যাডমিয়াম
আর্সেনিক
Q5. BHC আসলে হল –
- ওষুধ
- রাসায়নিক সার
- কীটনাশক
- বর্জ্যপদার্থ
কীটনাশক
পরিবেশ বিদ্যা MCQ মক টেস্ট |Environmental Science Mock Test in Bengali
Q6. পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন্ রাজ্যে অবস্থিত ?
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- বিহার
- পশ্চিমবঙ্গ
বিহার
Q7. মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?
- করবেট
- কাজীরাঙা
- ভরতপুর
- কানহা
কানহা
Q8. কোন্ বায়ুদূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে?
- কার্বন মনোক্সাইড
- ওজোন গ্যাস
- অ্যামোনিয়া
- ক্লোরিন গ্যাস
কার্বন মনোক্সাইড
Q9. ABS বা অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন্ ব্যবহার্যউপাদানে পাওয়া যায় ।
- খাবার সোডা
- ডিটারজেন্ট
- কীটনাশক
- অজৈব সার
ডিটারজেন্ট
Q10. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
- 3 জুন
- 16 জুন
- 5 জুন
- 1 ডিসেম্বর
5 জুন
Q11. কৃষিক্ষেত্রে ব্যবহৃত অজৈব সারটি হল—
- NPK
- গোবর
- কেঁচোসার
- অ্যালগাল ব্লুম
NPK
Q12. অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া নিম্নের কোন্ উৎসেচকটি ব্যবহার করে সরাসরি N2 শোষণ করে ?
- হাইড্রোজিনেজ
- নাইট্রোজিনেজ
- রাইবোজিনেজ
- লাইসোজাইম
নাইট্রোজিনেজ
Q13. সমুদ্রজলের তাপমাত্রা বৃদ্ধির ফলে কোরালের বর্ণ সাদা হওয়ার ঘটনাকে বলে –
- জুজ্যানথেলি
- হোয়াইট স্টোনিং
- স্টোনিং
- কোরাল ব্লিচিং
Q14. অ্যাসিড বৃষ্টি প্রধানত নিম্নের কিসের মিশ্রণ ?
- SO2 ও N2O
- CO2 ও জলীয় বাষ্প
- CO2ও N2O
- SO2ও NO2
SO2ও NO2
Q15. ব্লুবেবি সিনড্রোমের কারণ হল –
- পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি
- পানীয় জলে আর্সেনিকের অভাব
- বার্তাসে CO2 এর মাত্রা বৃদ্ধি
- খাদ্যে আয়োডিনের অভাব
পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি
Q16. বায়ুদূষণ প্রতিকার ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী বছরটি হল—
- 1975
- 1981
- 1985
- 1995
1981
Q17. ভারতে কটি বায়োডাইভার্সিটি ‘হটস্পট’ অঞ্চল আছে ?
- 2 টি
- 5 টি
- 7 টি
- 4 টি
4 টি
Q18. MAB এর পুরো নাম কী ?
- ম্যান অ্যান্ড বায়োলজিকাল প্রোগ্রাম
- ম্যান অ্যান্ড বায়োডাইভারসিটি প্রোগ্রাম
- ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম
- ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রাম
ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম
পরিবেশ বিদ্যা MCQ মক টেস্ট |Environmental Science Mock Test in Bengali
Q19. ’নক নি রোগ’ কেন হয় ?
- ফ্লুওরাইড দূষণের জন্য
- ক্যাডমিয়াম দূষণের জন্য
- আর্সেনিক দূষণের জন্য
- পারদ দূষণের জন্য
ফ্লুওরাইড দূষণের জন্য
Q20. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
- কর্ণাটক
- আসাম
- গুজরাট
- মধ্যপ্রদেশ
কর্ণাটক
Q21. জাতীয় উদ্যান নিম্নের কোন্ প্রকৃতির সংরক্ষণ ?
- Ex-situ
- In-situ
- Ex-situ এবং In-situ উভয় প্রকৃতির
- কোনোটিই নয়
In-situ
Q22. CFC নিম্নলিখিত কোন ঘটনার জন্য দায়ী ?
- বিশ্ব উষ্ণায়ন
- অম্লবৃষ্টি
- ওজনস্তরের বিশ্লিষ্টকরণ
- UV রশ্মির আগমন
ওজনস্তরের বিশ্লিষ্টকরণ
Q23. ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটিকে দায়ী করা হয়েছে তা হল –
- মিথাইল আইসোসায়ানাইড
- মিথাইল আইসোসায়ানেট
- ইথাইল আইসোসায়ানেট
- ইথাইল আইসোসায়ানাইড
মিথাইল আইসোসায়ানেট
Q24. লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে ?
- জলদূষণ
- বায়ুদূষণ
- মৃত্তিকা দূষণ
- কোনটিই নয়
বায়ুদূষণ
Q25. ফটোকেমিক্যাল স্মগ হল প্রধানত—
- O3 ,PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন
- হাইড্রোকার্বন, O3 ও SO2 মিশ্রন
- ধোঁয়া , PAN এবং SO2 মিশ্রন
- হাইড্রোকার্বন, CO2 ও SO2 মিশ্রন
O3 ,PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন
Q26. জলবাহিত রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –
- আর্সেনিকোসিস
- কলেরা
- টাইফয়েড
- সবগুলি সঠিক
সবগুলি সঠিক
Q27. COPD হল –
- শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা
- ব্ল্যাক লাং রোগের সৃষ্টি
- শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট
- কোনটিই নয়
শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট
Q28. অ্যালগাম ব্লুম হল-
- জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি
- জলাশয়ে জুপ্ল্যাঙ্কটনের দ্রুত বৃদ্ধি
- জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস
- জলজ প্রাণীর মৃত্যু
জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি
Q29. ডিসলেক্সিয়া রোগের মূল কারণ হল –
- ক্যাডমিয়াম
- সিসা
- আর্সেনিক
- পারদ
সিসা
Q30. মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে বলে –
- পপুলেশান ইকোলজি
- পপুলেশান বায়োলজি
- ডেমোগ্রাফি
- কোনটিই নয়
ডেমোগ্রাফি
Important Links
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।
FAQs
প্রশ্ন-১.পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর বা MCQ কুইজ কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ পরিবেশ বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর বা MCQ কুইজ যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সঙ্গে দশম শ্রেণীর পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন-২.পরিবেশ বিদ্যার মক টেস্টে কেন অংশগ্রহণ করা উচিত ?
উত্তরঃ পরিবেশ বিদ্যা সংক্রান্ত অসংখ্য MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার জন্য পরীক্ষার্থিদের এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।