Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.2|সময় ও কার্য কষে দেখি ১৭.২ সমাধান

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.2|সময় ও কার্য কষে দেখি ১৭.২ সমাধান|WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.2|গনিতপ্রভা ক্লাস ৮ সমাধান কষে দেখি ১৭.২

গনিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.2|সময় ও কার্য কষে দেখি ১৭.২ সমাধান|WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.2|গনিতপ্রভা ক্লাস ৮ সমাধান কষে দেখি ১৭.২

Ganit Prabha Class 8 Koshe Dekhi 17.2|সময় ও কার্য কষে দেখি ১৭.২ সমাধান|WBBSE Class 8 Math Solution Of Chapter 17 Exercise 17.2|গনিতপ্রভা ক্লাস ৮ সমাধান কষে দেখি ১৭.২

গনিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গনিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

WBBSE OFFICIAL SITE

সকল প্রশ্নগুলি একত্রেঃ

1.প্রিয়া ও দেবু  প্রত্যেকে একই কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে ।তারা যদি  একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করতে হবে হিসাব করে দেখি ।

2. আমি , আমার দাদা ও আমার দিদি তিনজনে  মিলে বাড়ির জানালা রঙ করব ।আমার দাদা ,দিদি ও আমি  আলাদা ভাবে  এই কাজটি  যথাক্রমে 12 ,4 ও 6 দিনে করতে পারি ।আমরা তিনজনে যদি একসাথে  কাজটি করি   তবে  কতদিনে কাজটি শেষ করতে পারব হিসাব করে লিখি ।

3. কোনো একটি কাজ অবনী  ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে ।তারা একসাথে   কাজ শুরু করার   10 দিন পর  দুজনেই   চলে  গেল  ।সুখেন   এসে  বাকি কাজটি 3 দিনে শেষ করল   ।  যদি সুখেন পুরো কাজটি একা করত  তবে  কতদিনে  কাজটি  শেষ করতে পারত হিসাব করে  লিখি ।

4. পৌরসভার  একটি জলের ট্যাঙ্ক  থেকে জল  নেওয়ার দুটি নল আছে ।নলদুটি আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় ।দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে  কতক্ষনে  জলপূর্ন ট্যাঙ্কটি খালি  হবে হিসাব করে লিখি ।

5. আমাদের চৌবাচ্চায় 3 টি নল আছে । ওই তিনটি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18 ,21 ও 24 ঘণ্টায় চৌবাচ্চা  পূর্ণ করা যায় ।

(a) একমাত্র  তিনটি নল খোলা থাকলে  কতক্ষনে চৌবাচ্চাটি পূর্ণ হবে হিসাব করে লিখি ।

(b)   যদি প্রথম দুটি নল খোলা থাকত  তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগত  হিসাব করে লিখি ।

(c ) যদি শেষের  দুটি নল খোলা থাকত  তাহলে চৌবাচ্চাটি  পূর্ণ করতে কত সময় লাগত  হিসাব করে লিখি ।

6. পৌরসভার  জল সরবরাহের  নলটি দিয়ে   রেহানাদের   বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায় ।ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4   ঘণ্টায় ওই  চৌবাচ্চার সমস্ত জল  দিয়ে কাজ করতে পারে ।কোনো   একদিন  যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা  থাকে তাহলে ওই জল দিয়ে   কতক্ষন  ওরা  বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি ।

7. কোনো একটি কাজ   রমা ও   রোহিত 20 দিনে , রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে ।হিসাব করে লিখি তিনজনে  একত্রে কতদিনে কাজটি শেষ করবে ।রমা , রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করতে পারবে হিসাব করে লিখি ।

8. অলোক , কালাম  ও জোসেফ  প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 ,12 ও 15 দিনে  করতে পারে ।তারা একসাথে কাজটি শুরু করল । 3 দিন পরে কালামকে চলে যেতে হলো ।বাকি কাজটি   অলোক  ও জোসেফ   কতদিনে   শেষ করতে  পারবে  সমানুপাত তৈরি  করে হিসাব করি ।

9. একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও15 দিনে  করতে পারে ।প্রথমে মেরি  একা 4 দিন ও  পরে ডেভিড একা 5 দিনে কাজ করে  চলে   গেল ।মারিয়া এসে  একা বাকি কাজটি 4 দিনে শেষ করল ।যদি মেরি , ডেভিড  ও  মারিয়া একসাথে  কাজটি করত তবে কতদিনে কাজটি শেষ করত হিসাব করে লিখি ।

10. একটি পৌরসভা ও পানীয় জল সংরক্ষনের  জন্য একটি  জলাধারের নির্মান করে  তাতে পাম্প যুক্ত করেছে ।পাম্পগুলি আলাদা আলাদা ভাবে যথাক্রমে 16 ,20 ও 30 ঘণ্টায় খালি  জলাধারটি  পূর্ণ করতে পারে ।আজ সকাল 7 টায়  তিনটি পাম্প  যখন  একসঙ্গে চালু করা হলো ,তখন জলাধারটির 1/3 অংশ জলপূর্ণ ছিল । 1 ঘণ্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং তারও 2 ঘণ্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে গেল । (a ) হিসাব করে দেখি জলাধারটি কখন জলপূর্ণ   হয়েছিল । (b) হিসাব করে দেখি  দ্বিতীয় পাম্পটি  জলাধারের কত অংশ পূর্ণ করেছিল । (c ) তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় , তখন জলাধারটির  কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি ।

11. আমার  বন্ধু রীণা   বাগানের  কাজ একা  করতে পারে ।আমি ওই  কাজ একা ______  ঘণ্টায় করতে পারি ।কিন্তু  দুজনে  একসাথে  বাগানের ওই  কাজ করলে  কত সময় লাগবে হিসাব করে লিখি । (ফাঁকা ঘরে  নিজে সংখ্যা বসাই )

ধন্যবাদ ।এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে , আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।

Leave a Comment

error: Content is protected !!