General Science Mock Test in bengali Set-1 For Competitive Exam|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set|General Science Quiz in Bengali|সাধারণ বিজ্ঞান কুইজ : এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।
General Science Mock Test in bengali Set-1|জেনারেল সাইন্স মক টেস্ট|50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set
Q1. ডেঙ্গু রোগের বাহকের নাম কী ?
- Anopheles culcifaciers
- Culex fatigans
- Aedes aegypte
- Mansonia uniformis
Aedes aegypte
Q2. সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট কোন লবণরূপে অবস্থান করে
- টেলি
- হ্যালাইড
- স্ফ্যালেরাইট
- সীলভাইট
হ্যালাইড
Q3. বেকিং সোডার রাসায়নিক নাম কী ?
- সোডিয়াম হাইড্রক্সাইড
- সোডিয়াম কার্বনেট
- সোডিয়াম বাই কার্বনেট
- সোডিয়াম অ্যাসিটেট
সোডিয়াম বাই কার্বনেট
Q4. সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিকেরা কোন রোগে আক্রান্ত হন ?
- লিউকোমিয়া
- অস্থিমজ্জার রোগ
- অ্যাসবেস্টোসিস
- সাইটোসিলিকোসিস
সাইটোসিলিকোসিস
Q5. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল-
- তির্যক
- অনুদৈর্ঘ্য
- তড়িৎচুম্বকীয়
- সমবর্তন
অনুদৈর্ঘ্য
General Science Mock Test in bengali Set-1 For Competitive Exam|জেনারেল সাইন্স মক টেস্ট
Q6. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যাতিক্রম ?
- মিটার
- ফার্লং
- একর
- মাইল
একর
Q7. কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক ?
- আলফা রশ্মি
- বিটা রশ্মি
- গামা রশ্মি
- ডেল্টা রশ্মি
গামা রশ্মি
Q8. LCD-এর পুরো নাম –
- লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
- লো কারেন্ট ডিসপ্লে
- লাইট সার্কিট ডিসপ্লে
- উপরের কোনোটিই নয়
লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
Q9. সবচেয়ে নমনীয় ধাতু হল-
- প্লাটিনাম
- রুপো
- লোহা
- সোনা
সোনা
Q10. সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হল-
- সমান্তরাল সজ্জা
- শ্রেণি সজ্জা
- শ্রেণি ও সমান্তরাল সজ্জা
- কোনোটিই নয়
সমান্তরাল সজ্জা
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q11. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল-
- প্রতিসরণ
- প্রতিফলন
- আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
- বিক্ষেপণ
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
Q12. H+ -এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা –
- 0
- 1
- 2
- 3
0
Q13. লবঙ্গ আরোহণ করা হয় যে অংশ থেকে সেটি হল-
- মূল
- কান্ড
- পাতা
- ফুলের মুকুল
ফুলের মুকুল
Q14. নীচে উল্লিখিত কোনটি প্রকৃত ফল নয় ?
- খেজুর
- কুল
- আপেল
- আঙুর
আপেল
Q15. নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়?
- পেলেগ্রা
- রিকেট
- কোয়াশিয়রকর
- রেটিনোব্লাস্টমা
কোয়াশিয়রকর
Q16. প্রাণীদের দীর্ঘতম কোশটি হল-
- স্নায়ু কোশ
- পেশি কোশ
- যকৃৎ কোশ
- রক্ত কোশ
স্নায়ু কোশ
Q17. বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় –
- অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে
- ট্যাকোমিটার যন্ত্রের সাহায্যে
- ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে
- সিসমোমিটার যন্ত্রের সাহায্যে
অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে
Q18. চাপের S.I একক হল-
- জুল
- ডাইন
- নিউটন মিটার
- পাস্কাল
পাস্কাল
Q19. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V , J , L অথবা I আকৃতির হয় ?
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
অ্যানাফেজ
Q20. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের ?
- পাতার জালিকা শিরা
- প্রধান মূল তন্ত্র
- ট্রাইমেরাস পুস্প
- চিরজীবী
ট্রাইমেরাস পুস্প
Q21. সৌরচুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?
- বোলোমিটার
- পাইরোমিটার
- গ্রিনহাউস
- গ্যালভানোমিটার
গ্রিনহাউস
Q22.’হাইড্রোলিক প্রেস’- যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত –
- আর্কিমিডিসের সূত্র
- পাস্কালের সূত্র
- রেনল্ডের সূত্র
- বার্নৌলির সূত্র
পাস্কালের সূত্র
Q23. LED -এর অর্থ হল-
- আলো নিঃসরণকারী যন্ত্র
- আলো নিঃসরণকারী ডায়োড
- আলোয় মোড়া যন্ত্র
- আলো নিঃসরণকারী ডট
আলো নিঃসরণকারী ডায়োড
Q24. Mg2+ -এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল-
- Ca2+
- Na1+
- Zn2+
- Cu+
Na1+
Q25. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?
- NAA
- IAA
- 2,4-D
- IBA
IAA
Q26. গ্রাব কিসের লার্ভা ?
- পতঙ্গ
- ক্রাসটেসিয়া
- বীটল (Beetle)
- স্পঞ্জ
বীটল (Beetle)
Q27. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হল-
- HNO3
- HCl
- HF
- HBr
HF
Q28. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় ?
- +40°
- +20°
- -20°
- -40°
-40°
Q29. LPG -এর মুখ্য উপাদান –
- মিথেন
- ইথেন
- বিউটেন
- প্রোপেন
বিউটেন
Q30. ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন –
- জি . জে. মেন্ডেল
- চার্লস ডারউইন
- টি এইচ মরগ্যান
- উপরোক্ত কোনোটিই নয়
চার্লস ডারউইন
Q31. একই মৌলের সমস্ত আইসোটপে দেখা যায় –
- পারমাণবিক সংখ্যা ও আণবিক ভর ভিন্ন
- ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা
- একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা
- একই পারমাণবিক সংখ্যা এবং একই ভর সংখ্যা
একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা
Q32. নাইট্রিক অ্যাসিড নীচের কোনটির সাথে বিক্রিয়া করে না ?
- সোনা
- কপার
- জিংক
- লোহা
সোনা
Q33. নীচের কোন উপাদানটি ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয় ?
- টাংস্টেন
- নাইক্রোম
- ব্রাস
- স্টীল
নাইক্রোম
Q34. পেলেগ্রা ও স্কার্ভি নীচের কোন জোড়া ভিটামিনের অভাবে হয় ?
- ভিটামিন C ও ভিটামিন D
- ভিটামিন B3 ও ভিটামিন C
- ভিটামিন D ও ভিটামিন A
- ভিটামিন A এবং ভিটামিন B12
ভিটামিন B3 ও ভিটামিন C
Q35. ‘Origin of Species’ গ্রন্থের রচয়িতা –
- ওয়াটসন
- মেন্ডেল
- চার্লস ডারউইন
- হাচিনসন
চার্লস ডারউইন
Q36. তামাক গাছে নীচের কোনটি পাওয়া যায় ?
- নিকোটিন
- হিরোইন
- মেরিজুয়ানা
- কোকেইন
নিকোটিন
Q37. কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ?
- ইনসুলিন
- গ্লুকাগন
- প্রজেস্টেরন
- টেস্টোস্টেরন
ইনসুলিন
Q38. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ –
- ফস্ফোভিনাইল ক্লোরাইড
- পলিভিনাইল কার্বোনেট
- পলিভিনাইল ক্লোরাইড
- ফস্ফোভ্যানাডিয়াম ক্লোরাইড
পলিভিনাইল ক্লোরাইড
Q39. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
- নাইট্রোজেন
- কার্বন ডাই অক্সাইড
- হাইড্রোজেন
- নিয়ন
হাইড্রোজেন
Q40. বল ও সকেট জয়েন্টের একটি উদাহরণ হল-
- হাঁটুর জয়েন্ট
- পেলভিক জয়েন্ট
- কনুইয়ের জয়েন্ট
- গোড়ালীর জয়েন্ট
পেলভিক জয়েন্ট
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q41. ফটোভোলটায়িক কোশ কোনটির সাথে সম্পর্কিত ?
- সৌরশক্তি
- নিউক্লিয়ার শক্তি
- বায়ুশক্তি
- ভূগর্ভসস্থ শক্তি
সৌরশক্তি
Q42. ক্যালসিয়াম কার্বাইড কোন উপাদান প্রস্তুত করার জন্য ইহাকে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত করা হয় ?
- অ্যাসিটিলিন
- মিথিলিন
- ফ্লোরিজেন
- অক্সিন
অ্যাসিটিলিন
Q43. আলু হল –
- মূল
- কান্ড
- কুঁড়ি
- ফল
কান্ড
Q44. প্রডিউসার গ্যাসে কোন উপাদান থাকার জন্য এটি অত্যাধিক ক্ষতিকারক ?
- নাইট্রোজেন
- কার্বন মনোঅক্সাইড
- হাইড্রোজেন সালফাইড
- সালফার ডাই অক্সাইড
কার্বন মনোঅক্সাইড
Q45. নিউট্রনের আবিস্কর্তা হলেন –
- জে. স্যাডউইক
- জে . জে . থমসন
- রাদারফোর্ড
- নীলস বোর
জে. স্যাডউইক
Q46. একটি তামার তারের রোধ 2 ওহম ; এর দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয়কেই অর্ধেক করা হলে এর রোধ হবে –
- 2 ওহম
- 1 ওহম
- 8 ওহম
- 4 ওহম
4 ওহম
Q47. MRI -এর পুরো কথা কী ?
- মেটাল রেজনেন্স ইমেজিং
- ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং
- ম্যাগনেটিক রিপালসান ইমেজিং
- মেটাল রিফ্লেকশন ইমেজিং
ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং
Q48. ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত হয় –
- গ্লাইসেরল
- গ্লাইসেরল ট্রাই অ্যাসিটেট
- গ্লাইসেরল ট্রাই নাইট্রেট
- গ্লাইসেরল ট্রাই আয়োডেট
গ্লাইসেরল ট্রাই নাইট্রেট
Q49. অম্লরাজ হল একটি মিশ্রন যাতে আছে –
- একভাগ HNO3 ও তিনভাগ HCl
- তিনভাগ HNO3 ও একভাগ HCl
- একভাগ H2SO4 ও তিনভাগ HCl
- তিনভাগ H2SO4 ও একভাগ HCl
একভাগ HNO3 ও তিনভাগ HCl
Q50. ভিটামিন K রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে –
- থ্রম্বোপ্লাসটিন
- ফাইব্রিনোজেন
- প্রোথ্রমবিন
- উপরের সবগুলি
প্রোথ্রমবিন
This is useful