[ বিদেশনীতি ]দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 3 Mock Test|উচ্চমাধ্যমিক ক্লাস ১২ রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি তৃতীয় অধ্যায়ের (Chapter-3) MCQ প্রশ্ন উত্তরঃ আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘বিদেশনীতি’ বা ‘পররাষ্ট্রনীতি‘ অধ্যায়ের বাছাই করা ৫০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি টপিকের এই কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
[বিদেশনীতি]দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 3 Mock Test
1. ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতির ধারণা ব্যাখ্যা করেন –
- শ্লেইচার
- হার্টম্যান
- ক্লাব
- হলটি
শ্লেইচার
2. সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হল পররাষ্ট্রনীতি – বলেছেন –
- এফ এইচ হার্টম্যান
- জোসেফ ফ্র্যাঙ্কেল
- কে জে হলটি
- সি ভি ক্লাব
এফ এইচ হার্টম্যান
3. ‘পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যেসব কার্যকলাপ সম্পাদন করেছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে, তার সমষ্টিকে বোঝায়। – এ কথা বলেছেন –
- চার্লস বার্টন
- শ্লেইচার
- জোসেফ ফ্র্যাঙ্কেল
- হার্টম্যান
চার্লস বার্টন
4. জাতীয় স্বার্থ হল বিদেশ নীতির মূল ধারণা বলেছেন –
- বাকরি
- গ্রিন
- ফ্র্যাঙ্কেল
- মরগেনথাউ
ফ্র্যাঙ্কেল
5. “আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয়সাধন করাই হল পররাষ্ট্রনীতি – বলেছেন-
- চার্চিল
- উইলসন
- হ্যারল্ড নিকলসন
- লিংকন
হ্যারল্ড নিকলসন
6. হলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন। –
- তিন ভাগে
- দুই ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
তিন ভাগে
7. বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল-
- ক্ষমতা প্রদর্শন
- জাতীয় স্বার্থরক্ষা
- অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ
- ভীতি প্রদর্শন
জাতীয় স্বার্থরক্ষা
8. ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল –
- ব্যবসার প্রসার
- অন্য রাষ্ট্রকে অধীনে আনা
- পঞ্চশীল নীতির অনুসরণ
- এদের কোনোটিই নয়
পঞ্চশীল নীতির অনুসরণ
9. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল-
- শিক্ষার প্রসার
- অন্য রাষ্ট্রকে অধীনে আনা
- পঞ্চশীল নীতির অনুসরণ
- কোনোটিই নয়
পঞ্চশীল নীতির অনুসরণ
10. পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল –
- ভৌগোলিক অবস্থান
- বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি
- বিশ্বজনমত
- প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়া
ভৌগোলিক অবস্থান
11. পররাষ্ট্রনীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল –
- রাষ্ট্রনীতি
- মতাদর্শ
- জাতীয় স্বার্থ
- জাতীয় ঐতিহ্য
জাতীয় স্বার্থ
12. ‘Foreign Policy of India’ গ্রন্থটির লেখক হলেন-
- মাইকেল ব্রেচার
- জোসেফ ফ্র্যাঙ্কেল
- এম এস রাজন
- এ আপ্পাডোরাই
মাইকেল ব্রেচার
13. ‘India’s Foreign Policy and Relations’ গ্রন্থটির লেখক –
- এ আপ্পাডোরাই
- প্যাডেলফোর্ড
- এম এস রাজন
- এ আপ্পাডোরাই ও এম এস রাজন
এ আপ্পাডোরাই ও এম এস রাজন
13. ‘The Making of India’s Foreign Policy’ গ্রন্থটির লেখক হলেন –
- হার্টম্যান
- জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়
- এম এস নর্থেজ
- প্যাডেলফোর্ড
জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়
14. ‘The Relation of Nations’ পুস্তকটির রচয়িতা হলেন-
- জোসেফ ফ্র্যাঙ্কেল
- পামার ও পারকিনস্
- হার্টম্যান
- ই এইচ কার
হার্টম্যান
15. ‘The Making of Foreign Policy’ গ্রন্থটির লেখক হলেন-
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মরগেনথাউ
- জোসেফ ফ্র্যাঙ্কেল
- ইভান লুয়ার্ড
জোসেফ ফ্র্যাঙ্কেল
16. ‘আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক’-
- নেহরু
- ইন্দিরা গান্ধি
- লালবাহাদুর শাস্ত্রী
- মোরারজি দেশাই
নেহরু
17. 1991 সালে ভারতে –এর প্রধানমন্ত্রিত্বকালীন বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে-
- ইন্দিরা গান্ধি
- লালবাহাদুর শাস্ত্রী
- নরসিমহা রাও
- মনমোহন সিং
নরসিমহা রাও
18. ভারত-পাক সিমলা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? –
- 1965 সালে
- 1972 সালে
- 1975 সালে
- 1978 সালে
1972 সালে
19. ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লাহোর ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছিল –
- 1999 সালে
- 1998 সালে
- 1995 সালে
- 1997 সালে
1999 সালে
20. 1974 খ্রিস্টাব্দে ভারতের ________পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে। –
- রাজস্থানে
- গোয়ায়
- পোখরানে
- কন্যাকুমারীতে
পোখরানে
21. ভারত-চিন সীমানা বিরোধ হয় –
- 1962 সালে
- 1967 সালে
- 1960 সালে
- 2017 সালে
1962 সালে
22. 123 চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –
- 2005 সালে
- 2007 সালে
- 2009 সালে
- 2011 সালে
2007 সালে
23. কত খ্রিস্টাব্দে CTBT চুক্তি স্বাক্ষরিত হয়?
- 1988 সালে
- 1992 সালে
- 1996 সালে
- 2001 সালে
1996 সালে
24. বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় –
- 1995 সালে
- 1998 সালে
- 1993 সালে
- 1992 সালে
1995 সালে
25. ‘লিচপিন’-এর অর্থ –
- শত্রু
- মিত্র
- প্রেরণাদাতা
- অপরিহার্য অঙ্গ
অপরিহার্য অঙ্গ
26. “ভারত হল মার্কিন কৌশলের লিচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ ” – উক্তিটি করেছেন। –
- রেগান
- বুশ
- ওবামা
- ম্যাকনামারা
ওবামা
[বিদেশনীতি]দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 3 Mock Test
27. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হল—
- SAFTA
- NATO
- SAARC
- ASEAN
SAARC
28. ‘অসম বিকাশ ও নারী পুরুষের বৈষম্য হ্রাসের’ওপর গুরুত্ব দেওয়া হয় –
- দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে
- ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে
- চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে
- সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে
সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে
29. _________সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয়। –
- ঢাকা
- কলম্বো
- কাঠমাণ্ডু
- নতুন দিল্লি
ঢাকা
30. সার্ক প্রতিষ্ঠিত হয় –
- 1985 সালে
- 1945 সালে
- 1990 সালে
- 2015 সালে
1985 সালে
31. সার্কের প্রথম সভাপতি ছিলেন –
- রাজীব গান্ধি
- এইচ এম এরশাদ
- জে আর জয়বর্ধনে
- জিয়াউল হক
এইচ এম এরশাদ
32. SAARC (সার্ক) গঠনের সময় এর সদস্যসংখ্যা ছিল –
- 7
- 8
- 9
- 10
7
33. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দিল্লিতে
- ইসলামাবাদে
- ঢাকায়
- কলম্বোতে
ঢাকায়
34. সার্কের সনদে উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে –
- 1 নং ধারায়
- 2 নং ধারায়
- 4 নং ধারায়
- 6 নং ধারায়
1 নং ধারায়
35. সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন –
- মনমোহন সিং
- অটলবিহারী বাজপেয়ী
- দেবেগৌড়া
- রাজীব গান্ধি
রাজীব গান্ধি
36. SAARC-এর নবীনতম সদস্যরাষ্ট্র হল-
- ভারত
- নেপাল
- কিউবা
- আফগানিস্তান
আফগানিস্তান
37. বর্তমানে সার্কের সদস্যরাষ্ট্রের সংখ্যা হল-
- 7টি
- ৪টি
- 9টি
- 10টি
৪টি
38. দশম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় –
- কলম্বোতে
- ঢাকায়
- দিল্লিতে
- থিম্পুতে
কলম্বোতে
39. অদ্যাবধি সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- 18টি
- 15টি
- 14টি
- 19টি
19টি
40. সার্কের প্রতিষ্ঠাকে ‘ভারতের চাণক্য পরিকল্পনা’ বলে অভিহিত করেছে।
- চিন
- বাংলাদেশ
- পাকিস্তান
- নেপাল
পাকিস্তান
41. কোন্ সালকে ‘কন্যাবর্ষ’ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয় ।
- 1991 সালকে
- 1994 সালকে
- 1990 সালকে
- 1995 সালকে
1990 সালকে
42. যে দুই দেশের মধ্যে পি ভি নরসিমহা রাও-এর সময় ‘মহাকালি চুক্তি’ সম্পাদিত হয়, তা হল-
- ভারত ও বাংলাদেশ
- ভারত ও শ্রীলঙ্কা
- ভারত ও নেপাল
- ভারত ও পাকিস্তান
ভারত ও নেপাল
43. দক্ষিন এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক –এর সনদ স্বাক্ষরিত হয়েছিল –
- ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
- ১৯৮১ সালের ৮ ডিসেম্বর
- ২০০৭ সালের ৮ ডিসেম্বর
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
44. সার্কের সর্বোচ্চ সংস্থা হল –
- স্থায়ী সমিতি
- শিশুকল্যান সমিতি
- মন্ত্রীসভা
- মহিলা সমিতি
মন্ত্রীসভা
45. ভারতের ‘No First Strike’ এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী ?
- অটলবিহারী বাজপেয়ী
- রাজীব গান্ধি
- মনমোহন সিং
- নরেন্দ্র মোদী
অটলবিহারী বাজপেয়ী
Q46. __________ ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ ।
- গণতন্ত্র
- পঞ্চশীল
- অর্থনীতি
- শান্তিচুক্তি স্বাক্ষর
পঞ্চশীল
47. পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি হয় –
- ১৯৬৮ সালে
- ১৯৭০ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৬৭ সালে
১৯৬৮ সালে
48. কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি করেছিল _________ সালে ।
- ১৯৬৫
- ১৯৭১
- ১৯৭২
- ১৯৭৫
১৯৭২
49. ‘একটি সবুজ ও একটি সুখী দক্ষিন এশিয়া’ গঠনের প্রস্তাব গৃহীত হয় –
- ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে
- পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে
- চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে
- ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে
ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে
50. দারিদ্র দূরীকরণের জন্য একটি দক্ষিণ এশীয় কমিশন গঠনের প্রস্তাব গৃহীত হয় –
- ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলনে
- সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনে
- অষ্টম সার্ক শীর্ষ সম্মেলনে
- নবম সার্ক শীর্ষ সম্মেলনে
ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলনে