Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর ): আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test Set-3। তাই এই মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)
Q1. গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে –
- আমাজন
- সাংপো
- কলোরাডো
- মিসিসিপি-মিসৌরি
কলোরাডো
Q2. তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম –
- ভাবর
- ঊষর
- খাদার
- ভাঙ্গার
ভাবর
Q3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
- দোদাবেতা
- আর্মাকোণ্ডা
- আনাইমুদি
- পরেশনাথ
আনাইমুদি
Q4. গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত –
- কৃষ্ণা
- গোদাবরী
- সরাবতী
- নর্মদা
সরাবতী
Q5. বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল –
- কালিভেলি
- সল্টলেক
- প্যাংগং
- ঊলার
প্যাংগং
Q6. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত –
- হিমালায়
- পিরপাঞ্জাল
- কারাকোরাম
- কাঞ্চনজঙ্ঘা
কারাকোরাম
Q7. হীরাকুঁদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত –
- ওড়িশা
- বিহার
- ছত্তিশগড়
- ঝাড়খণ্ড
ওড়িশা
Q8. নদীর জলপ্রবাহ পরিমাপের একক হল –
- কিউসেক
- নট্
- মিলিবার
- কিলোমিটার
কিউসেক
Q9. পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল –
- ঘোড়ামারা
- সাগরদ্বীপ
- সন্দেশখালি
- নয়াচর
ঘোড়ামারা
Q10. ফ্রান্সে লোয়েস সমভূমিকে বলে –
- লিমন
- লস
- অ্যাডোব
- হোয়াংহো
লিমন
Q11. গ্রাবরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে –
- টিল
- ড্রামলিন
- এসকার
- বোল্ডার
এসকার
Q12. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রাপ্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে –
- পলল ব্যাজনী
- কেম
- কেটল
- ড্রামলিন
কেম
Q13. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার –
- 4.6 °C
- 10 °C
- 6.4 °C
- 3.9 °C
6.4 °C
Q14. পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে –
- সিজিগি
- পেরিজি
- অ্যাপোজি
- অপসূর
অ্যাপোজি
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩
Q15. পৃথিবী যখন চন্দ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে –
- সংযোগ
- পেরিজি
- প্রতিযোগ
- অ্যাপোজি
প্রতিযোগ
Q16. পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে-
- তাল
- ধান্দ
- কয়াল
- পুকুর
কয়াল
Q17. হিমালয়ের একটি উষ্ণপ্রস্রবণ মনিকরণ অবস্থিত –
- উত্তরাখন্ডে
- সিকিমে
- হিমাচল প্রদেশে
- কাশ্মীরে
হিমাচল প্রদেশে
Q18. মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে –
- বারখান
- লোয়েস
- থেরিস
- পেনিপ্লেন
থেরিস
Q19. যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে মালাবার উপকূলকে যুক্ত করেছে –
- থলঘাট
- পালঘাট
- ভোরঘাট
- জোজিলা
পালঘাট
Q20. ডিহং , ডিবং এবং লোহিতের মিলিত প্রবাহের নাম –
- ব্রমহপুত্র
- যমুনা
- সাংপো
- ধানসিরি
ব্রমহপুত্র
Q21. তিলাইয়া বাঁধটি যে প্রকল্পের অন্তর্গত তা হল –
- কোশী পরিকল্পনা
- গন্ডক পরিকল্পনা
- দামোদর পরিকল্পনা
- তুঙ্গভদ্রা পরিকল্পনা
দামোদর পরিকল্পনা
Q22. পুস্কর হ্রদ অবস্থিত –
- উত্তরপ্রদেশে
- রাজস্থানে
- মধ্যপ্রদেশে
- মহারাষ্ট্রে
রাজস্থানে
Q23. ভারতের একটি ব্রিষ্টিচ্ছায়া অঞ্চল –
- ছটোনাগপুর মালভূমি
- পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক
- শিলং মালভূমি
- তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূল
শিলং মালভূমি
Q24. উত্তরপ্রদেশে ডিজেল রেল ইঞ্জিন নির্মানের কারখানা আছে –
- কানপুরে
- এলাহাবাদে
- বারাণসীতে
- লখনউতে
বারাণসীতে
Q25. জার্মানির ক্রুপস ও ডেমাগ কোম্পানীর সহায়তায় ভারতের যে লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে তা হল-
- সালেম
- ভদ্রাবতী
- রৌরকেল্লা
- বিশাখাপত্তনম
রৌরকেল্লা
Q26. ভারতের কোয়াম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র । প্রদত্ত কোন কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার পক্ষে সহায়ক নয়?
- কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা
- সুলভ বিদ্যুৎ
- অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
- বস্ত্রের বিপুল চাহিদা
অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
Q27. ভারতে শুস্ক পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ হল-
- শাল
- ক্যাকটাস
- জুনিপার
- ফার্ণ
শাল
Q28. প্রশান্ত মহাসাগরের চিলি –পেরু উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তাকে বলে –
- এল নিনো
- লা নিনা
- লা নাদা
- ENSO
লা নিনা
Q29. ভারতের নায়েগ্রা নামে পরিচিত –
- মারবেল
- চিত্রকূট
- শিবসমুদ্রম
- দশম জলপ্রপাত
চিত্রকূট
Q30. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল-
- ফিয়র্ড
- বার্গস্রুন্ড
- করি
- এরিটি
বার্গস্রুন্ড
Q31. নিরক্ষীয় স্রোত প্রভাবিত হয় যে বায়ু দ্বারা তা হল-
- আয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
- মৌসুমি বায়ু
আয়ন বায়ু
Q32. ভরা কোটাল যে তিথিতে হয় , তা হল-
- অষ্টমী
- দশমী
- পঞ্চমী
- পূর্ণিমা
পূর্ণিমা
Q33. ইন্দিরাগান্ধি ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয় –
- রাজস্থানে
- বিহারে
- উত্তরপ্রদেশে
- মধ্যপ্রদেশে
রাজস্থানে
Q34. ভারতের প্রথম ‘Smart City’ হিসাবে মননীত হয়েছে –
- দিল্লি
- পুদুচেরি
- হায়দ্রাবাদ
- কলকাতা
দিল্লি
Q35. অশ্ব অক্ষাংশ অবস্থিত –
- নিরক্ষীয় চাপ বলয়ে
- উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে
- মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে
- মেরু উচ্চচাপ বলয়ে
উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে
Q36. প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয় ?
- জলবিদ্যুৎ উৎপাদন
- সেচ
- জলদূষণ নিয়ন্ত্রণ
- বন্যা নিয়ন্ত্রণ
জলদূষণ নিয়ন্ত্রণ
Q37. 15′ × 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল-
- 1:2,50,000
- 1:1,00,000
- 1:50,000
- 1:25,000
1:50,000
Q38. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল-
- নারকোন্ডাম
- মাউন্ট হ্যারিয়ট
- স্যাডল পিক
- নামচাবারোয়া
স্যাডল পিক
Q39. ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
- মহারাষ্ট্র
- উত্তরপ্রদেশ
- বিহার
- পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র
Q40. জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় –
- মন্থকূপ
- ফিয়র্ড
- প্রপাতকূপ
- পলল ব্যজনী
প্রপাতকূপ