
WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 ভূগোলের ভারতের সম্পদ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভূগোলের সপ্তম অধ্যায়ের -এর বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% । MCQ প্রশ্ন উত্তর– গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভূগোল সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test ।তাই নবম শ্রেণি ভূগোল মক টেস্ট – ভারতের সম্পদ ,Class IX পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভারতের সম্পদ|WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test
Q1. ভারতের বিখ্যাত আকরিক লোহা উত্তোলন কেন্দ্রটি হল –
- বোনাই
 - ঝরিয়া
 - জামসেদপুর
 - কোলাঘাট
 
বোনাই
Q2. সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহা হল –
- ম্যাগনেটাইট
 - হেমাটাইট
 - লিমোনাইট
 - সিডেরাইট
 
ম্যাগনেটাইট
Q3. বাদামপাহাড় আকরিক লোহা খনিটি যে রাজ্যে অবস্থিত সেটি হল –
- গোয়া
 - কর্ণাটক
 - ওড়িশা
 - ঝাড়খন্ড
 
ওড়িশা
Q4. আকরিক লোহা পাওয়া যায় কর্ণাটকের –
- সিরিগাঁওয়ে
 - বাদামপাহাড়ে
 - বুদাবুরুতে
 - বাবাবুদানে
 
বাবাবুদানে
Q5. নিম্নমানের কয়লা হল –
- অ্যানথ্রাসাইট
 - লিমোনাইট
 - লিগনাইট
 - বিটুমিনাস
 
লিগনাইট
Q6. ভারতে সবচেয়ে উন্নতমানের কয়লা পাওয়া যায় –
- মহানদী উপত্যকায়
 - গোদাবরী উপত্যকায়
 - দামোদর উপত্যকায়
 - সোন নদীর উপত্যকায়
 
দামোদর উপত্যকায়
Q7. কোক কয়লা প্রস্তুত করা হয় –
- বিটুমিনাস থেকে
 - লিগনাইট থেকে
 - অ্যানথ্রাসাইট থেকে
 - পিট থেকে
 
বিটুমিনাস থেকে
Q8. সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হল –
- বিটুমিনাস
 - লিগনাইট
 - পিট
 - অ্যানথ্রাসাইট
 
অ্যানথ্রাসাইট
Q9. অসমের একটি গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল-
- নুনমাটি
 - নাহারকাটিয়া
 - ট্রম্বে
 - লুনেজ
 
নাহারকাটিয়া
Q10. ONGC স্থাপিত হয় –
- 1953 সালে
 - 1956 সালে
 - 1965 সালে
 - 1976 সালে
 
1956 সালে
Q11. ভারতের প্রাচীনতম তেলের খনি হল –
- ডিগবয়
 - বম্বে হাই
 - আংকলেশ্বর
 - ট্রম্বে
 
ডিগবয়
Q12. ONGC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- কলকাতায়
 - চেন্নাইয়ে
 - দেরাদুনে
 - চন্ডীগড়ে
 
দেরাদুনে
Q13. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হল –
- কয়ালি
 - জামনগর
 - হলদিয়া
 - থানে
 
জামনগর
Q14. দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হল –
- মেত্তুর
 - পেরিয়ার
 - নেয়াভেলি
 - সাওতালডিহি
 
নেয়াভেলি
Q15. রাজস্থানের একটি পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল-
- রাওয়াতভাটা
 - তারাপুর
 - কোটা
 - রুদ্রসাগর
 
রাওয়াতভাটা
Q16. শিবসুন্দরম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে –
- মহানদীতে
 - গোদাবরীতে
 - নর্মদা নদীতে
 - কাবেরী নদীতে
 
কাবেরী নদীতে
Q17. ভারতের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি হল-
- নারোরা
 - কালপক্কম
 - তারাপুর
 - রাওয়াতভাটা
 
তারাপুর
Q18. ঝাড়খন্ডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল-
- ফারাক্কা
 - পানিপথ
 - চন্দ্রপুরা
 - কোলাঘাট
 
চন্দ্রপুরা
Q19. ভারতে সৌরশক্তি উৎপাদনে শীর্ষস্থানাধিকারী রাজ্য হল-
- পশ্চিমবঙ্গ
 - গুজরাত
 - রাজস্থান
 - কেরল
 
গুজরাত
Q20. প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ?
- বিহারে
 - তামিলনাড়ুতে
 - উত্তরপ্রদেশে
 - অন্ধ্রপ্রদেশে
 
তামিলনাড়ুতে