ভৌতবিজ্ঞান ‘পরিমাপ পদ্ধতি’ অধ্যায়ের মক টেস্ট|WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test

WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test

ভৌতবিজ্ঞান 'পরিমাপ পদ্ধতি' অধ্যায়ের মক টেস্ট

WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ পদ্ধতি-র MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের বাছাই করা ২০টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।

ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান অধ্যায় ১ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test।তাই ‘পরিমাপ পদ্ধতি’ অধ্যায়ের মক টেস্ট – টি ক্লাস নাইনের (Class IX) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

ভৌতবিজ্ঞান ‘পরিমাপ পদ্ধতি’ অধ্যায়ের মক টেস্ট|WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test

Q1.চাপের c.g.s একক হলো –

  • ডাইন / সেমি2
  • নিউটন /মিটার2
  • পাউন্ডাল / ফুট2
  • পাস্কাল

ডাইন / সেমি2

Q2. আপেক্ষিক তাপের মাত্রা হলো –

  • MLT-2 θ-1
  • ML2T-1 θ -1
  • L2T-2 θ-1
  • L2T-1 θ-1

L2T-2 θ-1

Q3. কোন স্কেলার রাশিটি  তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ?

  • ক্ষেত্রফল
  • ক্ষমতা
  • দ্রুতি
  • আয়তন

ক্ষমতা

Q4. কত ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?

  • 1°C
  • 4°C
  • 2°C
  • 6°C

4°C

Q5. তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখারা থাকে ?

  • একটি
  • দুটি
  • তিনটি
  • চারটি

দুটি

Q6. কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয় ?

  • ফার্মি
  • অ্যাংস্ট্রম
  • নিউটন
  • টেসলা

ফার্মি

 Q7. মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় ?

  • প্লাটিনাম
  • ইরিডিয়াম
  • ক্রিপটন
  • রেডন

ক্রিপটন

Q8. কোন  দুটি রাশির মাত্রা একই হবে ?

  • বল ,কার্য
  • ভরবেগ , পীড়ন
  • কার্য, টর্ক
  • ভ্রামক , চাপ

কার্য, টর্ক

Q9. স্টপওয়াচ কে আবিস্কার করেন ? 

  • বার্থোলোমিউ ম্যানফ্রডি
  • স্যামুয়েল ওয়াটসন
  • টরিসেলি
  • হ্যারিসন

স্যামুয়েল ওয়াটসন

Q10. 12 ইঞ্চি বা এক ফুট  দৈর্ঘ্য  প্রায় কতটা ?

  • 0.2848 মিটার
  • 0.2932 মিটার
  • 0.3048 মিটার
  • এদের কোনোটিই নয়

0.3048 মিটার

Q11. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম –

  • টেনসিমিটার
  • টেনসিওমিটার
  • ট্যাকোমিটার
  • হাইড্রোমিটার

টেনসিওমিটার

Q12. সাধারণ ডিজিটাল ঘড়ির লঘিষ্ঠ ধ্রুবকের  মান –

  •  0.01 সেকেন্ড
  • 1 সেকেন্ড
  •  0.1 সেকেন্ড
  •  0.002 সেকেন্ড

 0.01 সেকেন্ড

 Q13. তুলাযন্ত্রে তুলাদন্ডের বাহুদুটি যত লম্বা হয়  তুলাযন্ত্রটি তত –

  • দৃঢ় হয়
  • সুবেদী হয়
  • সুস্থিত হয়
  • নির্ভুল হয়

সুবেদী হয়

Q14. একটি আংটিতে ১২ ক্যারেট সোনা আছে । গ্রাম এককে সোনার ভর –

  • 12 গ্রাম
  • 24 গ্রাম
  • 2.4 গ্রাম
  • 1.2 গ্রাম

2.4 গ্রাম

 Q15. [T-1 ] যে রাশিটির মাত্রীয় সংকেত সেটি হলো –

  • সময়
  • তরঙ্গ দৈর্ঘ্য
  • কম্পাংক
  • কোনটিই নয়

কম্পাংক

Q16. ‘টেরা’ উপসর্গের অর্থ হলো –

  • 1015
  • 1012
  • 1018
  • 1010

1012

Q17. দীপন প্রাবল্যের একক হলো –

  • ক্যান্ডেলা
  • কেলভিন
  • কিলোগ্রাম
  • গ্রাম

ক্যান্ডেলা

Q18. মাত্রাবিহীন  কিন্তু একক যুক্ত রাশি হল –

  • আয়তন
  • তাপমাত্রা
  • আপেক্ষিক গুরুত্ব
  • ঘনকোণ

ঘনকোণ

Q19. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ?

  • ব্যারোমিটার
  • থার্মোমিটার
  • পিকোমিটার
  • হাইগ্রোমিটার

পিকোমিটার

Q20. 1 বর্গমিটার কত বর্গফুটের সমান ?

  • 9.84 বর্গফুট
  • 10.76 বর্গফুট
  • 11.44 বর্গফুট
  • এদের কোনোটিই নয়                                                                                            

10.76 বর্গফুট

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 Physical Science Chapter 1 Mock Test -এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!