মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 1 Mock Test

Madhyamik History Chapter 1 Mock Test

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 'ইতিহাসের ধারণা' মক টেস্ট

Madhyamik History Chapter 1 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 1 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 1 Mock Test -এই মক টেস্টে তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 1 Mock Test। তাই এই ‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 1 Mock Test

Q1. সোমপ্রকাশ  পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল-

  • বিধবা বিবাহ আন্দোলন
  • সতীদাহপ্রথা  বিরোধী আন্দোলন
  • বহুবিবাহ রোধ আন্দোলন
  • মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন

বিধবা বিবাহ আন্দোলন

Q2. আধুনিক ইতিহাস চর্চার সবথেকে  গুরুত্বপূর্ণ  উপাদান হল-

  • সরকারি নথিপত্র
  • ব্যাক্তিগত পত্র
  • সংবাদ পত্র
  • স্মৃতিকথা

সরকারি নথিপত্র

Q3. দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী ?

  • জীবন স্মৃতি
  • আত্মচরিত
  • জীবনের জলসাঘরে
  • জীবনের ঝরাপাতা

আত্মচরিত

Q4. বিপিন চন্দ্র পাল লিখেছেন –

  • সত্তর বৎসর
  • চার অধ্যায়
  • এ নেশন ইন মেকিং
  • আনন্দ মঠ

সত্তর বৎসর

Q5. বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল –

  • ১২ ই জানুয়ারি ১৯৮৯
  • ৫ ই জুন ১৯৭৪
  • ১ মে ১৯২৩
  • ৫ ই সেপ্টেম্বর ১৯৮৭

৫ ই জুন ১৯৭৪

 Q6.ভারতের প্রথম লিখিত ইতিহাস  গ্রন্থের নাম হল-

  • রাজতরঙ্গিনী
  • মহাভারত
  • বেদ
  • রামায়ন

রাজতরঙ্গিনী

Q7. ভারতে প্রথম এল যোগাযোগ শুরু হয় –

  • বোম্বে থেকে থানে পর্যন্ত
  • দিল্লি থেকে থানে পর্যন্ত
  • বোম্বে থেকে দিল্লি পর্যন্ত
  • দিল্লি থেকে কোলকাতা পর্যন্ত

বোম্বে থেকে থানে পর্যন্ত

Q8. দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –

  • চলচ্চিত্রের সঙ্গে 
  • ক্রীড়া জগতের সঙ্গে
  • স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
  • পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

চলচ্চিত্রের সঙ্গে 

Q9. দাস ক্যাপিটাল  গ্রন্থটি রচনা করেন –

  • কার্ল মার্ক্স
  • ট্রেভেলিয়ান
  • গিবস
  • ট্রুভো

কার্ল মার্ক্স

Q10. দ্যা সি  অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন –

  • আলফ্রেড কসবি
  • যে ডি কর্ণাল
  • র‍্যচেল কারসন
  • গ্রোভ

র‍্যচেল কারসন

 Q11. বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
  • সরলা দেবী চৌধুরাণী
  • দ্বারকানাথ  বিদ্যাভূষণ
  • বিদ্যাসাগর

বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

Q12. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –

  • ইংরেজরা
  • ওলন্দাজরা
  • ফরাসিরা
  • পোর্তুগীজরা

ইংরেজরা

Q13. দ্য মিলিটারি সিস্টেম অফ মারাঠাস গ্রন্থটির লেখক হলেন –

  • কৌশিক রায়
  • যদুনাথ সরকার
  • রমেশ চন্দ্র মজুমদার
  • সুরেন্দ্রনাথ সেন

সুরেন্দ্রনাথ সেন

Q14. এ নেশন ইন মেকিং হল –

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
  • রবীন্দ্রনাথ  ঠাকুরের আত্মজীবনী
  • বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী
  • রবি ভার্মার আত্মজীবনী

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী

Q15. উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা –

  • জেরাল্ডিন ফোর্বস
  • মালবিকা কার্লেকর
  • জে কৃষ্ণমুর্তি
  • জ্যোতিরাও ফুলে

জে কৃষ্ণমুর্তি

  Q16. ইন্ডিয়াঃ ফুড এন্ড কুকিং গ্রন্থটির রচয়িতা –

  • প্যাট চ্যাপম্যান
  • ক্লদ মার্কোভিটস
  • কে টি আচয়
  • র‍্যাচেল কারসন

প্যাট চ্যাপম্যান

Q17. ইন্ডিয়ান  রেলওয়েস : গ্লোরিয়াস  ১৫০ ইয়ার্স গ্রন্থটির রচয়িতা হলেন –

  • আর আর ভান্ডারী
  • যদুনাথ শিকদার
  • নীতিন সিনহা
  • পঙ্কজ কুমার

আর আর ভান্ডারী

Q18. ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক ছিলেন –

  • ঋত্বিক ঘটক
  • সত্যজিত রায়
  • মৃণাল সেন
  • উৎপল দত্ত

মৃণাল সেন

Q19. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী ?

  • পথের পাঁচালি
  • গুপি গাইন বাঘা বাইন
  • জামাই ষষ্ঠী
  • বিল্ব মঙ্গল

জামাই ষষ্ঠী

Q20. পথের পাঁচালি কবে মুক্তি লাভ করে –

  • ১৯৫৫ সালে
  • ১৯৬৫ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫৬ সালে

১৯৫৫ সালে

Q21. টোয়েন্টি -টু ইয়ারস টু ফ্রিডম ‘ গ্রন্থের রচয়িতা –

  • আশিস নন্দী
  • বোরিয়া মজুমদার
  • গৌতম ভট্টাচার্য
  • জে কে ম্যাঙ্গান

বোরিয়া মজুমদার

Q22. কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য ?

  • কেরল
  • তামিলনাডু
  • আসাম
  • অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

Q23. ‘ফেরারী ফৌজ’ নাটকটি কার লেখা ?

  • গিরিশ চন্দ্র ঘোষ
  • উৎপল দত্ত
  • মধুসূদন দত্ত
  • দীনবন্ধূ মিত্র

উৎপল দত্ত

Q24. ‘একেই বলে সুটিং’ -কার লেখা

  • সত্যজিৎ রায়
  • তপন কুমার সিনহা
  • রিতুপর্ণ ঘোষ
  • মৃণাল সেন

সত্যজিৎ রায়

Q25. কলকাতা শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন –

  • কেনেথ গিলিয়ন
  • প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়
  • রীনা ওল্ডেনবার্গ
  • নারায়ণী গুপ্ত

প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়

Q26. দিল্লী শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন –

  • নারায়ণী গুপ্ত
  • রীনা ওল্ডেনবার্গ
  • ক্রিস্টিন ডবিন
  • ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়  

নারায়ণী গুপ্ত

Q27. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • ১৭৯৯ সালে 
  • ১৮৪৭ সালে
  • ১৮৩৫ সালে
  • ১৯০১ সালে

১৮৩৫ সালে

Q28.বোস ইন্সটিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?

  • ১৯১৫ সালে
  • ১৯৪০ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১০ সালে

১৯১৭ সালে

Q29. কোন বড়লাট  সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন ?

  • লর্ড লিটন
  • লর্ড ক্লাইভ
  • লর্ড মেয়ো
  • লর্ড রিপণ

লর্ড লিটন

Q30. পিচঢালা রাস্তা নির্মান করেন –

  • জন ম্যার্কাডাম
  • হামফ্রে ডেভি
  • জর্জ স্টিফেনশন
  • আইনস্টাইন

জন ম্যার্কাডাম

Q31. ভারতের ‘চিপকো আন্দোলন’ ছিল –

  • কৃষি আন্দোলন
  • শ্রমিক আন্দোলন
  • নারী আন্দোলন
  • পরিবেশ আন্দোলন

পরিবেশ আন্দোলন

Q32. ইন্টারনেটের ব্যবহার শুরু হয় –

  • ১৯৮০  সালে
  • ১৯৮৫ সালে
  • ১৯৮৯ সালে
  • ১৯৯০ সালে

১৯৮৯ সালে

Q33.বাংলায় প্রদর্শিত প্রথম সবাক চলচিত্র কোনটি-

  • রাজা হরিশচন্দ্র
  • ভুবন সোম
  • জামাই ষষ্ঠী
  • আলম আরা

আলম আরা

 Q34. বিশ্ব সিনেমার জনক বলা হয় –

  • সত্যজিত রায়কে
  • উইলিয়াম জোসেফকে
  • লুমিয়ের ব্রাদার্সকে
  • টমাস ওল্ডহ্যামকে

উইলিয়াম জোসেফকে

Q35. ভারতে নিম্নবর্গীয়  ইতিহাস চর্চার জনক বলা হয় –

  • ড. রণজিৎ গুহকে
  • অমলেশ  ত্রিপাঠী
  • রামচন্দ্র গুহ
  • সুমিত সরকার

ড. রণজিৎ গুহকে

Q36. ইন্দিরা গান্দিকে লেখা  জহরলাল নেহেরুর চিঠিগুলি বাংলাতে যে নামে পরিচিত তা হল-

  • স্নেহের ইন্দিরা
  • কল্যাণীয়াসু ইন্দু
  • প্রিয় কন্যা ইন্দিরা
  • স্নেহের কন্যা ইন্দিরা

কল্যাণীয়াসু ইন্দু

Q37. ভয়েসেস ফ্রম উইদিন লিখেছেন-

  • সত্যজিত রায়
  • বি আর নন্দ
  • দীপক কুমার
  • মালবিকা কার্লেকর

মালবিকা কার্লেকর

Q38. চিপকো আন্দোলন হয়েছিল –

  • কেরলে
  • কাশ্মীরে
  • পাঞ্জাবে
  • উত্তরাখণ্ডে

উত্তরাখণ্ডে

Q39. আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল –

  • পশ্চিমবঙ্গ
  • গোয়া
  • কর্ণাটক
  • তামিলনাড়ু

কর্ণাটক

Q40. গ্রিন ইন্মপিরিয়ালিসম গ্রন্থটি লিখেছেন –

  • ক্ল্যারেন্স গ্ল্যাকেন
  • রিচার্ড গ্রোভ
  • চার্লস টিলি
  • রীনা ওল্ডেনবার্গ

রিচার্ড গ্রোভ

Q41. চিপকো আন্দোলনের নেতা ছিলেন –

  • মেধা পাটেকর
  • বিবেকানন্দ মুখোপাধ্যায়
  • প্রদীপ সিংহ
  • সুন্দরলাল বহুগুণা

সুন্দরলাল বহুগুণা

Q42. ভারতবর্ষে জনগণনা শুরু হয় –

  • ১৮৭১ সালে
  • ১৮৭৪ সালে
  • ১৭৪৫ সালে
  • ১৮৫৬ সালে

১৮৭১ সালে

Q43. প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন –

  • হরিপদ ভৌমিক
  • নবীন চন্দ্র সেন
  • নবীন চন্দ্র দাস
  • রজনীকান্ত বসু

নবীন চন্দ্র দাস

Q44. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম –

  • বিল্ব মঙ্গল
  • পথের পাঁচালী
  • হিরক রাজার দেশে
  • সোনার কেল্লা

বিল্ব মঙ্গল

Q45. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী ?

  • পথের পাঁচালি
  • গুপি গাইন বাঘা বাইন
  • জামাই ষষ্ঠী
  • বিল্ব মঙ্গল

জামাই ষষ্ঠী

Q46. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল-

  • শেষের পরিচয়
  • চার অধ্যায়
  • জীবনস্মৃতি 
  • গোরা

জীবনস্মৃতি 

Q47. ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যাক্তি –

  • ভরতনাট্যম
  • কথাকলি 
  • মণিপুরি
  • কত্থক

ভরতনাট্যম

Q48. ভারতে প্রথম খাদ্যপ্রনালী সম্পর্কিত বই হল –

  • বামাবোধিনী
  • পাকপ্রনালী
  • আমিষ –নিরামিষ
  • পাকরাজেশ্বর

পাকরাজেশ্বর

Q49. বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে –

  • ৪০ – এর দশকে
  • ৫০ -এর দশকে
  • ৬০ -এর দশকে
  • ৭০ -এর দশকে

৬০ -এর দশকে

Q50. ‘ দি ইন্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মর্ডানিটি ‘ গ্রন্থের লেখক হলেন –

  • দীপক কুমার
  • মালবিকা কার্লেকর
  • বি আর নন্দ
  • চিত্রা ঘোষ

বি আর নন্দ

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik History Chapter 1 Mock Test -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!