মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test (Set-1)

মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test (Set-1): আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে এই প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।Madhyamik পরীক্ষার Life Science MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।জীবন বিজ্ঞান কুইজের এই প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের জীবন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ নিয়ে তৈরি এই মক টেস্ট। তাই এটি,দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test (Set-1)

Q1. অতিকায়ত্ব আক্রান্ত ব্যাক্তির বেশি ক্ষরিত হয়

  • GH
  • ইনসুলিন
  • ADH
  • ACTH

GH

Q2. হাইপোথ্যালামাস –এর প্রধান কাজ হল –

  • স্মৃতি নিয়ন্ত্রণ
  • উষ্ণতা নিয়ন্ত্রণ
  • আবেগ নিয়ন্ত্রণ
  • ভারসাম্য নিয়ন্ত্রণ

স্মৃতি নিয়ন্ত্রণ

Q3. অগ্রস্থ প্রকটতা রোধকারী  উদ্ভিদ দেহে সংশ্লেষিত হরমোনটি   হল –

  • অক্সিন
  • জিব্বেরেলিন 
  • সাইটোকাইনিন
  • ইথিলিন  

সাইটোকাইনিন

Q4. কোষ চক্রের কোন দশায় স্পিন্ডিলের  গঠন শুরু হয়

  • G1 দশায়
  • S দশায়
  • G2 দশায়
  • M দশায়

M দশায়

Q5. মানব চক্ষুর লেন্স কোন প্রোটিন নির্মিত ?

  • লব্ধ প্রোটিন
  • লাইপো প্রোটিন
  • সরল প্রোটিন
  • ক্রিস্টালাইন

ক্রিস্টালাইন

Q6. মাইটোসিস কোষ  বিভাজনের  নিম্নলিখিত কোন দশায়  একটি ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম  গঠিত হয়-

  • প্রোফেজ
  • মেটাফেজ
  • অ্যানাফেজ
  • টেলোফেজ  

অ্যানাফেজ

Q7. কালো  বর্ণ ও অমসৃন  লোম  যুক্ত  গিনিপিগের জিনোটাইপ  শনাক্ত করো ।

  • BbRr , BBRr
  • BBrr , Bbrr
  • bbRR,bbrr
  • bbrr ,bbrr

BbRr , BBRr

Q8.মানুষের অটোজোমে  থাকা  জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয়না ?

  • রোলার জিভ
  • হিমোফিলিয়া
  • থ্যালাসেমিয়া
  • কানের যুক্ত লতি

হিমোফিলিয়া

Q9. ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী হল –

  • ADH স্বল্পতা
  • TSH স্বল্পতা
  • FSH স্বল্পতা
  • অক্সিটোসিন   স্বল্পতা

ADH স্বল্পতা

Q10.মিয়োসিস – I  হ্রাস বিভাজন অথচ মিয়োসিস –II    সমবিভাজন হওয়ার কারণ –

  • ক্রসিং ওভার
  • সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
  • সমসংস্থ  ক্রোমোজোমের পৃথকীকরণ
  • ক্রোমাটিডের পৃথকীকরণ

সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন

Q11. জীব জগতের অপত্যদের মধ্যে বিভিন্ন  বৈশিষ্টের প্রকাশে  পার্থক্য  ঘটার ব্যাখ্যায় পরিব্যাক্তির কারণ হল-

  • ক্রোমোজোমের  গঠনের পার্থক্য
  • ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন
  • DNA  -এর  গঠনের বদল
  • উল্লিখিত সবকটি

উল্লিখিত সবকটি

Q12. একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ  হলে তাদের সন্তানদের  ফিনোটাইপ কী হবে ?

  • শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমোফিলিক
  • সমস্ত সন্তান হিমোফিলিক
  • 50% পুত্র হিমো ফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক
  • সব পুত্র সন্তান হিমোফিলিক ও সব কন্যা সন্তান স্বাভাবিক

50% পুত্র হিমো ফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক

Q13.চুপড়ি আলু , খাম  আলু প্রভৃতি উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে যে স্ফীত  অংশ গঠন করে অঙ্গজ জনন  করে ,তা হল-

  • বালব
  • বুলবিল
  • সিউডোবালব
  • টিউবার

বুলবিল

Q14. ক্রোমাটিডের মেরুবর্তী গমন  মাইটোসিসের  কোন দশার বৈশিষ্ট ?

  • অ্যানাফেজ
  • প্রোফেজ
  • মেটাফেজ
  • টেলোফেজ

অ্যানাফেজ

Q15. কোন ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ?

  • গোলাপ
  • সন্ধ্যা মালতী 
  • জুঁই
  • পদ্ম

সন্ধ্যা মালতী 

Q16.সিকল সেল অ্যানিমিয়া রোগটির কারণ  হল –

  • জিনগত  ত্রুটি
  • হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি
  • প্লাজমার গঠনগত  ত্রুটি
  • কোনোটিই নয়

জিনগত  ত্রুটি

Q17. নীচের কোনটি  হোমোজাইগাস নয় তা স্থির করো ।

  • TT
  • BBRR
  • bbrr
  • BbRr

BbRr

Q18. মানব দেহে করোটিস্নায়ু সংখ্যা সঠিক ভাবে নিরূপণ কর –

  • 10  জোড়া 
  • 31 জোড়া 
  • 12 জোড়া 
  • 21 জোড়া

12 জোড়া

Q19. ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্যকারী হরমোনটি হল –

  • অক্সিন
  • থাইরক্সিন
  • ইনসুলিন
  • অ্যাড্রিনালিন

থাইরক্সিন

Q20. কোন প্রক্রিয়াটি দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে ?

  • এক্সটেনসন
  • ফ্লেক্সন
  • অ্যাবডাকশন
  • অ্যাডাকশন

ফ্লেক্সন

Q21. মিলার ও উরের বর্ণিত ‘তপ্ত লঘু তরল’-এ উপস্থিত জৈব যৌগ হল –

  • মিথেন
  • অ্যামাইনো অ্যাসিড
  • অ্যামোনিয়া
  • নিউক্লিক অ্যাসিড

অ্যামাইনো অ্যাসিড

Q22. নীচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছেঃ

১. অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যহত করা

২. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা

৩.পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো

৪. পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো

এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ ?

  • ১ ও ৩
  • ২ ও ৩
  • ২ ও ৪
  • ১ ও ২ 

২ ও ৪

Q23. শব্দ দূষণের ফলে কানের যে অংশের সবথেকে বেশি ক্ষতি হয় তা হল-

  • অডিটরি নার্ভ
  • অর্গান অফ কর্টি
  • ভাল্‌ভ
  • স্টেপিস

অর্গান অফ কর্টি

Q24. জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণের –

  • শৈশব দশায়
  • বয়ঃসন্ধি দশায়
  • বার্ধক্য দশায়
  • সদ্যোজাত দশায়

বয়ঃসন্ধি দশায়

Q25. কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস এই দুই প্রকার কোশ বিভাজন দেখা যায় ?

  • অযৌন জনন
  • যৌন জনন
  • অঙ্গজ জনন  
  • কোনোটিই নয়

যৌন জনন

Q26. নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করো-

  • ফটন্যাস্টি চলন – সূর্যমুখী ফুল
  • থার্মোন্যাস্টি চলন – টিউলিপ ফুল
  • সিসমোন্যাস্টিক চলন – পদ্ম 
  • কেমোন্যাস্টিক চলন – সূর্যশিশির

সিসমোন্যাস্টিক চলন – পদ্ম 

Q27. উদ্ভিদের অগ্রমুকুল বিচ্ছিন্ন করলে কোন হরমোনের ক্রিয়া বৃদ্ধি পায় ?

  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • ইথিলিন
  • জিব্বেরেলিন

সাইটোকাইনিন

Q28. মনিপুর ,অরুনাচলপ্রদেশ যে বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্গত সেটি বেছে নাও –

  • পূর্ব হিমালয়
  • পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা
  • ইন্দো-বার্মা
  • সুন্দাল্যান্ড

ইন্দো-বার্মা

Q29. একটি প্রাকৃতিক কার্সিনোজেন হল-

  • বেঞ্জোপাইরিন
  • ক্লোরোঅ্যানিলিন
  • নাইট্রোসামিন
  • অ্যাফলা টক্সিন

অ্যাফলা টক্সিন

Q30. মিলার ও উরে তার পরীক্ষায় কোনটি ব্যবহার করেননি ?

  • অ্যামোনিয়া
  • অক্সিজেন
  • হাইড্রোজেন
  • মিথেন

অক্সিজেন

Q31. Y –ক্রোমোজোমে উপস্থিত হোল্যান্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্যটি মানুষের কোন্‌ অংশে দেখা যায় ?

  • লোমযুক্ত পিনা
  • চোখ
  • ত্বক
  • সবকটিতে

লোমযুক্ত পিনা

Q32. নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগলেট নৃত্য করে , তা স্থির করো-

  • প্রজননের সঙ্গী খোঁজা
  • অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
  • নতুন মোউচাকের স্থান নির্বাচন করা
  • সম্ভাব্য শত্রুর আক্রমন এড়ানো

অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো

Q33. কোশবিভাজনের মেটাফেজ দশায় উৎপন্ন ‘V’ আকৃতির ক্রোমোজোমকে বলে –

  • মেটাসেন্ট্রিক
  • সাব মেটা সেন্ট্রিক
  • অ্যাক্রোসেন্ট্রিক
  • টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

মেটাসেন্ট্রিক

Q34. উটের দেহকোশে জল সরবরাহ হয় –

  • পাকস্থলী থেকে
  • মূত্রাশয় থেকে
  • কুঁজের চর্বি থেকে
  • চামড়ার নীচের চর্বি থেকে

কুঁজের চর্বি থেকে

Q35. প্রদত্ত কোন রূপান্তরটি সঠিক ?

  • জাইগোট → ভ্রূণ
  • জাইগোট → বীজ
  • জাইগোট → ফল
  • ডিম্বাশয় → ভ্রূণ

জাইগোট → ভ্রূণ

Q36. একটি রোটেটর পেশির উদাহরণ হল –

  • ডেলটয়ডে  
  • ট্রাইসেপস্‌
  • পাইরিফরমিস
  • ল্যাটিসিমাস ডরসি

পাইরিফরমিস

Q37. প্রদত্ত কোন জোড়াটি সঠিক ?

  • সেরিব্রাম – ভারসাম্য নিয়ন্ত্রণ
  • সুষুম্নাকান্ড – লালা ক্ষরণ
  • সেরিবেলাম –রিলেস্টেশন
  • থ্যালামাস – ডেট্রুসর পেশির সংকোচন  

সুষুম্নাকান্ড – লালা ক্ষরণ

Q38.হটস্পট সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক সেটি হল-

  • সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা 34 টি
  • তুষার চিতা ইন্দো –বার্মা হটস্পটের অন্তর্গত
  • পিগমি হগ পশ্চিমঘাট হটস্পটের অন্তর্গত
  • ভারতে মোট 7 টি হটস্পট আছে

সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা 34 টি

Q39. জনঘনত্বের এক্সপোনেন্সিয়াল বৃদ্ধির প্রকাশ ঘটে যে গ্রাফের দ্বারা তা হল-

  • S আকৃতির
  • J আকৃতির
  • L আকৃতির
  • I আকৃতির

S আকৃতির

Q40. তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন্‌ প্রাকৃতিক ঘটনা ?

  • ইউট্রোফিকেশন
  • জৈব বিবর্ধন
  • অ্যাসিড বৃষ্টি
  • শৈবাল ব্লুম 

অ্যাসিড বৃষ্টি

Q41. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল-

  • নন্দাদেবী
  • নীলগিরি
  • নকরেক
  • আন্নামালাই

নীলগিরি

Q42. DNA-এর গঠনের বদল ঘটাকে বলা হয় –

  • অভিব্যক্তি
  • অভিযোজন
  • পরিব্যক্তি
  • বংশগতি

পরিব্যক্তি

Q43.ফুল হল একপ্রকারের রূপান্তরিত –

  • বিটপ
  • মূল
  • ফল
  • পাতা

বিটপ

Q44. মানব মস্তিস্কের কোন্‌ অংশ শ্বাসকার্য , হৃদস্পন্দন , পৌষ্টিকনালির চলন নিয়ন্ত্রণ করে ?

  • সেরিব্রাম
  • মেডালা অবলংগাটা
  • থ্যালামাস
  • সেরিবেলাম

মেডালা অবলংগাটা

Q45. একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের ইতর পরাগযোগ ঘটালে প্রথম জনুতে কী ধরনের মটর গাছে জন্মাবে ?

  • বিশুদ্ধ লম্বা
  • বিশুদ্ধ বেঁটে
  • সংকর লম্বা ও বিশুদ্ধ বেঁটে
  • সংকর বেঁটে ও সংকর লম্বা

সংকর লম্বা ও বিশুদ্ধ বেঁটে

Q46. কোন জোড়টি সঠিক নয় ?

  • থাইরক্সিন – কিটোন বডির উৎপাদন বৃদ্ধি করে
  • ইনসুলিন – কিটোন বডি উৎপাদনে বাধা দেয়
  • ইস্ট্রোজেন – গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ রাখে
  • অ্যাড্রিনালিন- হার্দ উৎপাদন বৃদ্ধি করে

ইস্ট্রোজেন – গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ রাখে

Q47. ভল্ভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায় , এটি কী ধরনের চলন ?

  • ফটোট্যাকটিক
  • ফটোট্রপিক
  • ফটোন্যাস্টি
  • থার্মোট্রপিক

ফটোট্যাকটিক

Q48. প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো –

  • বীজ ও মুকুলের সুপ্তবস্থা ভঙ্গ করতে সক্ষম – সাইটোকাইনিন
  • শাখাকলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি – IBA
  • পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো তরান্বিত করে – সাইটোকাইনিন
  • অগ্রস্থ প্রকটতা – অক্সিন

বীজ ও মুকুলের সুপ্তবস্থা ভঙ্গ করতে সক্ষম – সাইটোকাইনিন

Q49.

ক – স্তম্ভখ – স্তম্ভ
A. কনীনিকা1. বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে
B. কর্নিয়া2. চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে
C. রেটিনা3.চোখের উপযোজনে সাহায্য করে
D. সিলিয়ারি পেশি4.প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
  • A-(iv) , B-(ii) , C- (i) , D –(iii)
  • A – (i) ,B-(iii) , C-(iv)  , D- (ii)
  • (iii) , B- (iv)  ,C – (ii)  , D- (i)
  • A-(ii) , B- (iv) , C- (i) , D – (iii)

A-(ii) , B- (iv) , C- (i) , D – (iii)

Q50. Tt × Tt ক্রসের ক্ষেত্রে 500 টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর অপত্য হবে ?

  • 125 টি
  • 375 টি
  • 250 টি
  • 100 টি

250 টি

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Life Science MCQ Online Mock Test Set-1 -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

প্রশ্নঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট কেন দেবেন ?

উত্তরঃ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের অসংখ্য MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার সেরা উপায় এই মক টেস্ট ।

প্রশ্নঃ Madhyamik Life Science MCQ Mock Test থেকে ছাত্রছাত্রীদের কি সুবিধা হবে ?

উত্তরঃ এই মক টেস্টের প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করলে মাধ্যমিকে কমন পাওয়ারঞ্চান্স অনেকটা বেড়ে যাবে ।

Leave a Comment

error: Content is protected !!