মাধ্যমিক ইতিহাস মক টেস্ট|Madhyamik History MCQ Online Mock Test (Set-1)

Madhyamik History MCQ Online Mock Test Set-1

মাধ্যমিক ইতিহাস MCQ অনলাইন মক টেস্ট সেট ১

দশম শ্রেণি ইতিহাস MCQ মক টেস্ট

মাধ্যমিক ইতিহাস মক টেস্ট|Madhyamik History MCQ Online Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । Madhyamik পরীক্ষার History MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History MCQ Online Mock Test। তাই এই মাধ্যমিক ইতিহাস মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

Madhyamik History MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক ইতিহাস মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q1. ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় –

  • বোম্বে থেকে থানে পর্যন্ত
  • দিল্লি থেকে থানে পর্যন্ত
  • বোম্বে থেকে দিল্লি পর্যন্ত
  • দিল্লি থেকে কলকাতা পর্যন্ত

বোম্বে থেকে থানে পর্যন্ত

Q2. ইন্ডিয়াঃ ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটির রচয়িতা হলেন –

  • ক্লদ মার্কোভিটস
  • প্যাট চ্যাপম্যান
  • কে টি আচয় 
  • র‍্যাচেল কারসন

প্যাট চ্যাপম্যান

Q3. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-

  • ১৮৯০ খৃষ্টাব্দে
  • ১৯০৫ খৃষ্টাব্দে
  • ১৯১১ খৃষ্টাব্দে
  • ১৯১৭ খৃষ্টাব্দে

১৯১১ খৃষ্টাব্দে

Q4. হুতোম প্যাঁচার নকশায় প্রকাশিত প্রথম নকশা হল-

  • চড়ক
  • রথ
  • রামলীলা
  • দূর্গোতসব

চড়ক

Q5. কলকাতা মেডিক্যাল কলেজ তৈরির জন্য জমি দান করেন –

  • মধুসূদন গুপ্ত
  • মোতিলাল শীল
  • লর্ড বেন্টিং
  • ডিরোজিও

মোতিলাল শীল

Q6. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

  • হারানচন্দ্র মুখোপাধ্যায়
  • মধুসূদন দত্ত
  • গিরিশচন্দ্র ঘোষ
  • সুভাষচন্দ্র বসু

গিরিশচন্দ্র ঘোষ

Q7. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন –

  • রামমোহন রায়
  • কেশবচন্দ্র সেন
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • বিবেকানন্দ

দেবেন্দ্রনাথ ঠাকুর

Q8. পাবনা বিদ্রোহের নেতা ছিলেন-

  • ঈশানচন্দ্র রায়
  • দিগম্বর বিশ্বাস
  • রফিক মন্ডল
  • নুরুলউদ্দিন

ঈশানচন্দ্র রায়

Q9. পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়-

  • বামাবোধিনী পত্রিকায়
  • বঙ্গদর্শন পত্রিকায়
  • সমাচারদর্পণ পত্রিকায়
  • গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকায়

গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকায়

Q10. নীল বিদ্রোহের নেতা ছিলেন –

  • লুই বোনার্ড
  • বিষ্ণুচরণ বিশ্বাস
  • দীনবন্ধু মিত্র
  • মধুসূদন দত্ত

বিষ্ণুচরণ বিশ্বাস

Q11. ভারতে প্রথম নীলকর হলেন –

  • জেমস মিল
  • মেকলে
  • লুই বোনার্ড
  • ডেইট্রিক বান্ডিস

লুই বোনার্ড

 Q12. বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা পরাজিত হয় –

  • শিখদের কাছে
  • গোর্খাদের কাছে
  • মারাঠিদের কাছে
  • ব্রিটিশদের কাছে

শিখদের কাছে

Q13. বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন –

  • দুদু মিয়াঁ
  • দিগম্বর বিশ্বাস
  • তিতুমির
  • বিরসা মুন্ডা

তিতুমির

Q14. ১৮৫৭ সালের বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলেছেন –

  • চার্লস রেকস
  • নর্টন
  • রমেশ চন্দ্র মজুমদার
  • সাভারকর

চার্লস রেকস

Q15. মহারানির ঘোষণা পত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজ প্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন-

  • লর্ড ডালহৌসি
  • লর্ড ক্যানিং
  • লর্ড বেন্টিং
  • লর্ড মাউন্টব্যাটেন

লর্ড ক্যানিং

Q16. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন-

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • নবগোপাল মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • স্বামী বিবেকানন্দ

নবগোপাল মিত্র

Q17. বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় ?

  • কলকাতায়
  • শ্রীরামপুরে
  • হুগলীতে
  • ঢাকায়

কলকাতায়

Q18. ‘বেঙ্গল  গেজেট’ প্রকাশ করেন –

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • জেমস অগাস্টাস হিকি
  • চার্লস উইলকিনস
  • উইলিয়াম কেরি

জেমস অগাস্টাস হিকি

Q19. বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –

  • ১৭৭৮ খৃষ্টাব্দে
  • ১৭৮০ খৃষ্টাব্দে
  • ১৭৯৯ খৃষ্টাব্দে
  • ১৯০৫ খৃষ্টাব্দে

১৭৮০ খৃষ্টাব্দে

Q20. প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম –

  • অন্নদামঙ্গল
  • বিল্বমঙ্গল
  • হিতোপদেশ
  • দ্রাঘিজ্যা

অন্নদামঙ্গল

Q21. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –

  • বোম্বাইয়ে
  • পাঞ্জাবে
  • মাদ্রাজে
  • গুজরাটে

গুজরাটে

Q22. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –

  • ১৯১৭ খৃষ্টাব্দে
  • ১৯২০ খৃষ্টাব্দে
  • ১৯২৭ খৃষ্টাব্দে
  • ১৯২৯ খৃষ্টাব্দে

১৯১৭ খৃষ্টাব্দে

Q23. ভারত ছাড়ো আন্দোলনের শুরু হয় –

  • ১৯২০ খৃষ্টাব্দে
  • ১৯২২ খৃষ্টাব্দে
  • ১৯৩০ খৃষ্টাব্দে
  • ১৯৪২ খৃষ্টাব্দে

১৯৪২ খৃষ্টাব্দে

Q24. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম –

  • সেবাসংঘ
  • মুক্তি সংঘ
  • দীপালি সংঘ
  • আনন্দ সংঘ

দীপালি সংঘ

Q25. পুনা চুক্তি স্বাক্ষরিত হয় –

  • গান্ধি -আরউনের মধ্যে
  • নেহরু -গান্ধির মধ্যে
  • আম্বেদকর -গান্ধির মধ্যে
  • নেহরু -লিয়াকতের মধ্যে  

আম্বেদকর -গান্ধির মধ্যে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik History MCQ Online Mock Test -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

2 thoughts on “মাধ্যমিক ইতিহাস মক টেস্ট|Madhyamik History MCQ Online Mock Test (Set-1)”

Leave a Comment

error: Content is protected !!