Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে এই প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।Madhyamik পরীক্ষার Life Science MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ক্লাস টেনের বাছাই করা 30 টি জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন আছে এই মক টেস্টের মধ্যে । এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় কমন আসার চান্স 99% ।এই জীবন বিজ্ঞান কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
এটি ক্লাস টেনের জীবন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি । তাই এই মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4
Q1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল –
- গুরুমস্তিষ্ক
- পনস
- সুষুম্নাশীর্ষক
- সেরিবেলাম
সেরিবেলাম
Q2.কোনটি মেণ্ডেলবাদকে সমর্থন করে না –
- পৃথকীভবনের সূত্র
- লিংকেজ
- প্রকটতা
- স্বাধীন বিন্যাসের সূত্র
প্রকটতা
Q3. STH- নিঃসৃত হয় –
- থাইরয়েড
- অগ্ন্যশয়
- পিটুইটারি
- অ্যাড্রিনাল
পিটুইটারি
Q4. অপুংজনি দেখা যায় কোন প্রাণীতে –
- অ্যামিবা
- মানুষ
- মৌমাছি
- আরশোলা
মৌমাছি
Q5.হাইপোগ্লসাল স্নায়ু হল –
- করোটি স্নায়ু
- চেষ্টীয় স্নায়ু
- মিশ্র স্নায়ু
- সুষুম্না স্নায়ু
মিশ্র স্নায়ু
Q6. কুণ্ডলীভবন বা স্পাইরালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত দশা হল –
- মেটাফেজ
- প্রোফেজ
- অ্যানাফেজ
- টেলোফে্জ
মিশ্র স্নায়ু
মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4
Q7. ‘হরমোন’ শব্দটি প্রথম প্রণয়ন করেন –
- ভেণ্ট
- মেণ্ডেল
- স্টারলিং
- ডারউইন
স্টারলিং
Q8.DNA- র শর্করার নাম –
- পেন্টোজ
- রাইবোজ
- গ্লুকোজ
- ডিঅক্সিরাইবোজ
ডিঅক্সিরাইবোজ
Q9. মানুষের জননকোশে ক- টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো –
- 46
- 22
- 2
- 1
1
Q10. ফোবিয়া সেন্ট্রালিস দেখা যায় –
- চোখে
- মস্তিষ্কে
- সুষুম্নাকাণ্ডে
- কানে
চোখে
Q11. মস্তিষ্কের রিলে কেন্দ্র বলে –
- থ্যালামাসকে
- হাইপোথ্যালামাসকে
- এপিথ্যালামাসকে
- মেটাথ্যালামাসকে
থ্যালামাসকে
Q12.মাছের যুগ্ম পাখনা হল –
- পুচ্ছ পাখনা
- শ্রোণি পাখনা
- পায়ু পাখনা
- পৃষ্ঠ পাখনা
শ্রোণি পাখনা
Q13. স্বাভাবিক জিহ্বা (রোল করতে অক্ষম) এর জিনোটাইপ হল –
- RR
- Rr
- rr
- Rw
rr
মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4
Q14. পেশিকোশ ও স্নায়ুকোশ কখনও বিভাজিত হয় না । তারা কোন দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে –
- G1
- S
- G2
- G0
G0
Q15. মেণ্ডেলের প্রথম সূত্রটি হল –
- প্রকটতার সূত্র
- স্বাধীন সঞ্চারণের সূত্র
- পৃথকীভবনের সূত্র
- কোনটিই নয়
পৃথকীভবনের সূত্র
Q16. একটি সংজ্ঞাবহ স্নায়ু হল –
- ভেগাস
- অকুলোমোটর
- অপটিক
- হাইপোগ্লোসাল
অপটিক
Q17. থ্যালাসেমিয়া রোগীদের অস্হিমজ্জা ও যকৃতে যে ধাতুটি জমা হয় সেটি হল –
- লোহা
- ম্যাগনেশিয়াম
- ক্যালশিয়াম
- তামা
লোহা
Q18. যে স্টেরয়েড হরমোন স্ত্রীলোকের গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে , তা হল –
- ইস্ট্রোজেন
- রিল্যাক্সিন
- প্রোজেস্টেরন
- অ্যান্ড্রোজেন
প্রোজেস্টেরন
Q19. YYRr জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে –
- এক প্রকার
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
দুই প্রকার
Q20. পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল-
- লায়ন টেল ম্যাকাও
- ওরাং ওটাং
- রেড পান্ডা
- নীলগিরি থর
রেড পান্ডা
Q21. সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত ?
- নাইট্রোজেন আবদ্ধকরণ
- নাইট্রিফিকেশন
- ডিনাইট্রিফিকেশন
- অ্যামোনিফিকেশন
ডিনাইট্রিফিকেশন
Q22. নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষোণ করে নেয় ?
- রেড গ্রন্থি
- অগ্র প্রকোষ্ঠ
- গ্যাস্ট্রিক গ্রন্থি
- রেটি মিরাবিলি
রেটি মিরাবিলি
Q23. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল , সেটি হল-
- হাইড্রোজেন
- অক্সিজেন
- মিথেন
- অ্যামোনিয়া
অক্সিজেন
মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4
Q24. মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন ?
- কুঞ্চিত বীজ
- হলুদ রঙের বীজ
- বেগুনি রঙের ফুল
- কাক্ষিক পুস্প
কুঞ্চিত বীজ
Q25. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- কালো অমসৃণ – bbrr
- কালো মসৃণ -BBRr
- সাদা মসৃণ – bbRR
- সাদা অমসৃণ – bbrr
সাদা অমসৃণ – bbrr
Q26. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- অ্যাসিটাইল কোলিন -হরমোন
- ইনসুলিন –নিউরোট্রান্সমিটার
- পেশি ও গ্রন্থি -কারক
- লঘু মস্তিস্ক-শ্বাসপ্রশ্বাস ও হৃদপিণ্ডের সংকোচন -প্রসারণ নিয়ন্ত্রণ
পেশি ও গ্রন্থি -কারক
Q27. বাইসেপস , ডেল্টয়েড , ল্যাটিসিমাস ডরসি , পাইরিফরমিস-এর মধ্যে ল্যাটিসিমাস ডরসি পেশি দ্বারা সম্পাদিত পেশিরকাজ নির্ধারণ করো –
- অ্যাডাকশন
- ফ্লেকশন
- রোটেশন
- অ্যাবডাকশন
অ্যাডাকশন
Q28. মানুষের প্রকট বৈশিষ্ট্যটি শনাক্ত করো –
- সংযুক্ত কানের লতি
- মুক্ত কানের লতি
- স্বাভাবিক জিভ
- থ্যালাসেমিয়া
মুক্ত কানের লতি
Q29. মিয়োসিস – I যেখানে হ্রাস বিভাজন , মিয়োসিস -II সেখানে সমবিভাজন , কারণ –
- ক্রসিং ওভার
- সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
- সংসমস্থ ক্রোমোজোমের পৃথক হয়ে যাওয়া
- ক্রোমাটিডের পৃথকীকরণ
সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
Q30. সুন্দাল্যান্ড জীব বৈচিত্র হটস্পটের অবস্থান –
- উত্তরপূর্ব ভারতের মেঘালয় ও অরুনাচল প্রদেশ
- আন্দামান , সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল
- ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল
- সিকিম,দার্জিলিং এবং তরাই অঞ্চল
আন্দামান , সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল