General Science Mock Test in Bengali Set-2 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।
General Science Mock Test in Bengali Set-2|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali
Q1. ক্যামেরায় ব্যবহৃত হয় –
- উত্তল লেন্স
- অবতল লেন্স
- বেলনাকার লেন্স
- কোনোটিই নয়
উত্তল লেন্স
Q2. যান্ত্রিক সুবিধা 1 -এর সমান –
- জাঁতির
- তুলাযন্ত্রের
- ঢেঁকির
- নলকূপের হাতলের
তুলাযন্ত্রের
Q3. নীচের অক্ষর শ্রেণির মধ্যে যেটির পার্শ্বীয় পরিবর্তন হবে না সেটি হল-
- FCT
- TMT
- BCD
- কোনোটিই নয়
TMT
Q4. একটি বস্তুর ভর ও বেগ উভয়কেই দ্বিগুণ করলে বস্তুটির গতিশক্তি হবে –
- চারগুণ
- দ্বিগুণ
- আটগুণ
- অর্ধেক
আটগুণ
Q5. স্টেইনলেস স্টীলের উপাদান –
- Fe+Mg
- Fe+Cr
- Cu+Cr
- Fe+Al
Fe+Cr
Q6. র্যাফাইড একপ্রকারে –
- ধাতব কেলাস
- ক্যালসিয়াম অক্সালেটের কেলাস
- ক্যালসিয়াম কার্বনেটের কেলাস
- কোনোটিই নয়
ক্যালসিয়াম অক্সালেটের কেলাস
Q7. দাতার রক্ত তঞ্চিত হতে না দেওয়ার জন্য ব্যবহার করা হয় –
- সোডিয়াম সাইট্রেট
- সোডিয়াম গ্লাইকোকোলেট
- হেপারিন
- সোডিয়াম টারাকোলেট
সোডিয়াম সাইট্রেট
Q8. জিহ্বার অগ্রভাগে কোন প্রকারের স্বাদ গৃহীত হয় ?
- মিষ্টি
- তিক্ত
- লবণাক্ত
- অম্ল
মিষ্টি
Q9. হাতের বাইসেপস পেশি হল-
- ফ্লেক্সর পেশি
- এক্সটেন্সর পেশি
- ফ্লেক্সর পেশি
- রোটেটর পেশি
ফ্লেক্সর পেশি
Q10. বর্ণ শোষণে সাহায্য করে যে কোশ তার নাম –
- রড কোশ
- কোণ কোশ
- রড ও কোণ কোশ উভয়ই
- কোনোটিই ঠিক নয়
কোণ কোশ
General Science Mock Test in Bengali Set-2 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set
Q11.ADH -এর অভাবে যে রোগটি সৃর্ষ্টি হয় –
- ডায়াবেটিস ইনসিপিডাস
- ডায়াবেটিস মেলিটাস
- গ্রেভ -এর রোগ
- কুর্শিং -এর রোগ
ডায়াবেটিস ইনসিপিডাস
Q12. 3.5% যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানিজেশন বলে ,সেটি হল-
- গন্ধক
- চুন
- পটাশিয়াম পারম্যাঙ্গানেট
- ন্যাপথালিন
গন্ধক
Q13. পিতল নিম্নোক্ত কোন ধাতুদ্বয়ের সঙ্কর ?
- লোহা ও তামা
- তামা ও দস্তা
- তামা ও অ্যালুমিনিয়াম
- তামা ও টিন
তামা ও দস্তা
Q14. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় –
- নীল আলোয়
- কমলা আলোয়
- সবুজ আলোয়
- লাল আলোয়
সবুজ আলোয়
Q15. নিউক্লীয় চুল্লীতে সংঘটিও সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল-
- ফিসন (বিভাজন)
- ফিউসন (সংযোজন )
- স্প্যালেশন
- নিউট্রন অভিশোষণ
ফিসন (বিভাজন)
Q16. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয় ?
- দুধ শুকিয়ে গুড়ো দুধ তৈরি করা
- আয়োডিনের উর্ধ্বপাতন
- চায়ে চিনি মেশানো
- মোমবাতির দহন
মোমবাতির দহন
Q17. সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-
- সাইটোসল -এ
- ক্লোরোপ্লাস্টের গ্রাণায়
- ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
- রাইবোজোম –এ
ক্লোরোপ্লাস্টের গ্রাণায়
Q18. একটি স্কেলার রাশির উদাহরণ –
- বেগ
- বল
- ভরবেগ
- শক্তি
শক্তি
Q19. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-
- মলিষের পরীক্ষা
- বাইইউরেট পরীক্ষা
- ডি. এন. পি পরীক্ষা
- বেনেডিক্টের পরীক্ষা
বাইইউরেট পরীক্ষা
Q20. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট –
- উদ্ভিদের সালোকসংশ্লেষের সাথে
- উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সাথে
- উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসাবে
- উদ্ভিদের উৎসেচক পরিবহণের সঙ্গে
উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সাথে
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q21. জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে ?
- Zn এবং Ni
- Al
- Zn
- Sn
Zn এবং Ni
Q22. দিয়াশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটি হল-
- সালফার
- ম্যাঙ্গানিজ -ডাই-অক্সাইড
- সোডিয়াম ক্লোরাইড
- এন্টিমনি সালফাইড
এন্টিমনি সালফাইড
Q23. দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা –
- সর্বদা 1 -এর বেশি
- সর্বদা 1 -এর কম
- সর্বদা 1 এর সমান
- উপরের কোনোটিই নয়
সর্বদা 1 -এর বেশি
Q24. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ?`
- ভিটামিন A
- ভিটামিন D
- ভিটামিন K
- ভিটামিন E
ভিটামিন K
Q25. 0°C এক গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে –
- -1°C
- -80°C
- 1°C
- 0°C
0°C
Q26. তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ –
- বাড়ে
- কমে
- অপরিবর্তিত থাকে
- উপরের কোনোটিই নয়
বাড়ে
Q27. বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ আবিস্কার করেন –
- ডারউইন
- উইলিয়াম হার্ভে
- মেন্ডেল
- হিপোক্রিটাস
উইলিয়াম হার্ভে
Q28. দলশূন্য ফুল গুলির পরাগ সংযোগ হয় –
- মৌমাছি দ্বারা
- পাখি দ্বারা
- প্রজাপতি দ্বারা
- বায়ু দ্বারা
বায়ু দ্বারা
Q29. DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল-
- ইউরাসিল
- অ্যাডিনিন
- থাইমিন
- সাইটোসিন
ইউরাসিল
Q30. একটি 200V-100W বালব -এর রোধ –
- 400 Ohm
- 200V বিভব পার্থক্য প্রয়োগ করলে তখনই শুধুমাত্র 400 Ohm
- 350 Ohm
- 2 Ohm
400 Ohm
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q31. মানুষের দেহে ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু –
- Plasmodium vivax
- Plasmodium falciparum
- Plasmodium malaria
- Plasmodium ovale
Plasmodium falciparum
Q32. স্তন্যপায়ী প্রাণির স্নায়ুকোশ সর্বদা যে দশায় থাকে সেটি হল-
- G0 দশা
- G1 দশা
- G2 দশা
- M দশা
G0 দশা
Q33. কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে –
- পৃথিবীর কেন্দ্রে
- পৃথিবীর থেকে অসীম দূরত্বে
- পৃথিবীর পৃষ্ঠে
- পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে
পৃথিবীর পৃষ্ঠে
Q34. ইউরিয়া হল গবেষণাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ ,এটি প্রস্তুত করেছিলেন –
- ল্যাভয়সিয়র
- বারজেলিয়াস
- হোলার
- পাস্তুর
হোলার
Q35. একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় –
- 150 লিটার
- 200 লিটার
- 300 লিটার
- 340 লিটার
300 লিটার
Q36. নীচের কোন জ্বালানির তাপন মূল্য সবথেকে বেশি ?
- মিথেন গ্যাস
- বায়ো গ্যাস
- হাইড্রোজেন গ্যাস
- প্রাকৃতিক গ্যাস
হাইড্রোজেন গ্যাস
Q37. SONAR প্রযুক্তিতে ব্যবহৃত হয় –
- শব্দেতর শব্দ
- শব্দোত্তর শব্দ
- শ্রুতিগোচর শব্দ
- কোনোটিই নয়
শব্দোত্তর শব্দ
Q38. পর্যাবৃত্ত ধর্ম নয় –
- যোজ্যতা
- দ্রাব্যতা
- পরমাণুর ব্যাসার্ধ
- তড়িৎ -ঋণাত্মকতা
দ্রাব্যতা
Q39. মাছের দেহে অবস্থিত V আকৃতির পেশিকে বলে –
- কোরালো ব্রাকিয়ালিস
- পেক্টোরালিস
- বাইসেপস
- মায়োটোম পেশি
মায়োটোম পেশি
Q40. যে প্রাণীদের চোখে পেকটিন দেখা যায় সেটি হল-
- বাঘ
- সাপ
- ব্যাঙ
- পায়রা
পায়রা
Q41. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয় ?
- আয়রন
- নাইক্রোম
- টাংস্টেন
- গ্রাফাইট
টাংস্টেন
Q42. ক্ষুদ্র বৃষ্টিকণার সূর্যালোকের সামনে উপস্থিতিতে নীচের কোনটির ফলে রামধনু তৈরি হয় ?
- প্রতিফলন এবং প্রতিবন্ধকতা
- প্রতিসরণ এবং বিচ্ছুরন
- প্রতিবন্ধকতা এবং প্রতিফলন
- প্রতিসরণ এবং বিচ্ছুরণ
প্রতিসরণ এবং বিচ্ছুরণ
Q43. পরমাণু বোমা নীচের কোন নীতিভিত্তিক ?
- নিউক্লিয়ার সংশ্লেষ
- নিউক্লিয়ার বিভাজন
- A এবং B উভয়ই
- কোনোটাই নয়
নিউক্লিয়ার সংশ্লেষ
Q44. পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবহার করা হয় ?
- CO2 টাইপ
- সোডা অ্যাসিড টাইপ
- পাউডার টাইপ
- কোনোটাই নয়
পাউডার টাইপ
Q45. কোন দ্রব্য যা তাপ ছাড়ার আগেই দ্রুত বাস্পে পরিণত হয় ,তাকে বলে-
- স্ফুটন
- সিন্থেটিক
- উদ্বায়ী
- বুদবুদ
উদ্বায়ী
Q47. এক অশ্বক্ষমতা = কত ?
- 736 ওয়াট
- 746 ওয়াট
- 748 ওয়াট
- 756 ওয়াট
746 ওয়াট
Q49. নীচের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
- পিটুইটারি
- যকৃৎ
- অগ্ন্যাশয়
- প্যারাথাইরয়েড
অগ্ন্যাশয়
Q50. ‘বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস’ প্রতিষ্ঠা করেন –
- ড. বি.সি.রায়
- প্রফুল্ল চন্দ্র রায়
- মেঘনাথ সাহা
- জগদীশচন্দ্র বসু
প্রফুল্ল চন্দ্র রায়