Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 10 Physical Science Suggestion-dhatubidya । দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় 4 টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় মোট 5 নম্বর থাকে এই অধ্যায় থেকে । মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা অধ্যায়ের প্রশ্ন-উত্তর –এ রয়েছে 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং MCQ প্রশ্ন উত্তর । ভৌতবিজ্ঞানের ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই Question Answer । এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে ধাতুবিদ্যার সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত ।
এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি ধাতুবিদ্যা এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে দশম শ্রেণি ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা অধ্যায়ের প্রশ্ন-উত্তর|WBBSE Class 10 Physical Science Suggestion|দশম শ্রেণি ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা অধ্যায়ের প্রশ্ন-উত্তর
বিভাগ-ক
MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 1)
1.1. কপারের একটি আকরিকের নাম হল –
(a) ক্যালামাইন
(b) কপার গ্লান্স
(c) বক্সাইট
(d) সিডারাইট
উত্তরঃ (b) কপার গ্লান্স
1.2. সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে –
(a) লোহা
(b) রুপো
(c) সোনা
(d) পারদ
উত্তরঃ (d) পারদ
1.3. জার্মান সিলভারে থাকে না –
(a) Ag
(b) Cu
(c) Zn
(d) Ni
উত্তরঃ (a) Ag
1.4. পিতল সংকর ধাতুতে আছে –
(a) Cu, Sn
(b) Zn, Cu
(c) Cu, Pb
(d) Cu, Al
উত্তরঃ (b) Zn, Cu
1.5. গিবসাইট কোন্ ধাতুর আকরিক?
(a) Al
(b) Cu
(c) Zn
(d) Fe
উত্তরঃ (a) Al
ধাতুবিদ্যা অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
1.6. খোলা আর্দ্র বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘকালীন ক্রিয়ায় সবুজ তাম্রমল সৃষ্টি হয়। এই তাম্রমলের রাসায়নিক সংযুতি হল-
(a) Cu2S.Fe2S3
(b) CuCO3.Cu(OH)2
(c) CuSO4.3Cu(OH)2
(d) CuCO3.Cu(OH)2 ও CuSO4.3Cu(OH)2 উভয়ই
উত্তরঃ (d) CuCO3.Cu(OH)2 ও CuSO4.3Cu(OH)2 উভয়ই
1.7. থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত –
(a) 1: 2
(b) 2 : 1
(c) 1 : 3
(d) 3:1
উত্তরঃ (d) 3:1
1.8. লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত –
(a) FeO
(b) Fe2O3
(c) Fe3O4
(d) FeCO3
উত্তরঃ (b) Fe2O3
1.9. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল –
(a) জার্মান সিলভার
(b) ব্রোঞ্জ
(c) ইনভার
(d) ডুরালুমিন
উত্তরঃ (d) ডুরালুমিন
1.10. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান –
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Cul
উত্তরঃ (a) Al
1.11. কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান?-
(a) লোহা-নিকেল
(b) কপার-টিন
(c) জিংক-কপার
(d) লোহা-টিন
উত্তরঃ (b) কপার-টিন
1.12. থার্মিট মিশ্রণটি হল –
(a) Fe2O3 + Al
(b) Fe2O3 + Cu
(c) FeO + Al
(d) FeO + Cul
উত্তরঃ (a) Fe2O3 + Al
1.13. ধার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় –
(a) Mn
(b) Cr
(c) P
(d) Mn এবং Cr উভয়ই
উত্তরঃ (d) Mn এবং Cr উভয়ই
1.14. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? –
(a) Al2O3
(b) Al2O3.H2O
(c) Al2O3.2H2O
(d) AlF3.3NaF
উত্তরঃ (c) Al2O3.2H2O
1.15. জিংক ব্লেন্ড কোন ধাতুর আকরিক –
(a) Zn
(b) Fe
(c) Cu
(d) Al
উত্তরঃ (a) Zn
1.16. থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য ? –
(a) C
(b) Al
(c) Fe
(d) Zn
উত্তরঃ (b) Al
ধাতুবিদ্যা অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
1.17. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? –
(a) বক্সাইট
(b) হিমাটাইট
(c) ম্যালাকাইট
(d) চ্যালকোপাইরাইটস
উত্তরঃ (a) বক্সাইট
1.18. প্রদত্ত কোন্ ধাতু সংকরে জিংক বর্তমান ? –
(a) কাসা
(b) পিতল
(c) ব্রোঞ্জ
(d) ডুরালুমিন
উত্তরঃ (b) পিতল
1.19. সস্তার আকরিক হল –
(a) বক্সাইট
(b) ক্রায়োলাইট
(c) ক্যালামাইন
(d) ম্যাগনেটাইট
উত্তরঃ (c) ক্যালামাইন
1.20. হিমাটাইট কোন্ ধাতুর আকরিক ? –
(a) তামা
(b) অ্যালুমিনিয়াম
(c) লোহা
(d) জিংক
উত্তরঃ (c) লোহা
1.21. পিতলে থাকে –
(a) Cu, Sn
(b) Cu, Ni
(c) Cu, Zn
(d) Cu, Al
উত্তরঃ (c) Cu, Zn
গণিতপ্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর 1 নম্বরের (VSA)
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 1 )
একটি বাক্যে উত্তর দাও :
2.1. পিতলে কোন্ উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ তামা
2.2. পিতলে ম্যাগনেশিয়াম ও জিংক-এর মধ্যে কোন্ ধাতুটি বর্তমান ?
উত্তরঃ জিংক
2.3. কাঁসার প্রধান উপাদানটি কী?
উত্তরঃ কাঁসার প্রধান উপাদান তামা ।
2.4. ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোন্ ধাতুটি উপস্থিত ?
উত্তরঃ ব্রোঞ্জে কপার উপস্থিত ।
2.5. অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো।
উত্তরঃ অ্যালনিকো
2.6. জার্মান সিলভারের উপাদানগুলি লেখো।
উত্তরঃ জার্মান সিলভারের উপাদান গুলি হল- কপার , জিংক এবং নিকেল
2.7. কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তরঃ কপার গ্লান্স (Cu2S)
2.8. তড়িবিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো।
উত্তরঃ তড়িবিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ হল বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিস্কাশন ।
2.9. ফুওরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো।
উত্তরঃ ক্রায়োলাইট (AlF3. 3NaF)
2.10. জিংক-এর একটি আকরিকের সংকেত লেখো।
উত্তরঃ জিংক ব্লেন্ড (ZnS)
2.11. পিতলে কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান ?
উত্তরঃ পিতলে কপার ধাতু বর্তমান ।
2.12. কোন্ ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরেই উপস্থিত ?
উত্তরঃ তামা
2.13. ‘দার্শনিকের উল কাকে বলে?
উত্তরঃ ZnO –কে দার্শনিকের উল বলে ।
2.14. অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুটির আকরিকে ভারত সমৃদ্ধ ?
উত্তরঃ লোহা
2.15. বক্সাইট কোন্ ধাতুর আকরিক?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
2.16. লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তরঃ রেড হিমাটাইট
2.17. গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
উত্তরঃ গ্যালভানাইজেশনে জিংক ধাতুর প্রলেপ দেওয়া হয় ।
2.18. ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী?
উত্তরঃ অ্যালুমিনিয়াম , ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ
2.19. জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কী ব্যবহৃত হয় ?
উত্তরঃ ম্যাগনেশিয়াম ব্লক ।
2.20. কোন ধাতুকে ‘Self Protecting Metal’ বলা হয়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম (Al)
2.21. মরচের রাসায়নিক সংকেত কী ?
উত্তরঃ Fe2O3. X H2O
2.22. ইনভারের উপাদানের শতকরা সংযুতি কী?
উত্তরঃ লোহা – 64% এবং নিকেল – 36%
2.23. একটি অ্যামালগামের উদাহরণ দাও।
উত্তরঃ জিংক অ্যামালগাম (Zn-Hg)
2.24. কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম (অথবা চিহ্ন) লেখো।
উত্তরঃ জিংক (Zn)
শূন্যস্থান পূরণ:
2.25. Cu-এর একটি সালফাইড আকরিকের নাম হল ____________________ ।
উত্তরঃ কপার গ্লান্স (Cu2S)
2.26. জার্মান সিলভারে শতকরা হিসেবে সিলভার থাকে _______________।
উত্তরঃ 0%
2.27. আয়রনের ওপর________________ ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।
উত্তরঃ দস্তার
2.28. উচ্চ উয়তায় জিংকের অক্সাইডের _____________বিজারণে জিংক উৎপাদন করা হয়।
উত্তরঃ কার্বন
নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো :
2.29. ম্যালাকাইট কপারের আকরিক।
উত্তরঃ সত্য
2.30. ক্যালামাইনের সংকেত ZnSO4।
উত্তরঃ মিথ্যা
2.31. কার্বন-বিজারণ পদ্ধতিতে Al-কে বক্সাইট থেকে নিষ্কাশন করা সম্ভব।
উত্তরঃ মিথ্যা
গণিতপ্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
স্তম্ভ মিলানোঃ
2.32. বামস্তত্ত্বের সঙ্গে ডানস্তম্ভের মিল করো :
ডানস্তস্ত | বামস্তম্ভ | উত্তর |
1. যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে | (i) Fe | 1-(xiii) |
2. ডুরালুমিনে বর্তমান | (ii) Cr | 2-(iii) |
3. আয়রনের একটি আকরিক | (iii) Cu | 3-(xii) |
4. পিতল ও ব্রোঞ্জ উভয়েই উপস্থিত | (iv) অ্যালুমিনিয়াম | 4-(vii) |
5. একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় | (v) ZnCO3 | 5-(ix) |
6. ব্রোঞ্জে উপস্থিত | (vi) Na3AlF6 | 6-(viii) |
7. থার্মিট পদ্ধতিতে উচ্চ উয়তায় Fe2O3 -কে বিজারিত করে | (vii) Cu | 7-(iv) |
8. ধাতু সংকর কাসাতে উপস্থিত | (viii) Sn | 8-(xvi) |
9. কলঙ্কহীন ইস্পাতে থাকে | (ix) Zn | 9-(ii) |
10. পিতলে আছে, কিন্তু ব্রোঞ্জে নেই | (x) Cu | 10-(xvii) |
11.অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে | (xi) Cu | 11-(xv) |
12. ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে | (xii) রেড হিমাটাইট | 12-(vii) |
13. ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি | (xiii) Cl | 13-(x) |
14. হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় | (xiv) Cu | 14-(i) |
15. ক্যালামাইন | (xv) Al | 15-(v) |
16. ক্রায়োলাইট | (xvi) টিন | 16-(vi) |
17. ম্যালাকাইট | (xvii) Zn | 17-(xi) |
18. স্বতঃবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় | (xviii) Cu | 18-(xiv) |
19. অ্যালুমিনা | (xix) আয়রন + নিকেল | 19-(xx) |
20. ইনভার | (xx) Al2O3 | 20-(xix) |
মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)
বিভাগ-গ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের (SA)
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান -2)
3.1. আকরিকের উদাহরণসহ সংজ্ঞা দাও।
3.2. সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয় – উক্তিটি ব্যাখ্যা করো।
3.3. কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।
3.4. প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও –
(i) জিংক
(ii) আয়রন
(iii) অ্যালুমিনিয়াম
(iv) কপার
3.5. কোনটি আয়রনের আকরিক? বক্সাইট, রেড হিমাটাইট, ক্লায়োলাইট, কার্নালাইট, ক্যালামাইন, চ্যালকোপাইরাইট্স। 6. উদাহরণসহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো।
3.6: প্রদত্ত ধাতুগুলির কয়েকটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো : Al, .Fe, Cu, Zn ।
3.7. প্রদত্ত ধাতু সংকরগুলির রাসায়নিক সংযুতি ও ব্যবহার লেখো ডুরালুমিন, জার্মান সিলভার, পিতল, স্টেইনলেস স্টিল।
3.8. পিতলের প্রধান উপাদানটির নাম লেখো। ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কী?
3.9. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো।
3.10. ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো ও বিজারকটিকে চিহ্নিত করো।
3.11. ধার্মিট মিশ্রণ কী? এটিকে উচ্চ উয়তায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণসহ লেখো।
3.12. জারণ ও বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে প্রদত্ত কোনটি জারণ বিক্রিয়া ও কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো : Ca → Ca2+ + 2e– ; O +2e–→ O2-
3.13. জারণ-বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে, নীচের বিক্রিয়াগুলিতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে।
(i) 2Fe3+ + Sn2+ = 2Fe2+ + Sn4+
(ii) Cu2+ + Zn = Zn2+ + Cu
3.14. জারণ ও বিজারণের ইলেকট্রনীর সংজ্ঞা দাও উদাহরণসহ।
3.15. গ্যালভানাইজেশন কাকে বলে?
3.16. মরিচা পড়ার আধুনিক মতবাদ ব্যাখ্যা করো।
3.17. লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেবার উদ্দেশ্য কী?
3.18. CuSO4-এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হবে?
3.19. লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন ব্যাখ্যা করো।
3.20. দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না ব্যাখ্যা করো। বিক্রিয়ার সমিত সমীকরণ দাও।
3.21. অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন ?
3.22. কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন ?
3.23. ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া বুঝিয়ে দাও ।
3.24. জিংক অক্সাইড থেকে কীভাবে জিংক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
3.25. লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো।
3.26. জিংক ব্লেন্ডকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন ?
3.27. CuSO4-এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখে এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe-এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায় ?
3.28. মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো।
3.29. ডুরালুমিনের ব্যবহার লেখো।
3.30. সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো।
3.31. বক্সাইট থেকে Al-ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো।
3.32. সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন ?
3.33. কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতি সমীকরণসহ ব্যাখ্যা করো।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)