Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ 1 নম্বরের , SAQ , সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর 3 নম্বরের )
Table of Contents
Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন: (প্রশ্নমান-1)
১। ভারতে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়-
- 1567 খ্রি
- 1767 খ্রি
- 1667 খ্রি (উত্তর)
- 1867 খ্রি
২। 15′ × 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) –
- 1:2,50,000
- 1: 1,00,000
- 1: 50,000 (উত্তর)
- 1: 25,000
৩। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হল –
- SOI (উত্তর)
- NASA
- ISRO
- NATMO
৪। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল-
- IRS (উত্তর)
- LANDSAT
- SPOT
- Station
৫। মিলিয়ন শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার
- 15′ × 15′
- 30′ × 30′
- 1° × 1°
- 4″ × 4″ (উত্তর)
৬। টোপোশিটের সূচক সংখ্যা 73 হলে স্কেল হবে –
- 1: 50,000
- 1: 10,00,000 (উত্তর)
- 1: 2,50,000
- 1: 25,000
Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৭। উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয়-
- ফল্স কালার (উত্তর)
- টু কালার
- বাই কালার
- ব্ল্যাক কালার
৮। টোপোশিটের মিলিয়ন শিটে স্কেল থাকে –
- 1: 10,00,000 (উত্তর)
- 1: 25,000
- 1:50,000
- 1: 5,00,000
৯। একটি সান সিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হল-
- INSAT
- METEOSAT
- GOTS
- IRS (উত্তর)
১০। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল-
- স্পুটনিক (উত্তর)
- আর্যভট্ট
- IRS-4
- রোহিনী
১১। একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চি শিট থাকতে পারে?-
- 16টি
- 32টি
- 64টি
- 256টি (উত্তর)
১২। ডিগ্রি শিটের RF হল –
- 1: 10,00,000
- 1: 2,50,000 (উত্তর)
- 1: 1,00,000
- 1: 50,000
১৩। জিওস্টেশনারি উপগ্রহ হল-
- IRS
- INSAT (উত্তর)
- SPOT
- LANDSAT
১৪। একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল-
- মৌজা মানচিত্র (উত্তর)
- রাজ্য মানচিত্র
- কোনো দেশের মানচিত্র
- পৃথিবীর মানচিত্র
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১৫। Radar হল-
- প্যাসিভ সেন্সর
- অ্যাক্টিভ সেন্সর (উত্তর)
- কৃত্রিম উপগ্রহ
- ক্যামেরা
১৬। টেপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা। হল-
- বাদামি (উত্তর)
- কালো
- লাল
- নীল
১৭। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল-
- মৌজা মানচিত্র
- অ্যাটলাস (উত্তর)
- ভুবৈচিত্র্যসূচক মানচিত্র
- আবহাওয়া মানচিত্র
১৮। মানচিত্রের নির্দেশিকায় থাকে-
- স্কেল
- উত্তর দিক নির্দেশক
- প্রতীক (উত্তর)
- অক্ষাংশ-দ্রাঘিমা
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:(প্রশ্নমান-1)
দু-এক কথায় উত্তর দাও:
১। ‘PIXEL’ কথাটির অর্থ কী?
২। ISRO-এর সম্পূর্ণ অর্থ লেখো।
৩। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়?
৪ । ‘INSAT’ কথাটির অর্থ কী?
৫। উপগ্রহ থেকে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম কী?
৬। NASA-এর পুরো অর্থ কী?
৭। ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৮। GIS-এর সম্পূর্ণ অর্থ লেখো।
৯। কোন্ মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?
১০। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
১১। উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়?
১২। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে কী ধরনের মানচিত্র বলে?
শূন্যস্থান পূরণ করো:
১| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি __________-এ অবস্থিত।
২। এক সেমি মানচিত্র দূরত্ব 500 কিমি ভূমিভাগের দূরত্বের সমান। এটি __________স্কেলের উদাহরণ।
৩। স্বচ্ছ ও গভীর জলকে উপগ্রহ চিত্রে _________ রঙের দেখায়।
৪। মানচিত্রে নিত্যবহ নদী __________ রঙে দেখানো হয়।
৫। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল ____________।
৬। পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে_____নামক যন্ত্র।
৭। দূর সংবেদন ব্যবস্থায় ________ব্যবহার সবচেয়ে বেশি।।
৮। ‘RF’ শব্দের পুরো কথা ___________।
৯। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের RF হল ____________।
১০। LANDSAT হল __________দেশের কৃত্রিম উপগ্রহ।
নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:
১। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
২। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট।
৩। ভারতের উপগ্রহ প্রকল্পটি হল LANDSAT।
৪। উপগ্রহ চিত্রে শুষ্ক নদীবক্ষ লাল রঙের হয়।
৫। RF = 1 : 10,00,000-এর অর্থ 1 সেমি = 10 কিমি।
৬। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।
৭। 73A ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটি হল একটি ডিগ্রি শিট মানচিত্র।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৮। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে।
৯। উপগ্রহ চিত্র ছদ্ম রং দ্বারা উপস্থাপন করা হয়।
১০। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম।
১১। উপগ্রহ চিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়।
১২। স্কেল যত বড়ো হয় মানচিত্রে তত বেশি অঞ্চল দেখানো যায়।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:(প্রশ্নমান-2)
১। দূর সংবেদন বা রিমোট সেন্সিং কী?
২। জিওস্টেশনারি উপগ্রহ কী?
৩। উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?
৪। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
৫। ফল্স কালার বা ছদ্ম রং বা FCC কী?
৬। EMR কী?
৭। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে?
৮। সূর্যসমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহের সংজ্ঞা দাও।
৯। INSAT কী?
১০। Swath কী?
১১। ভূমির ব্যবহারে উপগ্রহ চিত্রের গুরুত্ব কী?
১২। টোপোশিটের সূচক সংখ্যা বলতে কী বোঝো?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১৩। টোপো মানচিত্রে সাংস্কৃতিক উপাদানগুলি কী কী?
Madhyamik Geography Suggestion Chapter 7 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ || ‘উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র’ অধ্যায়ের প্রশ্ন উত্তর
১৪। পিক্সেল কী?
১৫। নাদির বিন্দু কী?
১৬। ব্যান্ড কী?
১৭। TCC কী?
১৮। Bench Mark কী?
১৯। GPS কী?
২০। মানচিত্র কাকে বলে?
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-3)
১। উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।
২। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
৩। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?
৪। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।।
৫। উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো।
৬। উপগ্রহ চিত্র তোলার কী কী পর্যায় আছে?
৭। উপগ্রহ চিত্রের যে-কোনো দুটি সুবিধা লেখো।
৮। জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো।
৯। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় কেন?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১০। ভগ্নাংশসূচক স্কেলের (RF) ব্যবহার উল্লেখ করো।
১১। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
১২। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১৩। স্কেলের ব্যবহার অনুযায়ী যে-কোনো দুধরনের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের চারটি বৈশিষ্ট্য লেখো।
১৪। বিভিন্ন ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার আলোচনা করো।
১৫। মানচিত্রে স্কেলের গুরুত্ব উল্লেখ করো।
১৬। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সাথে মৌজা মানচিত্রের পার্থক্য কী?
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।