Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 1 Question Answer । দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ ‘ইতিহাসের ধারণা’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন ( 4 নম্বরের ) ,2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন এবং MCQ , SAQ -এই সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পোস্টে । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করতে পারা যাবে ।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 1 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত ।
এই পোস্টে Madhyamik History Chapter 1 Question Answer –এর পাশাপশি ইতিহাসের ধারণা অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 1 Question Answer
MCQ প্রশ্ন উত্তর
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান ১ )
1.1. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-
(ক) মুনসি প্রেমচাঁদ
(খ) কৃয়ন চন্দর
(গ) খুশবন্ত সিং
(ঘ) সাদাত হাসান মান্টো
উত্তরঃ (ক) মুনসি প্রেমচাঁদ
1.2. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
1.3. ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চার শুরু হয় –
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯২০-এর দশকে
(গ) ১৯৩০-এর দশকে
(ঘ) ১৯৭০-এর দশকে
উত্তরঃ (ঘ) ১৯৭০-এর দশকে
1.4. Ecological Imperialism’ লিখেছেন-
(ক) স্ট্যানলি জ্যাকসন
(খ) এলিজাবেথ হাটিকম্ব
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) আলফ্রেড ক্রসবি
উত্তরঃ (ঘ) আলফ্রেড ক্রসবি
1.5. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
1.6. ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল –
(ক) ১২ জানুয়ারি, ১৯৮৯
(খ) ৫ জুন, ১৯৭৪
(গ) ১ মে, ১৯২৩
(ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯১৫
উত্তরঃ (খ) ৫ জুন, ১৯৭৪
1.7. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –
(ক) ১৯৩০-৪০-এর দশকে
(খ) ১৯৪০-৫০-এর দশকে
(গ) ১৯৫০-৬০-এর দশকে
(ঘ) ১৯৬০-৭০-এর দশকে
উত্তরঃ (ঘ) ১৯৬০-৭০-এর দশকে
1.8. বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –
(ক) বঙ্গদর্শন
(খ) সংবাদ প্রভাকর
(গ) বেঙ্গল গেজেট
(ঘ) সম্বাদ কৌমুদী
উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট
অনুরূপ প্রশ্ন : ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল –
(ক) সমাচার দর্পণ
(খ) সংবাদ প্রভাকর
(গ) বেঙ্গল গেজেট
(ঘ) দিগ্দর্শন
উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট
1.9. ভারতে চিপকো আন্দোলন ছিল –
(ক) শ্রমিক আন্দোলন
(খ) পরিবেশ আন্দোলন
(গ) কৃষক আন্দোলন
(ঘ) ভাষা আন্দোলন
উত্তরঃ (খ) পরিবেশ আন্দোলন
1.10. ‘নবান্ন’ নাটকটি রচনা করেন –
(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) মধুসুদন দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) বিজন ভট্টাচার্য
1.11. প্রথম নির্বাক চলচ্চিত্র হল:
(ক) জামাইষষ্ঠী
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) চণ্ডীদাস
(ঘ) দেনাপাওনা
উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র
1.12. ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয় –
(ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
(খ) সোমপ্রকাশ পত্রিকায়
(গ) বঙ্গদর্শন পত্রিকায়
(ঘ) দিগদর্শন পত্রিকায়
উত্তরঃ (গ) বঙ্গদর্শন পত্রিকায়
1.13. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –
(ক) ফোটোগ্রাফির ইতিহাসের
(খ) খেলাধুলার ইতিহাসের
(গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের সঙ্গে
উত্তরঃ (গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের
‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের MCQ মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
1.14. রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন –
(ক) জর্জ বার্নার্ডশ
(খ) থমাস মেটকাফ
(গ) এডউইন লুটিয়েন
(ঘ) ডার্ক কোলফ
উত্তরঃ (গ) এডউইন লুটিয়েন
1.15. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে –
(ক) সামরিক ইতিহাসের
(খ) খেলাধুলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের সঙ্গে
উত্তরঃ (গ) স্থানীয় ইতিহাসের
1.16. কথাকলি নৃত্য’ কোন্ অঞ্চলের নৃত্য ? –
(ক) কর্ণাটক
(খ) মালাবার
(গ) কেরল
(ঘ) মণিপুর
উত্তরঃ (গ) কেরল
1.17. ‘The Story of My Experiment with Truth’ গ্রন্থের লেখক হলেন-
(ক) জওহরলাল নেহরু
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) মহাত্মা গান্ধি
(ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ (গ) মহাত্মা গান্ধি
1.18. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
1.19. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা হলেন –
(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
1.20. ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন –
(ক) জুরগেন কোকা
(খ) মার্ক ব্লখ
(গ) জি এম ট্রেভেলিয়ান
(ঘ) লুসিয়েন ফেভর
উত্তরঃ (গ) জি এম ট্রেভেলিয়ান
1.21. জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
1.22. সোমপ্রকাশ ছিল একটি –
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা
1.23. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়া জগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে
1.24. ১৯৪৭ বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস –
(ক) পরিবেশ ইতিহাসচর্চার বিষয়
(খ) শহরের ইতিহাসচর্চার বিষয়
(গ) সামাজিক ইতিহাসচর্চার বিষয়
(ঘ) সামরিক ইতিহাসচর্চার বিষয়
উত্তরঃ (গ) সামাজিক ইতিহাসচর্চার বিষয়
1.25. কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’র প্রথম নিদর্শনটি হল –
(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) হেস্টিংস হাউস
(গ) হাইকোর্ট
(ঘ) মনুমেন্ট
উত্তরঃ (গ) হাইকোর্ট
1.26. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –
(ক) সোমপ্রকাশ
(খ) দিগ্দর্শন
(গ) সমাচার দর্পণ
(ঘ) বেঙ্গল গেজেট
উত্তরঃ (খ) দিগ্দর্শন
অনুরূপ প্রশ্ন : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র ‘হল-
(ক) দিগ্দর্শন
(খ) সমাচার দর্পণ
(গ) বেঙ্গাল গেজেট
(ঘ) সংবাদ প্রভাকর
উত্তরঃ (ক) দিগ্দর্শন
1.27. ‘সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রকাশক হলেন-
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের MCQ মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো : (প্রতিটি প্রশ্নের মান — ১)
2.1. চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল ?
উত্তরঃ লন্ডনে ১৮৯৫ সালে
2.2 সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
উত্তরঃ জীবনে ঝরাপাতা
2.3. ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থের লেখক কে ছিলেন ?
উত্তরঃ জে ডি বার্নাল
2.4. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয় ?
উত্তরঃ ১৮৭১ খ্রিষ্টাব্দ থেকে
2.5. CSIR-এর পুরো নাম কী ?
উত্তরঃ Council of Scietific and Industrial Research
2.6. Military History of India’ গ্রন্থটি কে লিখেছিলেন ?
উত্তরঃ জি এস সাঁধু
2.7. ‘বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
2.8. The Sea Around Us’ বইটির লেখক কে ?
উত্তরঃ র্যাচেল কারসন ।
2.9. আন্তর্জাতিক নারীবর্ষ কবে প্রথম পালিত হয় ?
উত্তরঃ ১৯৭৫ খ্রিষ্টাব্দে
2.10. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
2.11. History from Below’ প্রবন্ধটি কার লেখা ?
উত্তরঃ ই পি থমসন
2.12. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তরঃ সরকারি মহাফেজখানায়
2.13 ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে প্রাচীন ভারতের কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?
উত্তরঃ কাশ্মীর রাজ্যের
2.14. দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো ।
উত্তরঃ চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন ।
2.15. ‘জীবনের ঝরাপাতা’ কোথায় প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘জীবনের ঝড়াপাতা’ প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল- দেশ পত্রিকায় ।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন
2.16. ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয় ?
উত্তরঃ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে
2.17. ‘বেঙ্গল স্কুল অফ আর্ট’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
2.18. জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লিতে
2.19. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মত্মজীবনীর নাম কী ?
উত্তরঃ এ নেশন ইন মেকিং
2.20. ‘ছেড়ে আসা গ্রাম’ কোন ধরনের সাহিত্য ?
উত্তরঃ ” ছেড়ে আসা গ্রাম ” স্মৃতিকথামূলক সাহিত্য
2.21. ‘হকির জাদুকর’ কাকে বলা হয় ?
উত্তরঃ ধ্যানচাঁদ কে
2.22. ‘বঙ্গমাতা’ ছবিটি কার আঁকা ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
2.23. ‘কেশরী’ ও ‘মারাঠা’ কার পত্রিকা ।
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক
2.24. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী ?
উত্তরঃ জীবন স্মৃতি
2.25. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লেখেন ?
উত্তরঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
2.26. নিম্নবর্গের ইতিহাসচর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো ।
উত্তরঃ রণজিৎ গুহ , গৌতম ভদ্র , জর্জ রুদে
2.27. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
2.28. ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ।
উত্তরঃ ১৮৫৮ সালে
2.29. কোন বৎসর ভারতে রেলপথের প্রবর্তন হয় ।
উত্তরঃ ১৮৫৩ খ্রিষ্টাব্দে
2.30. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
উত্তরঃ সত্তর বৎসর
2.31. আধুনিক ইতিহাস লেখার যে-কোনো দুটি উপাদানের নাম লেখো ।
উত্তরঃ আত্মজীবনী ও সংবাদপত্র
সত্য/মিথ্যা নিরূপণ করো
2.32. রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ।
উত্তরঃ সত্য ।
2.33. ‘India Wins Freedom’ গ্রন্থটির রচয়িতা হলেন জওহরলাল নেহরু ।
উত্তরঃ মিথ্যা ।
2.34. জওহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে ৩০টি চিঠি লিখেছিলেন ।
উত্তরঃ সত্য ।
2.35. ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক ।
উত্তরঃ মিথ্যা ।
2.36. ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর ।
উত্তরঃ সত্য ।
2.37. Green Imperialism’ গ্রন্থের রচয়িতা রিচার্ড গ্রোভ।‘
উত্তরঃ সত্য ।
2.38. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর ।
উত্তরঃ সত্য ।
2.39. সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ।
উত্তরঃ সত্য ।
2.40. সংগীত স্থাপত্যের ইতিহাসচর্চার অংশ ।
উত্তরঃ সত্য ।
2.41. বিপিনচন্দ্র পালের লেখা সত্তর বৎসর একটি সরকারি নথি ।
উত্তরঃ মিথ্যা ।
2.42. ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’-এর অন্তর্গত ।
উত্তরঃ মিথ্যা ।
2.43. ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয় ।
উত্তরঃ মিথ্যা ।
2.44. সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে ।
উত্তরঃ সত্য ।
2.45. সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেয় ।
উত্তরঃ সত্য ।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন
2 নম্বরের SAQ প্রশ্ন উত্তর
3.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (দু-তিনটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান—2)
3.1. ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
3.2. খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দটি বিখ্যাত কেন ?
3.3. আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী ?
3.4. সামাজিক ইতিহাস কী?
3.5. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
3.6. নতুন সামাজিক ইতিহাস কী?
3.7. Set Right to Information Act’?
3.8. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
3.9. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
3.10. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
অনুরূপ প্রশ্ন : স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে উদাহরণসহ লেখো।
3.11. স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
3.12. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
3.13. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান রূপে ‘সরকারি নথিপত্র’-এর সীমাবদ্ধতা কী?
3.14. আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো?
4 নম্বরের প্রশ্ন উত্তর
4. বিশ্লেষণধর্মী প্রশ্ন : (সাত-আটটি বাক্যে ) (প্রতিটি প্রশ্নের মান-4)
4.1. বিপিনচন্দ্র পাল তাঁর ‘সত্তর বৎসর’ আত্মজীবনীতে কী ব্যাখ্যা করেছেন?
4.2. আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ -এর গুরুত্ব কী? ৩। আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো ।
4.3. আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে লেখো ।
4.4. আধুনিক ইতিহাসচর্চা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে?
4.5. ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা কী?
4.6. নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো ।
4.7. নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য আলোচনা করো ।
4.8. Letters from a Father to His Daughter’ ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কেন?
4.9. আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী?
অনুরূপ প্রশ্ন : খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে লেখো ।
4.10. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব কী ?
4.11. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’-এর গুরুত্ব লেখো ।
4.12. পরিবেশচর্চা ইতিহাসচর্চার ক্ষেত্রে সম্প্রতি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
২১। ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো।
২২। আধুনিক ভারতের ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব বিশ্লেষণ করো ।
অনুরূপ প্রশ্ন : নারী ইতিহাসচর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন ।
প্রশ্ন-১. Madhyamik History Chapter 1 Question Answer কেন আমাদের দরকার ?
উত্তরঃ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের ( ইতিহাসের ধারণা ) সিওর কমন সাজেশন ৯৯% (Sure Common Suggestion 99%) পাওয়ার জন্য ক্লাস টেনের ছাত্রছাত্রীদের এই প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে ।
প্রশ্ন-২. মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর আমরা কোথায় পাব ?
উত্তরঃ Anushilan.Com-এর এই পোস্টে তোমরা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর পাবে সম্পূর্ণ বিনামূল্যে ।
প্রশ্ন-৩. দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়ের 8 নম্বরের বড় প্রশ্ন ,4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন কোনগুলো ভালো করে তৈরি করতে হবে ?
উত্তরঃ এই পোস্টে প্রদত্ত 8 নম্বরের বড় প্রশ্ন উত্তর , 4 নম্বরের প্রশ্ন উত্তর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করতে হবে ।এগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন-৪. দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ এবং SAQ কোনগুলো গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ আমাদের এই পোস্টে প্রদত্ত MCQ এবং SAQ প্রশ্ন উত্তর গুলো মাধ্যমিকের জন্য খুব-ই গুরুত্বপূর্ণ । এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করা যাবে ।