WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভূগোলের চতুর্থ অধ্যায়ের -এর বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । এই MCQ প্রশ্ন উত্তর-গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভূগোল অধ্যায়-৪-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test ।তাই নবম শ্রেণি ভূগোল মক টেস্ট :ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ ,Class IX পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্ট|WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test
Q1.একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল –
- রকি
- আল্পস
- আরাবল্লি
- হিমালয়
আরাবল্লি
Q2. একটি স্তূপ পর্বতের উদাহরণ হল –
- হিমালয়
- সাতপুরা
- ভিসুবিয়াস
- রকি
সাতপুরা
Q3. একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল –
- ফুজিয়ামা
- সাতপুরা
- পূর্বঘাট
- আন্দিজ
ফুজিয়ামা
Q4. মেক্সিকোর পোপোকেটিপেটল একটি –
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তুপ পর্বত
- আগ্নেয় পর্বত
আগ্নেয় পর্বত
Q5. মহাদেশীয় পাতগুলি যে শিলা দ্বরা গঠিত তা হল –
- ব্যাসল্ট
- মারবেল
- গ্রানাইট
- নিস
গ্রানাইট
Q6. কোন আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলয়ে অবস্থিত ?
- ফুজিয়ামা
- ভিসুবিয়াস
- কিলিমাঞ্জারো
- স্ট্রম্বলি
ফুজিয়ামা
Q7. কোন দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি ঘটেছে ?
- দক্ষিন আমেরিকা -নাজকা পাত
- উত্তর আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় পাত
- আফ্রিকা -ইউরেশিয়া পাত
- আফ্রিকা-ইন্দো অস্ট্রেলীয় পাত
দক্ষিন আমেরিকা -নাজকা পাত
Q8. পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত –
- ফুজিয়ামা
- কটোওপাকসি
- ওজোস ডেল সালাডো
- মাউন্ট হেলমস
ওজোস ডেল সালাডো
Q9. The Great Rift Valley-এর দৈর্ঘ্য প্রায় –
- 5800 কিমি.
- 5670 কিমি.
- 6000 কিমি.
- 3475 কিমি.
6000 কিমি.
Q10. পৃথিবীর সর্বাধিক সংখ্যক আগ্নেয়গিরি দেখা যায় –
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
- আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
- ভারত মহাসাগরীয় অঞ্চলে সুমেরু
- সুমেরু মহাসাগরীয় অঞ্চলে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
Q11. ঝাড়খণ্ডের রাজমহল একটি –
- স্তুপ পর্বত
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- আগ্নেয় পর্বত
ক্ষয়জাত পর্বত
Q12. ব্যারেন হল ভারতের একটি –
- মৃতপ্রায় আগ্নেয়গিরি
- সুপ্ত আগ্নেয়গিরি
- মৃত আগ্নেয়গিরি
- জীবন্ত আগ্নেয়গিরি
জীবন্ত আগ্নেয়গিরি
Q13. ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী তার নাম –
- মহানদী
- সরস্বতী
- নর্মদা
- তাপ্তী
নর্মদা
Q14. একটি মৃত আগ্নেয়গিরির উদহরণ –
- স্ট্রম্বলি
- ফুজিয়ামা
- মাউন্ট পোপো
- মাউন্ট পিলি
মাউন্ট পোপো
Q15. ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল –
- ছোটোনাগপুর মালভূমি
- পামির মালভূমি
- লাডাক মালভূমি
- ব্রাজিল মালভূমি
ছোটোনাগপুর মালভূমি
Q16. জাগ্রোস ও এল্বুর্জ পর্বতের মাঝে যে মালভূমি রয়েছে সেটি হল –
- লাডাক
- ইরান
- ইউকন
- ইকুয়েডর
ইরান
Q17. কর্ণাটকের মালনাদ অঞ্চল হল একটি –
- পর্বতবেষ্টিত মালভূমি
- ব্যবচ্ছিন্ন মালভূমি
- লাভা মালভূমি
- মহাদেশীয় মালভূমি
ব্যবচ্ছিন্ন মালভূমি
Q18. ভারতের বাঘেলখন্ড ও বুন্দেলখন্ড হল –
- পর্বতবেষ্টিত মালভূমি
- ব্যবচ্ছিন্ন মালভূমি
- মহাদেশীয় মালভূমি
- পাদদেশীয় মালভূমি
ব্যবচ্ছিন্ন মালভূমি
Q19. পেডিমেন্ট ভূমিরূপ গঠিত হয় –
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে
- নদীর ক্ষয়কার্যের ফলে
- সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
- বায়ুর ক্ষয়কার্যের ফলে
বায়ুর ক্ষয়কার্যের ফলে
Q20. গ্রাবরেখা বা মোরেন সমভূমি দেখা যায় –
- কার্স্ট অঞ্চলে
- হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
- নিরক্ষীয় অঞ্চলে
- উষ্ণ মরু অঞ্চলে
হিমবাহ অধ্যুষিত অঞ্চলে