Ganit Prabha Class 8 Koshe Dekhi 11| শতকরা কষে দেখি ১১|গনিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১১ সমাধান|WBBSE Class 8 Math Book Solution Of Chapter 11 Exercise 11|West Bengal Board Class Eight Math Book Solution In Bengali
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
Ganit Prabha Class 8 Koshe Dekhi 11| শতকরা কষে দেখি ১১|গনিতপ্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ১১ সমাধান|WBBSE Class 8 Math Book Solution Of Chapter 11 Exercise 11|West Bengal Board Class Eight Math Book Solution In Bengali
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
প্রশ্নগুলি একত্রে
1. আমার কাছে 50 টাকা আছে । 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম ।আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে লিখি ।
2. বিদেশ থেকে একই মেশিনে এখানে আনতে 120% কর দিতে হয় ।যদি মেশিনটির দাম বিদেশে 300000 টাকা হয় তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করে লিখি ।
3. জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে ।জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি ।
4. হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500 টি বোতল তৈরি হত । এখন তৈরি হয় 1695 টি বোতল । ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি ।
5. সাধারণ বায়ুতে নাইট্রোজেন , অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে 75.6% , 23.04% ও 1.36% । 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি ।
6. তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল । মিলনদাদা বইয়ের লেখা দামের ওপর যথাক্রমে 10% ও 5% ছাড় দিলেন । বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লিখি ।
7. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম । ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল হিসাব করে লিখি ।
8. সময় মত বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায় । সময় মত বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন ।বিদ্যুৎ বিলের পরিমাণ কতি ছিল হিসাব করে লিখি ।
9. চিনির মূল্য 20% বেড়ে গেছে । তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি ।
10. জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় । এই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি ।
11. উৎপলবাবু অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে ।কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে ।আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন ।এখন জমিতে অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে হিসাব করে লিখি ।
12. একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন । এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি ।
13. এই বছর নন্দলাল উচ্চমাধ্যামিক বিদ্যালয়ের পরিক্ষার্থীদের 85% বাংলায় , 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে । পরিক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় , তবে হিসাব করে দেখি কতজন পরিক্ষার্থী
(i) উভয় বিষয়ে A+ পেয়েছে
(ii) শুধু বাংলায় A+ পেয়েছে
(iii) শুধু অংকে A+ পেয়েছে
(iv) উভয় বিষয়ে A+ পায়নি
14. আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল । আমিনাবিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি ।
15. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 15% হ্রাস করা হল । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লিখি ।
16. একটি ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার , 10 মিটার ও 5 মিটার । যদি দৈর্ঘ্য ,প্রস্থ ও উচ্চতার প্রত্যকটি 10 % বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি ।
17. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে , 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লংজাম্প প্রতিযোগিতায় নাম দেয় । 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয় । বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় নাম দেয় হিসাব করে লিখি । (কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি )
ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।