Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল মক টেস্ট: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test Set-5। তাই এই মাধ্যমিক ভূগোল মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)
Q1. একটি শীতল স্থানীয় বায়ু হল –
- লু
- খামসিন
- পাম্পেরো
- সিরোক্কো
পাম্পেরো
Q2. চিনুক হল –
- উষ্ণ বায়ু
- শীতল বায়ু
- আকস্মিক বায়ু
- সাময়িক বায়ু
উষ্ণ বায়ু
Q3. নীচের কোনটি নিয়ত বায়ুপ্রবাহ নয় ?
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
- আয়ন বায়ু
- সমুদ্র বায়ু
সমুদ্র বায়ু
Q4. ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলে –
- টাইফুন
- টর্নেডো
- হারিকেন
- সাইক্লোন
হারিকেন
Q5. বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম –
- ব্যারোমিটার
- অ্যানিমোমিটার
- হাইগ্রোমিটার
- থার্মোমিটার
অ্যানিমোমিটার
Q6. মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে তা হল-
- নিম্বো
- সিরো
- অক্টাস
- অল্টো
অক্টাস
Q7. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপা হয় তা হল –
- হাইগ্রোমিটার
- ব্যারোমিটার
- থার্মোমিটার
- অ্যানিমোমিটার
হাইগ্রোমিটার
Q8. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
- গ্র্যান্ড ব্যাঙ্ক
- রকফল ব্যাঙ্ক
- রোসলিন্ড ব্যাঙ্ক
- স্পার্টলি ব্যাঙ্ক
গ্র্যান্ড ব্যাঙ্ক
Q9. উষ্ণ পেরু স্রোতের অপর নাম –
- হাম্বোল্ড স্রোত
- এল নিনো স্রোত
- লা নিনা স্রোত
- ওয়াশিয়ো স্রোত
এল নিনো স্রোত
Q10. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখার নাম –
- আগুলহ্রাস স্রোত
- হামবোল্ড স্রোত
- গিনি স্রোত
- কামচাটকা স্রোত
আগুলহ্রাস স্রোত
Q11. বেরিং স্রোত প্রবাহিত হয় –
- ভারত মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
Q12. জাপান উপকূল উষ্ণ থাকে –
- বেরিং স্রোতের জন্য
- উপসাগরীয় স্রোতের জন্য
- কুরোশিয়ো স্রোতের জন্য
- মৌসুমি স্রোতের জন্য
কুরোশিয়ো স্রোতের জন্য
Q13. সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে –
- সাময়িক বায়ু
- নিয়ত বায়ু
- স্থানীয় বায়ু
- আকস্মিক বায়ু
নিয়ত বায়ু
Q14. হিমপ্রাচীর দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
- ভারত মহাসাগরে
- বঙ্গোপসাগরে
আটলান্টিক মহাসাগরে
Q15. একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় –
- ২৪ ঘন্টা ৫২ মিনিট
- ১২ ঘন্টা ২৬ মিনিট
- ৬ ঘন্টা ১৩ মিনিট
- ৪ ঘন্টা ২৫ মিনিট
১২ ঘন্টা ২৬ মিনিট
Q16. প্রদত্ত কোন নদীতে জোয়ার দেখা যায় না ?
- যমুনা নদীতে
- গোদাবরী নদীতে
- নর্মদা নদীতে
- গঙ্গা নদীতে
যমুনা নদীতে
Q17. মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে প্রতিস্থাপন করা হয় তা হল –
- স্পট
- সেন্সর
- প্ল্যার্টফর্ম
- ল্যান্সম্যাট
প্ল্যার্টফর্ম
Q18. একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চি শিট থাকতে পারে ?
- ১৬ টি
- ৩২ টি
- ৬৪ টি
- ২৫৬ টি
২৫৬ টি
Q19. ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত –
- কলকাতায়
- মুম্বাইয়ে
- দিল্লিতে
- দেরাদুন – এ
দেরাদুন – এ
Q20. মহাকাশে সূর্য সমলয় উপগ্রহ গুলি –
- পূর্ব থেকে পশ্চিমে ঘোরে
- পশ্চিম থেকে পূর্বে ঘোরে
- উত্তর থেকে দক্ষিণে ঘোরে
- দক্ষিণ থেকে উত্তরে ঘোরে
উত্তর থেকে দক্ষিণে ঘোরে
Q21. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল হল –
- 1:1000000
- 1:200000
- 1:100000
- 1:50000
1:1000000
Q22. অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য থেকে পাওয়া যায় –
- বিমান চিত্র
- ভূবৈচিত্রসূচক মানচিত্র
- উপগ্রহ চিত্র
- বিভিন্ন স্কেল
উপগ্রহ চিত্র
Q23. রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তা হল –
- নদী ও বায়ু
- বাতাস
- নদী
- হিমবাহ
হিমবাহ
Q24. ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ –
- গঙ্গোত্রী
- সিয়াচেন
- হুবার্ড
- যমুনেত্রী
সিয়াচেন
Q25. দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি দেখা যায় –
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
- উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
Q26. ভারতে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় –
- 1567 সালে
- 1767 সালে
- 1667 সালে
- 1867 সালে
1767 সালে
Q27. একটি জায়িদ ফসলের উদাহরণ হল-
- বাদাম
- আউশ ধান
- গম
- বোরো ধান
আউশ ধান
Q28. ভারতের বৃহত্তম ‘কয়াল’ –এর উদাহরণ হল-
- অষ্টমুদি
- চিলকা
- কোলেরু
- ভেমবানাদ
ভেমবানাদ
Q29. যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় –
- পরিস্রবক ঘূর্ণায়ন
- তাড়িতিক অধঃক্ষেপক
- স্ক্রাবার
- আস্তরণযুক্ত অ্যালুমিনা
স্ক্রাবার
Q30. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে –
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
আটলান্টিক মহাসাগরে