Table of Contents
Online MCQ Mock Test For Class 9(WBBSE)|নবম শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট: WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Online MCQ Mock Test For Class 9(WBBSE)।এই মক টেস্ট সিরিজটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেগুলি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টগুলো অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর Exam-এর MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট সিরিজ । এই মক টেস্টগুলো থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।
নবম শ্রেণীর গণিত , ভৌতবিজ্ঞান , জীবন বিজ্ঞান ,ইংরাজি ,বাংলা, বাংলা ব্যাকরণ ,ইতিহাস ,ভূগোল বিষয়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Online MCQ Mock Test For Class 9(WBBSE)।তাই এই মক টেস্ট সিরিজ নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে নিচের লিঙ্ক গুলিতে ক্লিক করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
Online MCQ Mock Test For Class 9(WBBSE)||নবম শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট||West Bengal Board Class 9(IX) Mock Test For All Subjects
Mathematics (অঙ্ক)
- লাভ,ক্ষতি
- শতকরা
- ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
- চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
- বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল
Life Science (জীবন বিজ্ঞান)
- জীবন ও তার বৈচিত্র
- কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF)
- উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF)
- জীবন সংগঠনের স্তর
- সালোক সংশ্লেষ
- শ্বসন
- খনিজ পুষ্টি
- পুষ্টি
- রেচন
- সংবহন
Physical Science(ভৌতবিজ্ঞান)
- পরিমাপ পদ্ধতি
- বল ও গতি
- পৃষ্ঠটান , সান্দ্রতা , স্থিতিস্থাপকতা , বার্নৌলির নীতি
- তরল ও বায়ুর চাপ
- আর্কিমিডিসের নীতি
- তাপ
- শব্দ
- অ্যাসিড ,ক্ষার ও লবণ
- দ্রবণ
- মিশ্রণের উপাদানের পৃথকীকরণ
- জল
History (ইতিহাস)
- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
- বিপ্লবী আদর্শ , নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
- ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
- শিল্পবিপ্লব , উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
- বিশ শতকে ইউরোপ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
- জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ
Geography (ভূগোল)
- গ্রহরূপে পৃথিবী
- পৃথিবীর গতিসমূহ
- পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়
- ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
- আবহবিকার
- দুর্যোগ ও বিপর্যয়
- ভারতের সম্পদ
- পশ্চিমবঙ্গ
Bengali(বাংলা)
- বাংলা ব্যাকরণ মক টেস্ট
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ধীবর-বৃত্তান্ত
- ইলিয়াস
- দাম
- নব নব সৃষ্টি
- আকাশে সাতটি তারা
- চিঠি
এই মক টেস্ট সিরিজের সুবিধা:
- প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে এই মক টেস্টগুলো তৈরি করা হয়েছে তাই, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ এই মকটেস্টের প্রশ্নগুলো ।
- এই মক টেস্টগুলিতে অংশ গ্রহণ করলে তোমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ।
- তোমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময়ে সম্পূর্ণ বিনামূল্যে এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারবে।
- MCQ প্রশ্নের উত্তর মনে রাখতে সাহায্য করবে এই মক টেস্টগুলো , MCQ বিভাগে সম্পূর্ণ নম্বর পেতেও সাহায্য করবে ।
- ছাত্রছাত্রীরা কোনো মক টেস্টে অংশগ্রহণ করার আগে যদি ভালো করে সেই অধ্যায়টি পড়ে নেয় তাহলে তাদের প্রস্তুতি খুব ভালো হবে ।
তাই আর দেরি না করে নীচের দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে মক টেস্টে অংশগ্রহণ করো এবং নিজেকে যাচাই করো ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
শীঘ্রই আমরা আরও অনেক মক টেস্ট যোগ করব এই পেজে । নবম শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট -এর ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান ।এই পেজটিকে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
FAQs
প্রশ্ন-১. নবম শ্রেণীর বাংলা , ইংরাজি, অঙ্ক , ইতিহাস , ভূগোল, জীবন বিজ্ঞান , ভৌতবিজ্ঞানের কোন ধরনের প্রশ্ন রয়েছে এই মক টেস্টে ?
উত্তরঃ প্রত্যেকটি বিষয়ের MCQ প্রশ্ন-উত্তর নিয়ে এই মক টেস্ট গুলো তৈরি হয়েছে ।
প্রশ্ন-২. নবম শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট -এ ছাত্রছাত্রীরা কীভাবে অংশগ্রহণ করবে ?
উত্তরঃ এই পেজে প্রদত্ত লিঙ্ক গুলিতে ক্লিক করে সরাসরি ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ।
প্রশ্ন-৩. Online MCQ Mock Test For Class 9(WBBSE) -এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করে কি সুবিধা পাওয়া যাবে ?
উত্তরঃ নবম শ্রেণীর যেকোনো বিষয়ের অসংখ্য MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে এবং মুখস্থ করতে একমাত্র Anushilan.Com-এই মক টেস্ট সিরিজের প্রয়োজন ।